Virat Kohli: ম্যাচ শেষে সিডনিতে কোহলির দেশপ্রেম মন ছুঁয়ে গেল সকলের! কী করলেন বিরাট? ভাইরাল ভিডিও
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Virat Kohli: আগের ২টি ইনিংসে ব্যর্থ হলেও, সিডনিতে বিরাট কোহলি দেখালেন কেন তিনি বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। রোহিত শর্মার সঙ্গে জুটি বেঁধে তিনি দলকে সহজ জয়ের পথে নিয়ে গেলেন ও দুই মহাতারকাই ফেরেন অপরাজিত থেকে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনিতে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডেতে ভারতীয় দল দুর্দান্ত পারফরম্যান্স করে ৯ উইকেটের জয় পেয়েছে। আগের ২টি ইনিংসে ব্যর্থ হলেও, সিডনিতে বিরাট কোহলি দেখালেন কেন তিনি বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। রোহিত শর্মার সঙ্গে জুটি বেঁধে তিনি দলকে সহজ জয়ের পথে নিয়ে গেলেন ও দুই মহাতারকাই ফেরেন অপরাজিত থেকে।
অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ২৩৬ রানে অলআউট হয়। জবাবে ভারতীয় ইনিংসের শুরু থেকেই রোহিত ও কোহলি দৃঢ়ভাবে এগিয়ে যান। রোহিত শর্মা করেন ঐতিহাসিক ১২১* রান, আর কোহলি খেলেন অপরাজিত ৭৪* রানের ইনিংস, যাতে ছিল ৭টি চমৎকার চার। এই দুজনের ১৬৮ রানের অবিচ্ছিন্ন জুটি ভারতকে এনে দেয় এক সহজ জয় এবং আত্মবিশ্বাস।
advertisement
তবে ম্যাচের পরের একটি মুহূর্তই সবচেয়ে বেশি হৃদয় ছুঁয়ে যায় সমর্থকদের। খেলা শেষে সিডনির গ্যালারির ভারতীয় সমর্থকদের সঙ্গে কথা বলার সময় এক সমর্থকের হাত থেকে ভারতের জাতীয় পতাকা মাটিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে কোহলি দ্রুত পতাকাটি তুলে নিয়ে তা ফেরত দেন সমর্থকের হাতে। তাঁর এই দেশপ্রেমের মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ঝড় তোলে। গর্বিত হন সকলে।
advertisement
advertisement
India’s 🇮🇳 flag above anything else 🫡❤️🔥
That’s our Virat Kohli 🫡#AUSvsIND— Sarcasm (@sarcastic_us) October 25, 2025
আরও পড়ুনঃ Virat Kohli: রানে ফিরতেই ৫টি বড় রেকর্ড গড়লেন বিরাট কোহলি, পিছনে ফেললেন একাধিক কিংবদন্তীদের
advertisement
এই ইনিংসের মধ্য দিয়েই বিরাট কোহলি ছাড়িয়ে যান কিংবদন্তি সচিন তেন্ডুলকারের রেকর্ড। ওয়ানডে ও টি২০ মিলিয়ে সচিন তেন্ডুলকরের ১৮,৩৬৯ রানের রেকর্ড ভেঙে ইতিহাস গড়েন বিরাট কোহলি। এদিনের পারফরম্যান্সে কোহলি শুধু জয়ই এনে দেননি, আবারও প্রমাণ করেছেন যে তিনি হোয়াইট-বল ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটারদের মধ্যে অন্যতম।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 25, 2025 9:48 PM IST

