SIR West Bengal: ১ নভেম্বর থেকে বাংলায় শুরু হতে চলেছে এসআইআর, খবর নির্বাচন কমিশন সূত্রে। ৩ মাসে শেষ করা হবে এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন। বাংলা ছাড়াও আগামী বছর নির্বাচনমুখী রাজ্যগুলি এবং আরও কিছু রাজ্যে শুরু হবে এসআইআর। ১০-১৫টি রাজ্যে এই দফায় এসআইআর করাতে পারে কমিশন। আগামী সপ্তাহের গোড়াতেই জারি হবে নোটিফিকেশন। ইতিমধ্যেই বিহারে এসআইআর হয়েছে। সেখানে বহু ভোটারের নাম বাদ গিয়েছে বলে জানা গিয়েছে। এবার বাংলায় এসআইআর হলেও বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে।
Last Updated: Oct 25, 2025, 22:10 IST


