Snehasish Ganguly: সৌরভের বাড়িতে আবার বড় বিপদ, খুব কাছের মানুষ হাসপাতালে ভর্তি, ভোর রাতে বড় ঘটনা
- Published by:Suman Majumder
- news18 bangla
- Written by: EERON ROY BARMAN
Last Updated:
Snehasish Ganguly- খুবই অসুস্থ সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার ভোর রাতে প্রবল পেটে ব্যথা হয় তাঁর। মঙ্গলবার ভোরে শহরের এখ বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি।
কলকাতা: খুবই অসুস্থ সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার ভোর রাতে প্রবল পেটে ব্যথা হয় তাঁর। মঙ্গলবার ভোরে শহরের এখ বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি।
প্রবল পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা। ডাক্তারদের তরফে প্রাথমিকভাবে জানানো হয়েছে, খাবারে বিষক্রিয়ার জেরেই অসুস্থ হয়েছেন সিএবি সভাপতি। আপাতত চিকিৎসা চলছে।
ভোর থেকে প্রবল পেটে ব্যথা শুরু হয় তাঁর। এর পর পরিবারের সদস্যরা কোনও ঝুঁকি না নিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান তাঁকে। সোমবার থেকেই স্নেহাশিসের পেটে সমস্যা দেখা যায়। ভোর রাতে তা বাড়াবাড়ি আকার নেয়। তখন হাসপাতালে ভর্তি করানো ছাড়া আর উপায় ছিল না।
advertisement
advertisement
জানা যাচ্ছে, আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সকালেই হাসপাতালে যান সৌরভ গঙ্গোপাধ্যায়। স্নেহাশিস গতকাল রাতেও সিএবি তে এসেছিলেন। বেঙ্গল প্রো টি২০ লিগের বিভিন্ন বিষয় নিয়ে মিটিং করেন। ভোর রাত থেকে অসুস্থ হয়ে পড়েন। তীব্র পেটে ব্যথা হয় হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন- ‘যাদের কাজ নেই…’! ২৭ বছর পর দক্ষিণ আফ্রিকা জিততেই বিস্ফোরক সৌরভ, কাকে ‘টার্গেট’ করলেন?
জানা গিয়েছে, সোমবার রাতে বাড়ির খাবার খাননি তিনি। বাইরে থেকে খাবার আনা হয়েছিল। পরিবারের সকলে সেই খাবারই খান। এর পরই তাঁর পেটে ব্যথা শুরু হয়। ক্রমে সেটা বাড়তে থাকে।
advertisement
এই মুহূর্তে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের জন্য ব্যস্ত স্নেহাশিস। প্রত্যেকদিন মেয়েদের ও ছেলেদের ম্যাচ থাকায় তাঁকে দিনের অনেকটা সময় সেখানে থাকতে হচ্ছে। ফলে তিনি আপাতত অসুস্থ হওয়ায় বেঙ্গল প্রো টি-২০ লিগে উপস্থিত থাকতে পারবেন না।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 17, 2025 1:28 PM IST