East Bardhaman News: বিনামূল্যে প্রবেশ, জমজমাট নাচ-গান! বর্ধমান শহরে এত দিন চলবে বিরাট উৎসব
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
দূর দূরান্ত থেকে শিল্পীরা এসে মাতিয়ে তুলছেন বর্ধমানবাসীর মন।
পূর্ব বর্ধমান: চলছে শীতের মরশুম, আর এইসময় অন্যতম বিনোদনের জিনিস হল মেলা। রাজ্য জুড়ে প্রায় প্রত্যেকদিনই কোনও না কোনও জায়গায় মেলা চলে। মেলাকে কেন্দ্র করে আনন্দে মেতে ওঠেন সকল রাজ্যবাসী। সেরকমই অন্যতম আকর্ষণীয় হল পূর্ব বর্ধমান জেলার এই মেলা। এই মেলার জন্য অপেক্ষায় থাকেন বহু মানুষ। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে চলছে বর্ধমান পৌর উৎসব। বিগত বেশ কয়েকবছর ধরে বর্ধমান পৌরসভার উদ্যোগে এই মেলার আয়োজন করা হচ্ছে।
সেরকমই এবারও শুরু হয়েছে বর্ধমান পৌর উৎসব। শনিবার থেকে শুরু হয়েছে বর্ধমান শহরের অন্যতম এই মেলা। মেলায় উপচে পড়ছে বহু মানুষের ভিড়। সাধারণ মানুষ মেলায় এসে খুবই ভাল ভাবে মেলা উপভোগ করছেন। বর্ধমান শহরের বর্তমান স্থায়ী বাসিন্দা রিমিল হাঁসদা নামের এক ব্যক্তি বলেন, “আমি প্রতিবছর আসি এই মেলায়। এই উৎসবের জন্য অপেক্ষায় থাকি। মেলা ঘুরে খুব ভাল লাগল। আর সকল বর্ধমানবাসী মেলা খুবই ভালবাসেন।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
চলতি ইংরেজি মাসের ২১ তারিখ শুরু হয়েছে এই মেলা, যা চলবে ২৯ তারিখ পর্যন্ত। বর্ধমান শহরের শাঁখারীপুকুর উৎসব ময়দানে এই মেলার আয়োজন করা হয়েছে। এবছর দুশোরও অনেক বেশি স্টল বসেছে। বিভিন্ন ধরনের আকর্ষণীয়, নিত্যনতুন জিনিস রয়েছে মেলার মধ্যে। পোশাক থেকে শুরু করে ফার্নিচার এবং মহিলাদের সাজের নানা জিনিস পাওয়া যাচ্ছে খুবই অল্প টাকার মধ্যে। এছাড়াও একাধিক খাবার স্টল তো রয়েইছে।
advertisement
আরও পড়ুন: মুঠো মুঠো পেইন কিলার নয়! কনকনে শীতে ‘এই’ খাবারেই পালাবে হাঁটু, কোমরের অসহ্য যন্ত্রণা! জানুন কী খাবেন
নাগরদোলাও রয়েছে মেলার মধ্যে। বিকেল হলেই বর্তমানে মেলায় উপচে পড়ছে বহু মানুষের ভিড়। মেলায় প্রবেশের জন্য কোনও টিকিট মূল্য লাগবে না। প্রত্যেকদিন সন্ধ্যায় এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে। দূর দূরান্ত থেকে শিল্পীরা এসে মাতিয়ে তুলছেন বর্ধমানবাসীর মন। সবমিলিয়ে একেবারে জমজমাট বর্ধমান পৌর উৎসব ২০২৪।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 23, 2024 2:36 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: বিনামূল্যে প্রবেশ, জমজমাট নাচ-গান! বর্ধমান শহরে এত দিন চলবে বিরাট উৎসব
