Weekend Trip: প্রতিটি রিসর্টই কাপল ফ্রেন্ডলি! ঘরে বসেই সমুদ্র দর্শন, কলকাতার কাছেই নয়া এই দ্বীপ টক্কর দিচ্ছে মলদ্বীপ-লাক্ষাদ্বীপকে! একদিনে ঘুরে আসতে পারেন

Last Updated:
Weekend Trip: বছর শেষের সময়টা কাছের মানুষের সঙ্গে সমুদ্রের তীরে কাটাতে চান। তাহলে চোখ বুজে সোজা চলে যান মৌসুনি দ্বীপ। এই দ্বীপ নিরাশ করবে না আপনাকে। 
1/7
*বছর শেষের সময়টা কাছের মানুষের সঙ্গে সমুদ্রের তীরে কাটাতে চান। তাহলে চোখ বুজিয়ে সোজা চলে যান মৌসুনি দ্বীপ। এই দ্বীপ নিরাশ করবে না আপনাকে।পেশাগত ব্যস্ততা, সাংসারিক চাপ থেকে সাময়িক বিরতি নিয়ে খুব কম সময়ের জন্য অন্য জগতে পৌঁছে যেতে ঘুরে আসতেই পারেন মৌসুনি দ্বীপ থেকে। প্রতিবেদনঃ নবাব মল্লিক। সংগৃহীত ছবি। 
*বছর শেষের সময়টা কাছের মানুষের সঙ্গে সমুদ্রের তীরে কাটাতে চান। তাহলে চোখ বুজিয়ে সোজা চলে যান মৌসুনি দ্বীপ। এই দ্বীপ নিরাশ করবে না আপনাকে।পেশাগত ব্যস্ততা, সাংসারিক চাপ থেকে সাময়িক বিরতি নিয়ে খুব কম সময়ের জন্য অন্য জগতে পৌঁছে যেতে ঘুরে আসতেই পারেন মৌসুনি দ্বীপ থেকে। প্রতিবেদনঃ নবাব মল্লিক। সংগৃহীত ছবি। 
advertisement
2/7
*এখানে জোয়ারের সময় সমুদ্রের জলের উপরে তৈরি মাচায় থেকে সময় কাটানোর একটা আলাদা অনুভূতি রয়েছে। রাতে এই দ্বীপে তৈরি হয় এক নৈস্বর্গিক পরিবেশ। নিয়ন আলোয় মুড়ে যায় গোটা দ্বীপ। কাপলদের জন্য আদর্শ এই দ্বীপ থেকে একবার হলেও ঘুরে আসার অনুরোধ করেছেন পর্যটক প্রীতি দে। সংগৃহীত ছবি। 
*এখানে জোয়ারের সময় সমুদ্রের জলের উপরে তৈরি মাচায় থেকে সময় কাটানোর একটা আলাদা অনুভূতি রয়েছে। রাতে এই দ্বীপে তৈরি হয় এক নৈস্বর্গিক পরিবেশ। নিয়ন আলোয় মুড়ে যায় গোটা দ্বীপ। কাপলদের জন্য আদর্শ এই দ্বীপ থেকে একবার হলেও ঘুরে আসার অনুরোধ করেছেন পর্যটক প্রীতি দে। সংগৃহীত ছবি। 
advertisement
3/7
*এই দ্বীপের প্রধান আকর্ষণ হল এখানকার শান্ত সমুদ্র। জোয়ারের সময় জল একদম পাড়ের কাছে চলে আসে। তবে জলের বিক্রম নেই, ফলে ভয় নেই। ভাটার সময় জল একটু নীচে নেমে যায়। সেসময় সমুদ্রসৈকতে পর্যটকরা নিজেদের মনের মত করে ঘুরে বেড়ান। কেউ আবার মাতেন খেলাধূলায়। সংগৃহীত ছবি। 
