East Bardhaman News: বড়দিন মানেই আলাদা আনন্দ, শুধু গির্জা নয়, রঙ তুলিতে সেজে উঠছে এই এলাকাও
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
বড়দিন উপলক্ষ্যে সেজে উঠেছে পূর্ব বর্ধমানের এই গ্রাম।
পূর্ব বর্ধমান: বড়দিন উপলক্ষ্যে সেজে উঠেছে পূর্ব বর্ধমানের এই গ্রাম। বড়দিনের আগে নতুনরূপে সেজে উঠছে বসতবাড়িও। ২৫ ডিসেম্বরের আগে যেন সাজো সাজো রব নির্দিষ্ট গ্রামের এই এলাকায়। সাধারণত যিশু খ্রিস্টের জন্ম স্মরণে ২৫ ডিসেম্বর এই বড়দিন উদযাপিত হয়। উপহার প্রদান, সংগীত চর্চা, বড়দিনের কার্ড বিনিময়, গির্জায় উপাসনা এবং বড়দিনের বৃক্ষ, আলোকসজ্জা, যিশুর জন্মদৃশ্য, বিশেষ ধরনের সাজসজ্জার প্রদর্শনী বর্তমান সময়ে বড়দিন উৎসব উদযাপনের অঙ্গ।
বড়দিনকে কেন্দ্র করে মেতে ওঠেন বহু মানুষ। পূর্ব বর্ধমানের শ্রীখন্ড গ্রামে গির্জা রয়েছে। সেখানেও বড়দিন উৎসব উদযাপন করা হয়। আর বড়দিনের আগে এই গির্জা সংলগ্ন কিছুটা এলাকা আকর্ষণীয় ভাবে সেজে উঠছে। স্থানীয়রা নিজেরাই রঙ, তুলির মাধ্যমে সাজিয়ে তুলছেন নিজেদের বসতবাড়ির মাটির দেওয়াল।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই প্রসঙ্গে বুদিন মুর্মু নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, “বড়দিনের জন্য রঙ করা হচ্ছে, সবাই আসবে দেখবে। বড়দিন তো সবাই জানে। খড়িমাটি সহ আরও বিভিন্ন রঙ দিয়ে আমরা নিজেরাই নকশা করি।” খড়ি মাটি এবং বিভিন্ন রঙ দিয়ে মাটির দেওয়ালে আঁকা হচ্ছে সান্তা ক্লজের ছবি। স্থানীয়রা নিজেরাই এই ছবি আঁকছেন।
advertisement
সান্তা ক্লজ ছাড়াও ঘণ্টা, হাতি, ঘোড়া সহ আরও বিভিন্ন ছবি আঁকা হচ্ছে। সাধারণ মাটির বাড়ি বড়দিনের আগে খুবই সুন্দর ভাবে সাজিয়ে তোলা হচ্ছে। বড়দিনের আগে শ্রীখন্ড গ্রামের গির্জা সংলগ্ন বেশ কিছু বাসিন্দা খুবই আনন্দে রয়েছেন। বড়দিনের দিন নাচ, গান, থেকে শুরু করে কেককাটা সবই করবেন তারা। প্রত্যেকবছর এই দিন তারা আনন্দের সঙ্গেই উদযাপন করেন।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 24, 2024 2:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: বড়দিন মানেই আলাদা আনন্দ, শুধু গির্জা নয়, রঙ তুলিতে সেজে উঠছে এই এলাকাও