'ভগবানের পোস্ট বক্স'! চিঠি ফেললেই পৌঁছে যাচ্ছে ভগবানের কাছে! ব্যাপারটা কী জানুন
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Rintu Panja
Last Updated:
ভগবানের পোস্ট বক্সের চিঠি পৌঁছে যাচ্ছে ভগবানের কাছে। শুনে একটু অবাক হলেন তাইতো? যে ভগবানের কাছে কীভাবে পৌঁছে যাচ্ছে চিঠি! এটাও আবার হয় নাকি?
আসানসোল, রিন্টু পাঁজা: ভগবানের পোস্ট বক্সের চিঠি পৌঁছে যাচ্ছে ভগবানের কাছে। শুনে একটু অবাক হলেন তাইতো? যে ভগবানের কাছে কীভাবে পৌঁছে যাচ্ছে চিঠি! এটাও আবার হয় নাকি? অবাক হওয়ার মতোই বিষয়। এতদিন শুনে এসেছেন বা দেখে এসেছেন পোস্ট অফিসে পোস্ট বক্সে চিঠি ফেললে সে চিঠি পৌঁছে যেত নির্দিষ্ট ঠিকানায় সেই মানুষের বা কোনও প্রতিষ্ঠানের কাছে। কিন্তু এই জায়গায় ভগবানের পোস্ট বক্সের চিঠি পৌঁছে যাচ্ছে ভগবানের কাছে। রীতিমতো সেই চিঠি দেওয়ার ফলে সুরাহা মিলেছে এবং ভাল সাড়া পড়েছে এলাকায়।
পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের এই জায়গায় একটি অভিনব উদ্যোগ গ্রহণ করেছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। যেখানে পিছিয়ে পড়া দুঃস্থ পরিবারের ছাত্রছাত্রীদের সমাজের মূল স্রোতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সম্পূর্ণ বিনামূল্যে একটি শিক্ষাদান অর্থাৎ কোচিং সেন্টারের আয়োজন করেছে। ছাত্র-ছাত্রীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে ভগবানের পোষ্ট বক্স করা হয়েছে। তবে এটা শুনে অবাক লাগলেও এটাই সত্যি।
advertisement
আরও পড়ুন: মানিকচকে তুলকালাম! ভাঙন রোধে কাজে এসে শ্রমিক-গ্রামবাসীদের হাতাহাতি, কেন ঘটল এমন ঘটনা? জানুন
advertisement
তবে হ্যাঁ, সেই ভগবান কিন্তু মানুষ রূপী ভগবান। ফুড এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট সোসাইটির কর্ণধার চন্দ্রশেখর কুন্ডু বলেন, “স্কুলছুট বন্ধ করতে এলাকার দুস্থ পরিবারের পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি বিনামূল্যে কোচিং সেন্টারের আয়োজন করেছি। এখানে সেই ছাত্র-ছাত্রীরা তাদের মনের কথা অর্থাৎ তাদের প্রয়োজনীয় জিনিসপত্রের কথা এই ভগবানের পোস্ট বক্সে জানাতে পারে। পড়তে আসা ছাত্র-ছাত্রীদের মধ্যে যার যেটা প্রয়োজন সেটা সঠিকভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আমরা এই পরিকল্পনা গ্রহণ করেছি।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মহকুমার অন্তর্গত বনসরাক ডিহি, জরুল ডিহি সহ কাঁচা গোরিয়া আদিবাসী অধ্যুষিত এলাকায় পিছিয়ে পড়া দুঃস্থ পরিবারের ছাত্র-ছাত্রীদের মধ্যে স্কুলছুট বন্ধ করতে একটি অভিনব উদ্যোগ গ্রহণ করেছে ফুড এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট সোসাইটি। তারা এলাকায় সম্পূর্ণ বিনামূল্যে কোচিং সেন্টারের আয়োজন করেছে। কোচিং সেন্টারে তৈরি করা হয়েছে ভগবানের পোস্ট বক্স নামে একটি বাক্স।
advertisement
সেই বাক্সে পড়তে আসা ছাত্রছাত্রীরা তাদের নিজেদের মনের কথা, প্রয়োজনীয় জিনিসের কথা লিখে ভরে দিলেই মিলছে সেই সুরাহা। ছাত্র-ছাত্রীরা মনে করছে যে এটা হয়ত ভগবানই দিচ্ছে। কিন্তু আসল ভগবান না হলেও মানুষরূপী ভগবান এসে এই ছাত্র-ছাত্রীদের পাশে এসে দাঁড়াচ্ছে। স্বাভাবিকভাবেই এলাকায় ভাল রকম সাড়া পড়েছে এবং এই স্বেচ্ছাসেবী সংস্থাটিকে এলাকার মানুষ সাধুবাদ জানাচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 21, 2025 1:51 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'ভগবানের পোস্ট বক্স'! চিঠি ফেললেই পৌঁছে যাচ্ছে ভগবানের কাছে! ব্যাপারটা কী জানুন