South Dinajpur News: হৃদরোগের প্রবণতা বাড়ছে! কার্ডিওলজি বিভাগ না থাকায় সমস্যায় জেলা হাসপাতাল
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
বালুরঘাট জেলা হাসপাতালে নেই কার্ডিওলজি বিভাগ। কোনও হৃদরোগ বিশেষজ্ঞ নেই হাসপাতালে। ফলে হৃদরোগের সমস্যা নিয়ে হাসপাতালে এলে অন্যত্র রেফার করা হয় রোগীদের। তবে, যেভাবে হৃদরোগের প্রবণতা বাড়ছে তাতে চিকিৎসকদের মধ্যে চাপ সামলানোই মুশকিল হয়ে দাঁড়িয়েছে জেলা হাসপাতালে।
সুস্মিতা গোস্বামী, দক্ষিণ দিনাজপুর: হৃদরোগ আর শুধু বয়স্কদের সমস্যা নয়। ৩০ থেকে ৪০-এর কোঠার মধ্যে থাকা তরুণ-তরুণীদের মধ্যেও দ্রুত বাড়ছে হার্টের অসুস্থতা। সম্প্রতি শেফালী জারিওয়ালার মৃত্যু বা তার আগে অভিনেতা সিদ্ধার্থ শুক্ল থেকে শুরু করে রাজু শ্রীবাস্তব অকালে হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন। হার্ট অ্যাটাকের সমস্যা নিয়ে বালুরঘাট জেলা হাসপাতালে দিনে গড়পড়তায় ৮ থেকে ১০ জন ভর্তি হলে তার মধ্যে দুই থেকে তিনজনই থাকছে এই নির্দিষ্ট বয়সের রোগী। স্বাভাবিক ভাবেই উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষ থেকে শুরু করে চিকিৎসক মহলেও।
আরও পড়ুন: : কাটোয়ায় পরিত্যক্ত বাড়িতে পর পর বোমা বিস্ফোরণ! মৃত ১! তদন্তে পুলিশ
হাসপাতাল সূত্রে খবর, হৃদরোগে আক্রান্ত হয়ে মেডিসিন ওয়ার্ডে ভর্তির সংখ্যা ক্রমশ বাড়ছে। শীতকালে সেই সংখ্যা প্রায় ১৫ থেকে ২০ জনে গিয়ে দাঁড়ায়। তাঁদের মধ্যে পাঁচ থেকে ছয় জনের বয়স ৩০ থেকে ৪০-এর মধ্যে। এই সংখ্যাটা গত কয়েক বছরে অনেকটা বেড়েছে বলে জানাচ্ছেন চিকিৎসকরা। এত সংখ্যক রোগীর চিকিৎসা সামলাতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতালকে। কারণ এখনও পর্যন্ত জেলা হাসপাতালে কোনও কার্ডিওলজি বিভাগ নেই। মেডিসিন বিভাগের চিকিৎসকরাই আপৎকালীন পরিস্থিতি সামলাচ্ছেন। পাশের জেলা মালদা ও উত্তর দিনাজপুরে কার্ডিওলজিস্ট থাকলেও দুটি সুপার স্পেশালিটি হাসপাতাল থাকা দক্ষিণ দিনাজপুরে তা অধরা।
advertisement
এবিষয়ে হাসপাতাল সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ জানান, “কার্ডিওলজিস্ট নিয়োগ করতে গেলে মেডিকেল কলেজ থাকা জরুরি। জেলায় এখনও মেডিকেল কলেজ না থাকায় আমরা বিশেষজ্ঞ পাচ্ছি না। রাতে কম ঘুমোনো, বিশ্রাম কম নেওয়ার ফলে লিপিড প্রোফাইল পরীক্ষা করলে দেখা যাবে সব উর্ধ্বমুখী। হার্ট অ্যাটাকের রিস্ক ফ্যাক্টর বেড়েছে। প্রেসার, কোলেস্টেরল, সুগার বাড়ছে। সেক্ষেত্রে জিমের পরিবর্তে সাধারণ শারীরিক পরিশ্রম, সকাল সন্ধ্যা হাঁটা দরকার। অ্যালকোহল ও বেশি কার্বোহাইড্রেট নেওয়া যাবে না। ৬০ বছরে সমস্যাগুলো এখন ৩০ থেকে ৪০ বছর বয়সীদের হচ্ছে।”
advertisement
advertisement
আরও পড়ুন: জলের দরে বিক্রি হচ্ছে কাজুবাদাম! কোথায় যাচ্ছে তারপর? জানলে অবাক হবেন
সাধারণত, ৩০ থেকে ৪০ বছর বয়সী নারী পুরুষদের মধ্যে বাড়ছে হৃদরোগের প্রবণতা। বালুরঘাট জেলা হাসপাতালে হৃদরোগের সমস্যা নিয়ে ভর্তি হওয়া রোগীদের ২৫ শতাংশই এই বয়সের বলে মত হাসপাতাল সুপারের। মূলত মেডিসিন স্পেশালিস্টরাই প্রাথমিকভাবে হাসপাতালে হৃদরোগের চিকিৎসা করছেন। তবে, সেখানে হার্টের চিকিৎসকই নেই। বিষয়টি দুর্ভাগ্যজনক।মেডিকেল কলেজ না হওয়া পর্যন্ত কার্ডিওলজিস্ট পাওয়া যাবে না বলে হাসপাতাল সূত্রে খবর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 05, 2025 4:57 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South Dinajpur News: হৃদরোগের প্রবণতা বাড়ছে! কার্ডিওলজি বিভাগ না থাকায় সমস্যায় জেলা হাসপাতাল







