Anganwadi: এবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রেও কিউআর কোড, কারণ জানলে অবাক হবেন!
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Anganwadi: এবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রেও কিউআর কোড। কোনওরকম অভিযোগ থাকলে পঞ্চায়েত বা ব্লকে যেতে হবে না। কিউআর কোড স্ক্যান করলেই জানাতে পারবেন অভিযোগ। পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ ব্লকের বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে লাগানো হচ্ছে কিউআর কোড।
পূর্ব বর্ধমান: এবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রেও কিউআর কোড। কোনওরকম অভিযোগ থাকলে পঞ্চায়েত বা ব্লকে যেতে হবে না। কিউআর কোড স্ক্যান করলেই জানাতে পারবেন অভিযোগ। পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ ব্লকের বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে লাগানো হচ্ছে কিউআর কোড। এর ফলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিষেবা বিষয়ে মোবাইল এর মাধ্যমে সরাসরি উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট অভিযোগ জানাতে পারবেন অভিভাবকরা।
আরও পড়ুনঃ করতে হবে না ডায়েট বা জিম! জাস্ট এই কাজেই হাতেনাতে ফলাফল! কেজি কেজি মেদ ঝরে পড়বে! ১ মাসে মারকাটারি ফিগার
এছাড়াও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির পরিষেবা বিষয়ে অসন্তুষ্ট থাকলেও সেটাও জানানো যাবে কিউআর কোড স্ক্যান করে। এমনই অভিনব উদ্যোগ নেওয়া হল খন্ডঘোষ ব্লকের সিডিপিওর তরফ থেকে। এই প্রসঙ্গে খণ্ডঘোষ ব্লকের সিডিপিও লালেশ শর্মা বলেন, “আমরা নতুন একটা উদ্যোগ শুরু করেছি। প্রত্যেক কেন্দ্রে একটা করে কিউআর কোড থাকবে। এটা স্ক্যান করে যে কেউ অভিযোগ জানাতে পারবেন।” কিউআর কোড স্ক্যান করলেই বিভিন্ন প্রশ্ন দেখা যাবে। প্রশ্ন অনুযায়ী রেটিং দিতে পারবেন সকলেই।
advertisement
অঙ্গনওয়াড়ি কর্মী সঠিক সময়ে কেন্দ্র আসছেন কিনা, খাবারের পরিমাণ ঠিক আছে কিনা এছাড়াও পঠনপাঠন-সহ আরও বিভিন্ন বিষয়ে অভিযোগ জানানো যাবে। নির্দিষ্ট অঙ্গনওয়াড়ি কেন্দ্র প্রসঙ্গে বিভিন্ন প্রশ্ন থাকবে, সেই প্রশ্নের উত্তর হিসেবে রেটিং দেওয়া যাবে। যার মধ্যে সব ভাল হলে রেটিং হবে পাঁচ এবং পরিষেবা সবথেকে খারাপ হলে রেটিং হবে এক। খণ্ডঘোষ ব্লকের সিডিপিও লালেশ শর্মা আরও জানিয়েছেন, “যিনি অভিযোগ করবেন তাঁর নাম পরিচয় সম্পূর্ণরূপে গোপন থাকবে। সেটা শুধুমাত্র আমাদের কাছে আসবে, আমরা আমাদের উদ্ধর্তন কর্তৃপক্ষকে জানাব। যে কেন্দ্রের পরিষেবা খারাপ সেটা আমরা জানতে পারবো এবং সেইমত ব্যবস্থা নিতে পারব।”
advertisement
advertisement
আরও পড়ুনঃ ডায়াবেটিসের যম বাড়ির বাগানের এই ফল! পালাবার পথ খুঁজে পাবেনা ব্লাড সুগার, জেনে নিন বিশেষজ্ঞের মত
আগামী দিনে সম্পূর্ণ পূর্ব বর্ধমান জেলা জুড়ে এই নতুন ব্যবস্থা চালু করা হবে। খণ্ডঘোষ ব্লকের সিডিপিও এর এহেন উদ্যোগ সত্যিই অভিনব। অভিভাবক থেকে শুরু করে জেলার প্রশাসনিক আধিকারিকেরাও এই উদ্যোগের প্রশংসা করেছেন।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 23, 2024 1:59 PM IST