Temba Bavuma: 'যাদের কাজ নেই...'! ২৭ বছর পর দক্ষিণ আফ্রিকা জিততেই বিস্ফোরক সৌরভ, কাকে 'টার্গেট' করলেন?

Last Updated:
Sourav Ganguly On Temba Bavuma- অধিনায়ক হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস তৈরি করেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা।
1/6
অধিনায়ক হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস তৈরি করেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। শুধু অধিনায়কত্ব নয়, ফাইনালে হ্যামস্ট্রিংয়ে চোট নিয়ে যেভাবে ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন টেম্বা বাভুমা তা সত্যিই প্রশংসনীয়।
অধিনায়ক হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস তৈরি করেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। শুধু অধিনায়কত্ব নয়, ফাইনালে হ্যামস্ট্রিংয়ে চোট নিয়ে যেভাবে ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন টেম্বা বাভুমা তা সত্যিই প্রশংসনীয়।
advertisement
2/6
এই ঐতিহাসিক জয়ের সঙ্গে একাধিক বিশ্বরেকর্ড তৈরি করেছেন টেম্বা বাভুমা। বর্তমানে টেম্বা বাভুমা দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হওয়ার পর থেকে ১০টি টেস্ট টানা অপরাজিত থেকে দেশকে চ্যাম্পিয়ন করলেন। তার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়েছে।
এই ঐতিহাসিক জয়ের সঙ্গে একাধিক বিশ্বরেকর্ড তৈরি করেছেন টেম্বা বাভুমা। বর্তমানে টেম্বা বাভুমা দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হওয়ার পর থেকে ১০টি টেস্ট টানা অপরাজিত থেকে দেশকে চ্যাম্পিয়ন করলেন। তার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়েছে।
advertisement
3/6
২৭ বছর পর আইসিসি ট্রফিতে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিয়ে বাভুমা লর্ডসের ঐতিহাসিক মঞ্চে দলকে শিরোপা এনে দেন। এর মাধ্যমে তিনি দক্ষিণ আফ্রিকার ‘চোকার্স’ ট্যাগ যা দীর্ঘদিন ধরে বড় ম্যাচে হারের কারণে দলের গায়ে লেগে ছিল, তা মুছে ফেলেছেন।
২৭ বছর পর আইসিসি ট্রফিতে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিয়ে বাভুমা লর্ডসের ঐতিহাসিক মঞ্চে দলকে শিরোপা এনে দেন। এর মাধ্যমে তিনি দক্ষিণ আফ্রিকার ‘চোকার্স’ ট্যাগ যা দীর্ঘদিন ধরে বড় ম্যাচে হারের কারণে দলের গায়ে লেগে ছিল, তা মুছে ফেলেছেন।
advertisement
4/6
দক্ষিণ আফ্রিকার সাফল্যে উচ্ছ্বসিত সৌরভ গঙ্গোপাধ্যায়। ২৭ বছর পর দক্ষিণ আফ্রিকার আইসিসি ট্রফি জয়ের প্রসঙ্গে বলতে গিয়ে প্রাক্তন অধিনায়ক বলেছেন, দক্ষিণ আফ্রিকা এই ট্রফি ডিজার্ভ করে। টেস্টে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। দারুণ খবর। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার জয়ের অন্যতম নায়ক মার্করামের ব্যাটিংয়ে মুগ্ধ সৌরভ জানান, মার্করামের ইনিংসটা টেস্ট ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ইনিংস। ফাইনালের চাপ সামলে অসাধারণ ব্যাটিং করেছে। চতুর্থ ইনিংসে এই ব্যাটিং করা সহজ নয়। মারাত্মক ইনিংস।
দক্ষিণ আফ্রিকার সাফল্যে উচ্ছ্বসিত সৌরভ গঙ্গোপাধ্যায়। ২৭ বছর পর দক্ষিণ আফ্রিকার আইসিসি ট্রফি জয়ের প্রসঙ্গে বলতে গিয়ে প্রাক্তন অধিনায়ক বলেছেন, দক্ষিণ আফ্রিকা এই ট্রফি ডিজার্ভ করে। টেস্টে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। দারুণ খবর। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার জয়ের অন্যতম নায়ক মার্করামের ব্যাটিংয়ে মুগ্ধ সৌরভ জানান, মার্করামের ইনিংসটা টেস্ট ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ইনিংস। ফাইনালের চাপ সামলে অসাধারণ ব্যাটিং করেছে। চতুর্থ ইনিংসে এই ব্যাটিং করা সহজ নয়। মারাত্মক ইনিংস।
advertisement
5/6
অন্যদিকে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা বারবার ট্রোলিংয়ের শিকার হয়েছেন । শনিবার দিলেন জবাব। সৌরভ বলছেন, কে ট্রোল করল তাতে কিছু যায় আসে না। ওকে নিয়ে গর্বিত। দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গর্বিত। আমরা নতুন এক চ্যাম্পিয়ন পেলাম। বিশ্ব ক্রিকেটের দারুণ একটা বিজ্ঞাপন। বিশ্ব ক্রিকেটে আরও শক্তিশালী দল থাকা ভাল। ক্রিকেটের জন্য ভাল দিন। ইতিবাচক ছবি।
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা বারবার ট্রোলিংয়ের শিকার হয়েছেন । শনিবার দিয়েছেন ট্রোলারদের জবাব। সৌরভ বলছেন, কে ট্রোল করল তাতে কিছু যায় আসে না। যাদের কাজ নেই তারা ট্রোল করে। ওকে নিয়ে গর্বিত। দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গর্বিত। আমরা নতুন এক চ্যাম্পিয়ন পেলাম। বিশ্ব ক্রিকেটের দারুণ একটা বিজ্ঞাপন। বিশ্ব ক্রিকেটে আরও শক্তিশালী দল থাকা ভাল। ক্রিকেটের জন্য ভাল দিন। ইতিবাচক ছবি।
advertisement
6/6
অস্ট্রেলিয়া হারল কেন? এই প্রশ্নের উত্তরে সৌরভের ব্যাখ্যা, অস্ট্রেলিয়া কোথায় পিছিয়ে পড়ল? ব্যাটিং করতে পারেনি ভাল। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে রান করতে পারেনি। তবে এতগুলো ফাইনালে উঠলে এক আধটায় তো হারবেই। প্রত্যেকবার জিতবে এটা তো সম্ভব নয়।
অস্ট্রেলিয়া হারল কেন? এই প্রশ্নের উত্তরে সৌরভের ব্যাখ্যা, অস্ট্রেলিয়া কোথায় পিছিয়ে পড়ল? ব্যাটিং করতে পারেনি ভাল। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে রান করতে পারেনি। তবে এতগুলো ফাইনালে উঠলে এক আধটায় তো হারবেই। প্রত্যেকবার জিতবে এটা তো সম্ভব নয়।
advertisement
advertisement
advertisement