*এই দ্বীপের প্রধান আকর্ষণ হল এখানকার শান্ত সমুদ্র। জোয়ারের সময় জল একদম পাড়ের কাছে চলে আসে। তবে জলের বিক্রম নেই, ফলে ভয় নেই। ভাটার সময় জল একটু নীচে নেমে যায়। সেসময় সমুদ্রসৈকতে পর্যটকরা নিজেদের মনের মত করে ঘুরে বেড়ান। কেউ আবার মাতেন খেলাধূলায়। সংগৃহীত ছবি। 
advertisement
4/7
*এখানে যেতে হলে শিয়ালদহ স্টেশন থেকে নামখানা লোকাল ধরে নামখানায় নামতে হবে। এরপর সেখান থেকে টোটো অথবা ম্যাজিক ভ্যানে দুর্গাপুর-বাগডাঙ্গা ঘাট, পাতিবুনিয়া ঘাট, হুজ্জুতি ঘাটের মধ্যে যে কোনও একটি ঘাটে গিয়ে চিনাই নদী পেরিয়ে পৌঁছে যেতে পারেন মৌসুনিতে। সংগৃহীত ছবি। 
*এখানে যেতে হলে শিয়ালদহ স্টেশন থেকে নামখানা লোকাল ধরে নামখানায় নামতে হবে। এরপর সেখান থেকে টোটো অথবা ম্যাজিক ভ্যানে দুর্গাপুর-বাগডাঙ্গা ঘাট, পাতিবুনিয়া ঘাট, হুজ্জুতি ঘাটের মধ্যে যে কোনও একটি ঘাটে গিয়ে চিনাই নদী পেরিয়ে পৌঁছে যেতে পারেন মৌসুনিতে। সংগৃহীত ছবি। 
advertisement
5/7
*এই চিনাই নদী পার করার সময় আপনি ম্যানগ্রোভের ছোঁয়া পাবেন। এরপর নদী পেরিয়ে আবারওটোটো ধরে পৌঁছে যাবেন সমুদ্র সৈকতে। এখানে যে সমস্ত ক্যাম্প রয়েছে তাদের আতিথেয়তা মুগ্ধ করবে আপনাকে। সংগৃহীত ছবি। 
*এই চিনাই নদী পার করার সময় আপনি ম্যানগ্রোভের ছোঁয়া পাবেন। এরপর নদী পেরিয়ে আবারওটোটো ধরে পৌঁছে যাবেন সমুদ্র সৈকতে। এখানে যে সমস্ত ক্যাম্প রয়েছে তাদের আতিথেয়তা মুগ্ধ করবে আপনাকে। সংগৃহীত ছবি। 
advertisement
6/7
*এ নিয়ে সৃজা ক্যাম্পের পক্ষ থেকে পম্পা আইচ জানিয়েছেন, এখানে টেন্ট অথবা রুম সবই পাবেন আপনি ১০০০ থেকে ১৫০০ এর মধ্যে খাওয়া দাওয়া থাকা সব কিছুই মিলবে এখানে। সংগৃহীত ছবি। 
*এ নিয়ে সৃজা ক্যাম্পের পক্ষ থেকে পম্পা আইচ জানিয়েছেন, এখানে টেন্ট অথবা রুম সবই পাবেন আপনি ১০০০ থেকে ১৫০০ এর মধ্যে খাওয়া দাওয়া থাকা সব কিছুই মিলবে এখানে। সংগৃহীত ছবি। 
advertisement
7/7
*এই ক্যাম্পে খাওয়া-দাওয়া থাকে রাজকীয়। পেট ভরে চিংড়ি-পমফ্রেট-চিকেনের ভুড়িভোজ। তাহলে আর অপেক্ষা কিসের এই দ্বীপ থেকে ঘুরে আসুন আপনিও। সংগৃহীত ছবি।
*এই ক্যাম্পে খাওয়া-দাওয়া থাকে রাজকীয়। পেট ভরে চিংড়ি-পমফ্রেট-চিকেনের ভুড়িভোজ। তাহলে আর অপেক্ষা কিসের এই দ্বীপ থেকে ঘুরে আসুন আপনিও। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement