East Bardhaman News: আলু, শাকসব্জি অতীত! এখন এই কারণে বিঘা বিঘা জমিতে ফুল চাষ করছেন চাষিরা
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
শীতকালীন ফসল ছেড়ে ফুল চাষের দিকে ঝুঁকছেন কালনার পূর্বস্থলীর চাষীরা
পূর্ব বর্ধমান: বেশি লাভের মুখ দেখতে শীতকালীন ফসল ছেড়ে ফুল চাষের দিকে ঝুঁকছেন কালনার পূর্বস্থলীর চাষীরা। শীতকালীন সব্জি যখন জেলার বিভিন্ন জমিতে চাষ হচ্ছে, ঠিক তখনই কালনার পূর্বস্থলীতে গ্যাজেনিয়া, বেবিডল, গোলাপ, পিটুনিয়া, অ্যসট্রা, বারবানা, শুটুনিয়া, পেন্ডুনিয়া, বেনজি সহ বিভিন্ন রকমারি ফুল চাষের দিকে ঝুঁকছেন চাষিরা। সবজি চাষ বন্ধ রেখে অধিক লাভের জন্য বিঘার পর বিঘা জমিতে তারা ফুল চাষ করছেন। ভিন রাজ্য এমনকি অন্যান্য জেলা থেকেও পূর্ব বর্ধমানের এই জায়গায় ফুল কিনতে আসছেন ব্যবসায়ীরা। এই বিষয়ে হাসিবুল দফাদার নামের এক ব্যবসায়ী জানিয়েছেন, “আমরা চাষিদের কাছে ফুল কিনে ব্যবসা করি। এই ফুল ভিন রাজ্য এমনকি বিদেশেও যায়। গতবছরের থেকে এবছর ফুলের দামও কিছুটা বেশি রয়েছে।”
বিঘার পর বিঘা জমিতে রঙ্গিন ফুল চাষ করে বেশ ভালই অর্থ উপার্জন করছেন চাষিরা। পূর্বস্থলীর এই ফুল গাছের চারা ছড়িয়ে যাচ্ছে ভারত বর্ষের বিভিন্ন রাজ্যে। ব্যবসায়ীদের কথায়, শুধু ভিন রাজ্য নয় দেশের বাইরেও পাড়ি দিচ্ছে বর্ধমানের ফুল। ভিন রাজ্য সহ নেপাল, ভুটানেও পাড়ি দিচ্ছে পূর্ব বর্ধমানের চাষিদের চাষ করা ফুল। এবছর আবহাওয়া খারাপ থাকার কারণে ফুল ফুটতে দেরি হয়েছিল। সেকারণে কিছুটা হলেও কপালে ভাঁজ পড়েছিল চাষি ও ব্যাবসায়ীদের। তবে এখন বাজারে রমরমিয়ে চলছে ফুলের ব্যবসা।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ইতিমধ্যেই জেলার হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকেও আধিকারিকেরা এই জায়গা পরিদর্শন করেছেন। এই এলাকায় ফুল চাষ যাতে আরও ভাল হয় সেকারণে নির্দিষ্ট এলাকার বিধায়কের সঙ্গে আলোচনা করবেন বলেও জানিয়েছেন। এবিষয়ে নির্দিষ্ট এলাকার বিধায়ক তপন চট্টোপাধ্যায় বলেন, “পলি হাউস, স্প্রিংলার সবই চাষিদের দেওয়া হচ্ছে। চাষের বিভিন্ন যন্ত্রাংশ ক্রয় করার ক্ষেত্রেও ছাড় দেওয়া হচ্ছে। ফুল চাষ সত্যিই একটা লাভজনক ব্যবসা।”
advertisement
কৃষিদফতর সূত্রে জানা গিয়েছে, পূর্বস্থলী দুই ব্লকের বিভিন্ন এলাকায় প্রায় ১০০ বিঘার কাছাকাছি জমিতে বিভিন্ন ধরণের ফুল চাষ করেন এলাকার বাসিন্দারা। বিশেষ করে গাঁদাফুল চাষই বেশি করেন তাঁরা। মেড়তলা, ঝাউডাঙ্গা অঞ্চলের হালতাচড়া, পলাশপুলি প্রভৃতি এলাকায় বেশি ফুল চাষ হয়। গাঁদা, রজনীগন্ধা, গোলাপ সহ বিভিন্ন ধরণের ফুল চাষ হয়। তবে বিভিন্ন প্রজাতির গাঁদা ফুলের চাষ বেশি হয় এই এলাকায়।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 19, 2024 5:18 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: আলু, শাকসব্জি অতীত! এখন এই কারণে বিঘা বিঘা জমিতে ফুল চাষ করছেন চাষিরা