ফাঁকা বাড়িতে চুরি, লুটপাট! নাম জড়াল কার জানেন? বিজেপির মন্ডল সভাপতির ভাইয়ের, কোথায় জানুন

Last Updated:

গৃহস্থের ফাঁকা বাড়িতে চুরি, যে চুরির ঘটনায় আবার নাম জড়াল বিজেপির! ভাবতে অবাক লাগছে? আসলে এই চুরির ঘটনায় পুলিশ যাদের গ্রেফতার করেছে তাদের মধ্যে একজন বিজেপির মন্ডল সভাপতি ভাই।

ভুপতিনগর পুলিশ স্টেশন
ভুপতিনগর পুলিশ স্টেশন
ভুপতিনগর, পূর্ব মেদিনীপুর, পঙ্কজ দাশ রথী: গৃহস্থের ফাঁকা বাড়িতে চুরি, যে চুরির ঘটনায় আবার নাম জড়াল বিজেপির! ভাবতে অবাক লাগছে? আসলে এই চুরির ঘটনায় পুলিশ যাদের গ্রেফতার করেছে তাদের মধ্যে একজন বিজেপির মন্ডল সভাপতি ভাই। স্বাভাবিকভাবেই এমন ঘটনা জানাজানি হতেই সমালোচনা শুরু হয়েছে এলাকায়। গৃহস্থের ফাঁকা বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় বিজেপির মন্ডল সভাপতির ভাইয়ের নাম জড়ানোর ঘটনাকে নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে জেলায়। আর এসব জেনে এখন অনেকের মধ্যেই কৌতূহল, কোথায় ঘটল এমন ঘটনা?
advertisement
গৃহস্থের ফাঁকা বাড়িতে চুরি এবং লুটপাটের ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরে। জে ঘটনায় এবার বিজেপির মন্ডল সভাপতির ভাই সহ মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার ভূপতি নগর থানার জুখিয়া এলাকায়‌। জানা গিয়েছে, ওই এলাকার এক ব্যক্তি গত সোমবার বাড়িতে তালা লাগিয়ে আত্মীয় বাড়িতে যান। এরপর মঙ্গলবার বিকেলে বাড়ি এসে দেখেন লোহার গ্রিল ভেঙে যাবতীয় জিনিসপত্র চুরি হয়ে গিয়েছে। আলমারি থেকে একাধিক সোনার গহনা সহ একটি মোটরসাইকেল চুরি করে নিয়ে পালায় দুষ্কৃতীরা। সেই ঘটনায় পরে ভূপতিনগর থানায় অভিযোগ দায়ের করে পরিবারের সদস্যরা।
advertisement
এরপর পুলিশ তদন্ত করে মোট চারজনকে গ্রেফতার করেছে। তারা হলেন সমিরন মিদ্দ্যা, সঞ্জয় মিদ্দ্যা, শম্ভু দাস, অরিন্দম শাসমল। এদের মধ্যে সমীরণ হলেন ভগবানপুর- ২ বিজেপির মন্ডল সভাপতি তপন মিদ্দার ভাই। এই খবর প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ফাঁকা বাড়িতে চুরি, লুটপাট! নাম জড়াল কার জানেন? বিজেপির মন্ডল সভাপতির ভাইয়ের, কোথায় জানুন
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement