Darjeeling: হোমস্টে বা হোটেল নয়, ঘন জঙ্গলে প্রকৃতির মধ্যেই তাঁবুতেই রাত্রিযাপন! পাহাড়ের কোথায় জানেন?

Last Updated:
North Bengal Trip: একঘেয়ে হোমস্টে বা হোটেল ছেড়ে চারিদিকে সবুজে ঘেরা জঙ্গলের মাঝে তাবুতেই রাত্রিযাপন! চূড়ান্ত অ্যাডভেঞ্চারের সঙ্গে বনফায়ার, আড্ডা সঙ্গে বার-বি-কিউ।
1/8
*হোটেল হোমস্টে তো অনেক হল এবার পাহাড় জঙ্গলের মাঝে তাবুতেই রাত্রিযাপন। এ যেন এক অন্যরকম অনুভূতি। অ্যাডভেঞ্চারাস ভ্রমণপ্রেমীদের জন্য এই জায়গাটি হতে পারে সেরা ঠিকানা। প্রতিবেদনঃ সুজয় ঘোষ। ফাইল ছবি।
*হোটেল হোমস্টে তো অনেক হল এবার পাহাড় জঙ্গলের মাঝে তাবুতেই রাত্রিযাপন। এ যেন এক অন্যরকম অনুভূতি। অ্যাডভেঞ্চারাস ভ্রমণপ্রেমীদের জন্য এই জায়গাটি হতে পারে সেরা ঠিকানা। প্রতিবেদনঃ সুজয় ঘোষ। ফাইল ছবি।
advertisement
2/8
*চারিদিকে উঁচু উঁচু পাইনবন তার মাঝেই খোলা আকাশের নিচে টেন্টে বসে কনকনে ঠান্ডা আমেজে চলবে বন ফায়ার থেকে শুরু করে বার-বি-কিউ। ফাইল ছবি।
*চারিদিকে উঁচু উঁচু পাইনবন তার মাঝেই খোলা আকাশের নিচে টেন্টে বসে কনকনে ঠান্ডা আমেজে চলবে বন ফায়ার থেকে শুরু করে বার-বি-কিউ। ফাইল ছবি।
advertisement
3/8
*শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে কার্শিয়াংয়ের সেন্ট মেরিস হিলে রয়েছে পাহাড়ের মাঝে ঘন জঙ্গলে ঘেরা মন মুগ্ধ করা এই জায়গা। এই জায়গাকে নিয়ে পুরনো অনেক ইতিহাসও রয়েছে। এখানে বসে প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটালে নিমেষেই মন ভাল হবে আপনার। ফাইল ছবি।
*শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে কার্শিয়াংয়ের সেন্ট মেরিস হিলে রয়েছে পাহাড়ের মাঝে ঘন জঙ্গলে ঘেরা মন মুগ্ধ করা এই জায়গা। এই জায়গাকে নিয়ে পুরনো অনেক ইতিহাসও রয়েছে। এখানে বসে প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটালে নিমেষেই মন ভাল হবে আপনার। ফাইল ছবি।
advertisement
4/8
*অ্যাডভেঞ্চার প্রেমী মানুষদের জন্য রয়েছে ঘন জঙ্গলের মাঝে নিজেকে প্রকৃতির সাথে উজার করে দিয়ে এই তাবুতে রাত্রিযাপন যেন এক স্বপ্নে দেখা গল্পের মত। বর্তমানে এই ট্রেন্ডি টেন্ট সকলের মনেই জায়গা করে নিয়েছে, সকলেরই ইচ্ছা থাকে একবার হলেও পাহাড়ের কোলে গিয়ে টেন্টে থেকে প্রকৃতির মজা উপভোগ করার, আপনারা চাইলে সেই মজাও এখানে এসে উপভোগ করতে পারেন। ফাইল ছবি।
*অ্যাডভেঞ্চার প্রেমী মানুষদের জন্য রয়েছে ঘন জঙ্গলের মাঝে নিজেকে প্রকৃতির সাথে উজার করে দিয়ে এই তাবুতে রাত্রিযাপন যেন এক স্বপ্নে দেখা গল্পের মত। বর্তমানে এই ট্রেন্ডি টেন্ট সকলের মনেই জায়গা করে নিয়েছে, সকলেরই ইচ্ছা থাকে একবার হলেও পাহাড়ের কোলে গিয়ে টেন্টে থেকে প্রকৃতির মজা উপভোগ করার, আপনারা চাইলে সেই মজাও এখানে এসে উপভোগ করতে পারেন। ফাইল ছবি।
advertisement
5/8
*রাত হলেই কনকনে ঠান্ডা হাওয়ায় পাহাড়ের কোলে আগুন জ্বালিয়ে গরম গরম বার-বি-কিউর সঙ্গে জমজমাটি আড্ডা এই অনুভূতি নিমেষেই মনের সমস্ত ক্লান্তি দূর করে দেয়। ফাইল ছবি।
