Weekend Trip: নাইট সাফারির সুযোগ দক্ষিণের 'এই' জায়গায়, কাপল ফ্রেন্ডলি রিসর্টও পাবেন, বড়দিনে ঘুরে আসুন

Last Updated:

Weekend Trip: নাইট সাফারি নয়, নৌকা করে নদীর মধ্যে ছোট ছোট দ্বীপ ভ্রমণের সুযোগও পাবেন। এই সময় শীতের মরশুমে নৌকায় চেপে উপভোগ করতে পারবেন এক অন্যরকম পরিবেশ।

+
নয়াচর

নয়াচর ইকো ভিলেজ 

বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার এই জায়গায় গেলেই মিলবে নাইট সাফারির সুযোগ। শীতের মরশুমে পর্যটকরা ঘুরতে যেতে ভালবাসেন। গাড়ি করে জঙ্গলে ঘুরতে অথবা পায়ে হেঁটে পাহাড় ঘুরতে সকলেরই ইচ্ছা করে। তবে জঙ্গল সাফারি অথবা পাহাড় দেখার জন্য অনেকটা দূরে ভ্রমণ করতে হয়। এবার দূরের জঙ্গল বা পাহাড় নয়, পূর্ব বর্ধমানের কাছে এই জায়গাতেই পাবেন নাইট সাফারির সুযোগ। পায়ে হেঁটে গভীর রাতে উপভোগ করতে পারবেন রোমাঞ্চকর এক অনুভূতি। নদীর ধারে জঙ্গলের মধ্যে দেখতে পাবেন পেঁচা, বনবিড়াল, শেয়াল সহ আরও বেশ কিছু বন্য প্রাণি।
তবে শুধু নাইট সাফারি নয়। নৌকা করে নদীর মধ্যে ছোট ছোট দ্বীপ ভ্রমণের সুযোগও পাবেন। এই সময় শীতের মরশুমে নৌকায় চেপে উপভোগ করতে পারবেন এক অন্যরকম পরিবেশ। শহরের কোলাহল থেকে বেরিয়ে , নির্জন মনোরম পরিবেশের এই জায়গায় গেলে সকলেই মুগ্ধ হয়ে যাবেন। শীতের মরশুমে দেখতে পাবেন একাধিক পরিযায়ী পাখি। সেই সকল পাখির ছবি ফ্রেম বন্দি করে রাখতে পারবেন নিজের কাছে। এই পাখি দেখার জন্য বর্তমানে মাঝে মধ্যে বিদেশি পর্যটকরাও আসছেন পূর্ব বর্ধমানের এই জায়গায়।তবে নাইট সাফারি, পরিযায়ী পাখি ছাড়াও পূর্ব বর্ধমানের এই জায়গার সবথেক আকর্ষণীয় জিনিস গ্যাঞ্জেটিক ডলফিন।
advertisement
আরও পড়ুনঃ হোমস্টে বা হোটেল নয়, ঘন জঙ্গলে প্রকৃতির মধ্যেই তাঁবুতেই রাত্রিযাপন! পাহাড়ের কোথায় জানেন?
গ্যাঞ্জেটিক ডলফিন বা গাঙ্গেয় শুশুক দেখার জন্য সবথেকে সেরা পূর্ব বর্ধমানের এই জায়গা। দূর দূরান্ত থেকে প্রতিনিয়ত এখন পর্যটকেরা ভিড় জমাচ্ছেন। পূর্ব বর্ধমানের এই জায়গা সত্যিই অন্যরকম। গ্রাম্য পরিবেশ এহেন রিসর্ট দেখলে অবাক হবেন সকলেই। নদীর ধারে প্রত্যন্ত গ্রামে যে এরকম রিসর্ট থাকতে পারে তা নিজের চোখে দেখলেই হতবাক হবেন।
advertisement
advertisement
পূর্ব বর্ধমানের কাটোয়া শহরের একদম পাশেই রয়েছে নয়াচর নামের একটি প্রত্যন্ত গ্রাম। তবে এই গ্রাম নদীয়া জেলার অন্তর্গত। নদিয়া জেলার অন্তর্গত হলেও গ্রামবাসীদের সবটাই জড়িয়ে রয়েছে পূর্ব বর্ধমানের সঙ্গে। এখানকার বাসিন্দারাও একদম সাদামাঠা জীবনযাপন করেন। নদীর ধারে অবস্থিত এই গ্রামেই গড়ে উঠেছে একটি রিসর্ট।
আরও পড়ুনঃ প্রতিটি রিসর্টই কাপল ফ্রেন্ডলি! ঘরে বসেই সমুদ্র দর্শন, কলকাতার কাছেই নয়া এই দ্বীপ টক্কর দিচ্ছে মলদ্বীপ-লাক্ষাদ্বীপকে! একদিনে ঘুরে আসতে পারেন
রিসর্ট বা বাংলো বাড়িটির নাম রাখা হয়েছে নয়াচর ইকো ভিলেজ। এখানেই পর্যটকদের জন্য থাকা, খাওয়ার সু-ব্যবস্থা রয়েছে। আর নয়াচর গ্রামের এই রিসর্টে উঠলেই দেখার সুযোগ পাবেন গাঙ্গেয় শুশুক, পরিযায়ী পাখি এবং সঙ্গে থাকবে নৌকা বিহার আর রাত্রে নাইট সাফারি। গ্রাম্য পরিবেশের মধ্যে একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে সকলেরই। বন্ধু বান্ধব অথবা পরিবার নিয়ে যাওয়ার জন্য একদম আদর্শ এই জায়গা।
advertisement
এই রিসর্টে থাকা, খাওয়া, ঘোরা সব নিয়ে লাগবে ২২০০ টাকা প্রতি জনের, তবে এটা শুধুমাত্র চারজন হলে। দু’জনের জন্য লাগবে মাথাপিছু ২৬০০ টাকা করে। দুদিন থাকলে খুব ভাল ভাবে এই জায়গার বিভিন্ন দৃশ্য দেখা যাবে। বুকিংয়ের জন্য যোগাযোগ করতে হবে 9734845477 এই নম্বরে। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া অথবা দাঁইহাট স্টেশন থেকে সহজেই আসা যাবে এই জায়গায়। স্টেশনে নেমে টোটো অথবা গাড়ি করে আসতে হবে একদম কাছেই নয়াচর গ্রামে। নয়াচর গ্রামে এসে যোগাযোগ করে নিতে হবে রিসর্ট কর্তৃপক্ষের সঙ্গে।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Weekend Trip: নাইট সাফারির সুযোগ দক্ষিণের 'এই' জায়গায়, কাপল ফ্রেন্ডলি রিসর্টও পাবেন, বড়দিনে ঘুরে আসুন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement