West Bengal news: মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত! দুর্ঘটনায় আহতদের প্রাণ বাঁচিয়ে বিশেষ সম্মান পেল গোটা গ্রাম
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
West Bengal news: পূর্ব বর্ধমান জেলা পুলিশের তরফ থেকে এক বিশেষ সম্মান জানানো হল গ্রামের বাসিন্দাদের। পূর্ব বর্ধমানের আলমপুর গ্রামের বাসিন্দারা অসাধারণ মানবিকতার পরিচয় দিয়েছেন। তাঁদের দ্রুত পদক্ষেপের ফলে বহু মানুষের প্রাণরক্ষা পেয়েছে।
পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলা পুলিশের তরফ থেকে এক বিশেষ সম্মান জানানো হল গ্রামের বাসিন্দাদের। পূর্ব বর্ধমানের আলমপুর গ্রামের বাসিন্দারা অসাধারণ মানবিকতার পরিচয় দিয়েছেন। তাঁদের দ্রুত পদক্ষেপের ফলে বহু মানুষের প্রাণরক্ষা পেয়েছে।
কী ঘটেছিল?
২১ মার্চ ২০২৫ তারিখে, বর্ধমান-বোলপুর রোডের আলমপুর গ্রামের কাছে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বর্ধমান-সিউড়ি জাতীয় সড়কের আলমপুর মোড়ে দুটি যাত্রীবোঝাই বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় অন্তত ৬৪ জন যাত্রী আহত হন।
advertisement
advertisement
ঘটনার পরপরই আহতদের দ্রুত চিকিৎসার জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। উদ্ধারকাজে ব্যবহৃত হয় দুটি ছোট গাড়িও। এই সঙ্কটময় মুহূর্তে, আলমপুর গ্রামের বাসিন্দারা তাঁদের অসামান্য মানবিকতার পরিচয় দেন। তাঁরা নিজেরাই আহতদের উদ্ধার করার জন্য ছুটে যান। পুলিশের সঙ্গে হাতে হাত মিলিয়ে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন আহতদের। তাঁদের উদ্যোগের ফলে বহু মানুষের প্রাণ বাঁচে।
advertisement
এই কাজের স্বীকৃতিস্বরূপ, পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে আলমপুর গ্রামের বাসিন্দাদের বিশেষ সংবর্ধনা দেওয়া হল। দেওয়ানদিঘি থানার ওসি শরিফুল শেখ বলেন, “গ্রামবাসীদের এই সক্রিয় ও মানবিক ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতে এমন কোনও দুর্ঘটনা ঘটলে, সাধারণ মানুষেরও পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা উচিত। আলমপুর গ্রামের মানুষ এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছেন।”
advertisement
সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার সায়ক দাস, অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য পুলিশ আধিকারিকরা। জেলা পুলিশের এই উদ্যোগে গ্রামবাসীরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত হয়েছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 30, 2025 8:40 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal news: মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত! দুর্ঘটনায় আহতদের প্রাণ বাঁচিয়ে বিশেষ সম্মান পেল গোটা গ্রাম

