Durga Puja 2025: মাতৃদুগ্ধের সঙ্গে সরকারি স্কুলের তুলনা! বিরাট আয়োজন শুশুনিয়ায়, পাহাড়ের কোলের পুরো গল্প না জানলে মিস
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
'আড়ম্বরে ভুলোনা ভাই, সরকারি স্কুলের বিকল্প নাই,' শিরোনামে অভিনব থিম ভাবনা ছাতনার শুশুনিয়া সার্বজনীন দুর্গোৎসব সমিতির সদস্যদের।
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: গুঁড়ো সাদা চক! কালো ব্ল্যাকবোর্ড। লম্বা লম্বা বেঞ্চ এবং স্কুলের সাদা দেওয়াল। সরকারি স্কুল বললেই যেন নস্টালজিয়া, বিশেষ করে ৮০ এবং ৯০ দশকের ব্যক্তিরা আরও ভাল নিজেদের সঙ্গে ‘রিলেট’ করতে পারবেন। তবে তার আগে একটা কথা নিশ্চিত যে হাতেগোনা মাত্র আর কয়েকটা দিন। আর তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তাই পুজো মণ্ডপগুলিতে চলছে জোর কদমে প্রস্তুতি। বাঁকুড়া জেলার ছাতনা ব্লকের অন্তর্গত শুশুনিয়া পাহাড়ের পাদদেশে শুশুনিয়া গ্রামের শুশুনিয়া সার্বজনীন দুর্গোৎসব সমিতি প্রতিবছরের মতো এই বছরেও তাদের পুজোর মন্ডপ সজ্জার আয়োজনে রেখেছে থিমের চমক।
এবার পুজোয় ‘আড়ম্বরে ভুলোনা ভাই, সরকারি স্কুলের বিকল্প নাই,’ শিরোনামে অভিনব থিম ভাবনা ছাতনার শুশুনিয়া সার্বজনীন দুর্গোৎসব সমিতির সদস্যদের। ১৭ তম বর্ষে ১০ লক্ষ টাকা বাজেটে একটি মডেল স্কুলের আদলে এই মণ্ডপ তৈরির কাজ শুরু হয়েছে।
advertisement
advertisement
বাঁকুড়ার শুশুনিয়া সার্বজনীন দুর্গোৎসব সমিতির সভাপতি দুলাল ব্যানার্জী বলেন, ‘সরকারি শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই।’ শিশুর স্বাস্থ্যে যেমন মাতৃদুগ্ধের কোনও বিকল্প নেই, ঠিক তেমনই শিশুর শিক্ষাব্যবস্থায় সরকারি স্কুলের কোনও বিকল্প নেই বলে মত পুজো উদ্যোক্তাদের। এবিষয়ে সরকারি স্কুলের প্রতি অভিভাবকদের দৃষ্টি ফেরাতেই এই উদ্যোগ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
মণ্ডপ নির্মাণের দায়িত্বে আছেন করণবীর সিং। তিনি বলেন, দ্রুত গতিতে কাজ এগোচ্ছে। দর্শক সাধারণকে অতিতের স্কুল জীবনে ফিরিয়ে নিয়ে যেতে দিন রাত এক করে তারা কাজ করছেন বলে জানান। পুজোর থিমের মাধ্যমে উঠে আসছে নস্টালজিক সরকারি স্কুল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 01, 2025 2:40 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: মাতৃদুগ্ধের সঙ্গে সরকারি স্কুলের তুলনা! বিরাট আয়োজন শুশুনিয়ায়, পাহাড়ের কোলের পুরো গল্প না জানলে মিস