East Bardhaman News: অস্থায়ী সাঁকো দিয়ে ঝুঁকিপূর্ণ যাতায়াত, কয়েক হাজার মানুষ নাজেহাল
- Published by:Sovan Goswami
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
অস্থায়ী সাঁকো দিয়ে ঝুঁকিপূর্ণ যাতায়াত করছেন দশ থেকে বারোটা গ্রামের হাজার হাজার বাসিন্দা।দীর্ঘদিনের দাবি হয়নি পূরণ এখনও।
পূর্ব বর্ধমান: অস্থায়ী সাঁকো দিয়ে ঝুঁকিপূর্ণ যাতায়াত করছেন দশ থেকে বারোটা গ্রামের হাজার হাজার বাসিন্দা, দীর্ঘদিনের দাবিতে সাড়ামেলেনি আজও। দশ বারোটি গ্রামের যাতায়াতের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে ব্রহ্মাণী নদী। নদীর ওপরের অস্থায়ী সাঁকো দিয়েই প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন গ্রামবাসীরা। পূর্ব বর্ধমানের কাটোয়া ২ ব্লকের অন্তর্গত চাঁন্ডুলী থেকে পঞ্চবেড়িয়া গ্রামে মাঝে পড়ে ব্রহ্মাণীনদী আর এই নদী পারাপার করার জন্য নেই কোনও স্থায়ী ও মজবুত সেতু। বছর খানেক আগে স্থানীয় পঞ্চায়েতের উদ্যোগে পাইপ দিয়ে একটি অস্থায়ী সাঁকো তৈরিকরা হয়েছে তারপর থেকে আর কোনও ব্যাবস্থা নেই।এই অস্থায়ী সাঁকো দিয়েই পেরিয়ে যাচ্ছে বহু মোটরসাইকেল, মটরভ্যান, সাইকেল, এবং যাত্রীবাহী টোটো।
এক টোটো চালক এই বিষয়ে বলেন, “এইভাবেই প্রাণের ঝুঁকি নিয়ে আমরা পারাপার করি, কী করববলুন এভাবেই যাতায়াত করি, কয়েক কিলোমিটার পথ কম হয়। প্যাসেঞ্জার নিয়ে গেলে আগে এপাড়ে নামিয়ে দিই।খালি টোটো নিয়ে ওপারে গিয়ে আবার প্যাসেঞ্জার তুলি। একটা স্থায়ী ও মজবুত সেতু তৈরিহলে আমরা উপকৃত হব”। বর্ষাকালে ভয়াবহ আকার ধারণ করে এই নদী। ব্রহ্মাণীর জলেপ্লাবিত হয় আসপাশের বেশ কয়েকটি গ্রাম। সেই সময় এই নদী পারাপারের জন্য একমাত্র ভরসা ছোট্ট একটি নৌকা। যে নৌকা করে ভরা বর্ষায় নদী পারাপার করেন দুপারের মানুষ। স্থানীয়দের কথায়, পড়ুয়ারাও এপারে চাঁন্ডুলী থেকে নদী পেরিয়ে ঘোড়ানাশ উচ্চ বিদ্যালয়ে পড়াশোনার জন্য যায়।
advertisement
advertisement
এছাড়া চাষের কাজেও পারাপার করতে হয় বহু মানুষকে। নদী পারাপারের স্থায়ী ব্যাবস্থা না থাকায় বড় গাড়ি নিয়ে কয়েক কিলোমিটার ঘুরে মেইন সড়কে উঠতে হয় এই এলাকার মানুষদের। সাধারণ মানুষের সমস্যার কথা স্বীকার করে কাটোয়া ২ ব্লকের পূর্ত্য কর্মাধ্যক্ষ গৌতম ঘোষাল বলেন, এখানে সেতুর দাবি গ্রামবাসীদের দীর্ঘদিনের, “অনেকবার অনেকরকম চেষ্টা করা হয়েছে কিন্তু কাজ কিছুই হয়নি। তবে আমাদের আস্থা আছে আমাদের রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে এখানেও মানুষের সমস্যার সমাধান হবে”।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন“
পাশাপাশি কাটোয়া ২ নম্বর ব্লকের ৬ লক্ষ ৭৮ হাজার টাকার একটি স্কিমের কথাও বলেন পূর্ত্য কর্মাধ্যক্ষ গৌতম ঘোষাল। এই স্কিমের মধ্যে দিয়ে সাধারণ মানুষের যাতায়াতের কিছুটা সুবিধা হবে বলে তিনি আশাবাদী। তবে স্থায়ী মজবুত সেতু কবে তৈরিহবে সেই দিকেই তাকিয়ে রয়েছেন ১০ থেকে ১২ টি গ্রামের কয়েক হাজার সাধারণ মানুষ।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 05, 2025 1:29 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: অস্থায়ী সাঁকো দিয়ে ঝুঁকিপূর্ণ যাতায়াত, কয়েক হাজার মানুষ নাজেহাল
