Diamond Harbour: এক বছরে ২৯০ থেকে ৫০০! ডায়মন্ড হারবারে দুর্ঘটনার সংখ্যা নিয়ে দুশ্চিন্তা
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Diamond Harbour- ডায়মন্ড হারবার পুলিশ জেলার দুর্ঘটনার সংখ্যা ভাবাচ্ছে সকলকে। কেন্দ্রের ইন্টিগ্রেটেড রোড অ্যাক্সিডেন্ট ডেটাবেসের তথ্য বলছে, বারুইপুর বা সুন্দরবন পুলিস জেলার তুলনায় এখানে ২০২৩ থেকে দুর্ঘটনার গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী।
ডায়মন্ড হারবার: ডায়মন্ড হারবারের দুর্ঘটনার সংখ্যা ভাবাচ্ছে সকলকে। কেন্দ্রের ইন্টিগ্রেটেড রোড অ্যাক্সিডেন্ট ডেটাবেসের তথ্য বলছে, বারুইপুর বা সুন্দরবন পুলিস জেলার তুলনায় এখানে ২০২৩ থেকে দুর্ঘটনার গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী।
এই দুর্ঘটনার বেশিরভাগই হয়েছে ১১৭ নম্বর জাতীয় সড়কের উপরই। রিপোর্টে উঠে এসেছে সংকীর্ণ রাস্তা, বেপরোয়া বাইক চালকদের দৌরাত্ম্য, অসচেতনভাবে কাজকর্ম করার ফলে এই ঘটনাগুলি ঘটেছে।
শিরাকল থেকে সরিষা যাওয়ার রাস্তা, পৈলান থেকে বিষ্ণুপুর, ডায়মন্ডহারবার ঢোকার রাস্তা, মহেশতলা ও বজবজ রোডের কিছু অংশও দুর্ঘটনাপ্রবণ। ২০২৩ সালে ডায়মন্ডহারবার পুলিশ জেলায় যেখানে প্রায় ২৯০টি দুর্ঘটনা ঘটেছিল, সেখানে ২০২৪ সালে সংখ্যাটি বেড়ে দাঁড়িয়েছে ৫০০-র বেশি।
advertisement
advertisement
আরও পড়ুন- সৌরভের বাড়িতে আবার বড় বিপদ, খুব কাছের মানুষ হাসপাতালে ভর্তি, ভোর রাতে বড় ঘটনা
এবছর সেই সংখ্যা ইতিমধ্যে দেড়শোর কাছাকাছি পৌঁছে গিয়েছে। এদিকে, বারুইপুর পুলিস জেলায় ২০২৩ ও ২০২৪ সালে যথাক্রমে ৩৫০ ও ৪০০-টির মতো দুর্ঘটনা ঘটেছিল। অন্যদিকে, সুন্দরবন পুলিস জেলায় ওই দুই বছর যথাক্রমে ১৯৫ ও ১৫৭টি পথ দুর্ঘটনা ঘটেছিল। এই ঘটনার পর কিভাবে এই দুর্ঘটনার হার কমানো যায়, কিংবা দুর্ঘটনা এড়ানো যায় সে ব্যাপারেও চলছে আলোচনা। এখন দেখার ভবিষ্যতে কীহয়। যদিও দুর্ঘটনার হার কমাতে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 17, 2025 7:57 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Diamond Harbour: এক বছরে ২৯০ থেকে ৫০০! ডায়মন্ড হারবারে দুর্ঘটনার সংখ্যা নিয়ে দুশ্চিন্তা