বেলপাহাড়িতে উদ্ধার খুনের হুমকির পোস্টার !
Last Updated:
শনিবার জঙ্গলমহলের বেলপাহাড়ী থানার ওদলচুয়া এলাকা থেকে ফের জনসাধারন কমিটির নামাঙ্কিত পোস্টার উদ্ধার করল বেলপাহাড়ী থানার পুলিশ।
#ঝাড়গ্রাম: শনিবার জঙ্গলমহলের বেলপাহাড়ি থানার ওদলচুয়া এলাকা থেকে ফের জনসাধারন কমিটির নামাঙ্কিত পোস্টার উদ্ধার করল বেলপাহাড়ি থানার পুলিশ।
আজ সকাল বেলায় ওদলচুয়া বাজারে পোষ্টার দেখতে পেয়ে পুলিশ কে খবর এলাকার বাসিন্দারা। আগামী ৩ এপ্রিল জঙ্গলমহল সফরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ৪ এপ্রিল ঝাড়গ্রামের রাজ কলেজের মাঠে প্রাশাসনিক সভা থেকে ঝাড়গ্রাম জেলা ঘোষণা করবেন।মুখ্যমন্ত্রীর সফরের আগে এধরনের পোস্টার উদ্ধারে পুলিশকে কিছুটা অস্বস্তিতে যে ফেলেছে, তাতে কোনও সন্দেহ নেই।পোস্টারে রেশন ডিলার কমল মাহাতোর নামে খুনের হুমকি দেওয়া হয়েছে।
advertisement
advertisement
এরকম হুমকি পোস্টার উদ্ধারে এলাকায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে।বেলপাহাড়ি থানার পুলিশ পোস্টার গুলি উদ্ধার করে তদন্ত শুরু করেছে।ঝাড়গ্রামের অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো জানান, জনসাধারণ কমিটির নামাঙ্কিত পোস্টারগুলি উদ্ধার করা হয়ে হয়েছে। কে বা কারা এই ঘটনার পিছনে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 01, 2017 10:42 PM IST