*রাত হলেই কনকনে ঠান্ডা হাওয়ায় পাহাড়ের কোলে আগুন জ্বালিয়ে গরম গরম বার-বি-কিউর সঙ্গে জমজমাটি আড্ডা এই অনুভূতি নিমেষেই মনের সমস্ত ক্লান্তি দূর করে দেয়। ফাইল ছবি।
advertisement
6/8
*এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা ক্যানুট লামা বলেন, শহরের কোলাহল ছেড়ে জঙ্গলের মাঝে এই শান্ত পরিবেশে সময় কাটাতে দূর দূরান্ত থেকে বহু পর্যটক ছুটে আসে এখানে। এখানে এলে মনের সঙ্গে প্রকৃতির একটা মেলবন্ধন তৈরি হয়। এই শান্ত শীতল পরিবেশে সকাল হলেই পাখির ডাকে ঘুম ভাঙবে আপনার। ঘুম থেকে উঠেই দু-চোখ ভরে পাহাড়ে ঘেরা এই সবুজ ঘন জঙ্গল আপনার মন ভাল করে দেবে। ফাইল ছবি।
*এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা ক্যানুট লামা বলেন, শহরের কোলাহল ছেড়ে জঙ্গলের মাঝে এই শান্ত পরিবেশে সময় কাটাতে দূর দূরান্ত থেকে বহু পর্যটক ছুটে আসে এখানে। এখানে এলে মনের সঙ্গে প্রকৃতির একটা মেলবন্ধন তৈরি হয়। এই শান্ত শীতল পরিবেশে সকাল হলেই পাখির ডাকে ঘুম ভাঙবে আপনার। ঘুম থেকে উঠেই দু-চোখ ভরে পাহাড়ে ঘেরা এই সবুজ ঘন জঙ্গল আপনার মন ভাল করে দেবে। ফাইল ছবি।
advertisement
7/8
*এখানেই শেষ নয়, রয়েছে ব্রিটিশ আদলের তৈরি বেশ কিছু কটেজ। এই কটেজগুলির ভেতরেই রয়েছে সেই ঐতিহ্যবাহী চিমনি, পুরনো দিনে যা দেখা যেত ব্রিটিশ ঘর-বাড়িতে। ঠান্ডার থেকে বাঁচতে ঘরের ভেতরেই আগুন জ্বালানো হত, সেই ধাঁচেই তৈরি করা হয়েছে এই কটেজগুলি। শীতের আমেজে ক্রিসমাসের ছুটিতে আপনার গন্তব্য যদি পাহাড় হয়ে থাকে, তাহলে এই জায়গাটি হতে চলেছে আপনার জন্য সেরা ডেস্টিনেশন। যেখানে বসে দিনের আলোয় সবুজে ঘেরা পাহাড়ি জঙ্গলে বসে চোখের সামনেই দেখতে পাবেন রংবেরঙের পাখি। ফাইল ছবি।
*এখানেই শেষ নয়, রয়েছে ব্রিটিশ আদলের তৈরি বেশ কিছু কটেজ। এই কটেজগুলির ভেতরেই রয়েছে সেই ঐতিহ্যবাহী চিমনি, পুরনো দিনে যা দেখা যেত ব্রিটিশ ঘর-বাড়িতে। ঠান্ডার থেকে বাঁচতে ঘরের ভেতরেই আগুন জ্বালানো হত, সেই ধাঁচেই তৈরি করা হয়েছে এই কটেজগুলি। শীতের আমেজে ক্রিসমাসের ছুটিতে আপনার গন্তব্য যদি পাহাড় হয়ে থাকে, তাহলে এই জায়গাটি হতে চলেছে আপনার জন্য সেরা ডেস্টিনেশন। যেখানে বসে দিনের আলোয় সবুজে ঘেরা পাহাড়ি জঙ্গলে বসে চোখের সামনেই দেখতে পাবেন রংবেরঙের পাখি। ফাইল ছবি।
advertisement
8/8
*কখনও জঙ্গলের মধ্যে দিয়ে উঁকি দেবে সূর্যের আলো, আবার নিমেষেই মেঘ আর জঙ্গল মিলেমিশে একাকার হয়ে যাবে। সব মিলিয়ে নিজেকে প্রকৃতির সঙ্গে বিলীন করে দিতে কিছুটা সময় কাটাতেই পারেন দার্জিলিংয়ের কাছে কার্শিয়াংয়ের সেন্ট মেরিস হিলে অবস্থিত পাহাড় জঙ্গলে ঘেরা এই জায়গায়। ফাইল ছবি।
*কখনও জঙ্গলের মধ্যে দিয়ে উঁকি দেবে সূর্যের আলো, আবার নিমেষেই মেঘ আর জঙ্গল মিলেমিশে একাকার হয়ে যাবে। সব মিলিয়ে নিজেকে প্রকৃতির সঙ্গে বিলীন করে দিতে কিছুটা সময় কাটাতেই পারেন দার্জিলিংয়ের কাছে কার্শিয়াংয়ের সেন্ট মেরিস হিলে অবস্থিত পাহাড় জঙ্গলে ঘেরা এই জায়গায়। ফাইল ছবি।
advertisement
advertisement
advertisement