দিঘার মোহনায় ও কী! চক্ষু ছানাবড়া... ২২ কেজি ওজনের বিশাল ভেটকিমাছ, দেখলে চমকে যাবেন... কেউ কোনওদিন দেখেনি

Last Updated:
বাদল দেবনাথের বঁড়শিতে উঠে আসে এই ২২ কেজি ওজনের ভেটকি। জাল দিয়ে নয়, বরং ছিপ ফেলে বঁড়শিতে এই মাছটি ধরা পড়েছে,যা পর্যটক ও স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি করেছে।এই আকারের ভেটকি মাছের বাজারমূল্য অনেক বেশি হয়।
1/5
পঙ্কজ দাশরথী, দিঘা: দিঘার মোহনায় ২২ কেজি ওজনের বিশাল এক ভেটকি মাছ ধরা পড়ল বঁড়শিতে।
পঙ্কজ দাশরথী, দিঘা: দিঘার মোহনায় ২২ কেজি ওজনের বিশাল এক ভেটকি মাছ ধরা পড়ল বঁড়শিতে।
advertisement
2/5
সাধারণত মোহনা এলাকায় বড় মাছ পাওয়া গেলেও, বড়শিতে এত ওজনের ভেটকি ধরা পড়া বেশ বিরল ঘটনা। সচরাচর ২ থেকে ৫ কেজির ভেটকি বাজারে দেখা যায়, কিন্তু ২২ কেজি ওজনের মাছটি ছিল রীতিমতো দানবীয়। বাদল দেবনাথের বঁড়শিতে উঠে আসে এই ২২ কেজি ওজনের ভেটকি।
সাধারণত মোহনা এলাকায় বড় মাছ পাওয়া গেলেও, বড়শিতে এত ওজনের ভেটকি ধরা পড়া বেশ বিরল ঘটনা। সচরাচর ২ থেকে ৫ কেজির ভেটকি বাজারে দেখা যায়, কিন্তু ২২ কেজি ওজনের মাছটি ছিল রীতিমতো দানবীয়। বাদল দেবনাথের বঁড়শিতে উঠে আসে এই ২২ কেজি ওজনের ভেটকি।
advertisement
3/5
জাল দিয়ে নয়, বরং ছিপ ফেলে বঁড়শিতে এই মাছটি ধরা পড়েছে,যা পর্যটক ও স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি করেছে।এই আকারের ভেটকি মাছের বাজারমূল্য অনেক বেশি হয়।
জাল দিয়ে নয়, বরং ছিপ ফেলে বঁড়শিতে এই মাছটি ধরা পড়েছে,যা পর্যটক ও স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি করেছে।এই আকারের ভেটকি মাছের বাজারমূল্য অনেক বেশি হয়।
advertisement
4/5
সাধারণত মোহনার তাজা ভেটকি প্রতি কেজি ৭০০-৯০০ টাকায় বিক্রি হয়,ফলে এই মাছটির দাম প্রায় ১৫,০০০ থেকে ২০,০০০ টাকার আশেপাশে হওয়ার সম্ভাবনা।
সাধারণত মোহনার তাজা ভেটকি প্রতি কেজি ৭০০-৯০০ টাকায় বিক্রি হয়,ফলে এই মাছটির দাম প্রায় ১৫,০০০ থেকে ২০,০০০ টাকার আশেপাশে হওয়ার সম্ভাবনা।
advertisement
5/5
দিঘা মোহনায় শীতের শুরুতে বিভিন্ন সামুদ্রিক মাছের আনাগোনা বাড়ে। তবে এত বড় ভেটকি দেখে অনেক পর্যটকও এই দৃশ্য দেখতে ভিড় জমিয়েছেন।
দিঘা মোহনায় শীতের শুরুতে বিভিন্ন সামুদ্রিক মাছের আনাগোনা বাড়ে। তবে এত বড় ভেটকি দেখে অনেক পর্যটকও এই দৃশ্য দেখতে ভিড় জমিয়েছেন।
advertisement
advertisement
advertisement