Virat Kohli: ম্যাচ শেষে সিডনিতে কোহলির দেশপ্রেম মন ছুঁয়ে গেল সকলের! কী করলেন বিরাট? ভাইরাল ভিডিও

Last Updated:

Virat Kohli: আগের ২টি ইনিংসে ব্যর্থ হলেও, সিডনিতে বিরাট কোহলি দেখালেন কেন তিনি বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। রোহিত শর্মার সঙ্গে জুটি বেঁধে তিনি দলকে সহজ জয়ের পথে নিয়ে গেলেন ও দুই মহাতারকাই ফেরেন অপরাজিত থেকে।

News18
News18
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনিতে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডেতে ভারতীয় দল দুর্দান্ত পারফরম্যান্স করে ৯ উইকেটের জয় পেয়েছে। আগের ২টি ইনিংসে ব্যর্থ হলেও, সিডনিতে বিরাট কোহলি দেখালেন কেন তিনি বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। রোহিত শর্মার সঙ্গে জুটি বেঁধে তিনি দলকে সহজ জয়ের পথে নিয়ে গেলেন ও দুই মহাতারকাই ফেরেন অপরাজিত থেকে।
অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ২৩৬ রানে অলআউট হয়। জবাবে ভারতীয় ইনিংসের শুরু থেকেই রোহিত ও কোহলি দৃঢ়ভাবে এগিয়ে যান। রোহিত শর্মা করেন ঐতিহাসিক ১২১* রান, আর কোহলি খেলেন অপরাজিত ৭৪* রানের ইনিংস, যাতে ছিল ৭টি চমৎকার চার। এই দুজনের ১৬৮ রানের অবিচ্ছিন্ন জুটি ভারতকে এনে দেয় এক সহজ জয় এবং আত্মবিশ্বাস।
advertisement
তবে ম্যাচের পরের একটি মুহূর্তই সবচেয়ে বেশি হৃদয় ছুঁয়ে যায় সমর্থকদের। খেলা শেষে সিডনির গ্যালারির ভারতীয় সমর্থকদের সঙ্গে কথা বলার সময় এক সমর্থকের হাত থেকে ভারতের জাতীয় পতাকা মাটিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে কোহলি দ্রুত পতাকাটি তুলে নিয়ে তা ফেরত দেন সমর্থকের হাতে। তাঁর এই দেশপ্রেমের মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ঝড় তোলে। গর্বিত হন সকলে।
advertisement
advertisement
advertisement
এই ইনিংসের মধ্য দিয়েই বিরাট কোহলি ছাড়িয়ে যান কিংবদন্তি সচিন তেন্ডুলকারের রেকর্ড। ওয়ানডে ও টি২০ মিলিয়ে সচিন তেন্ডুলকরের ১৮,৩৬৯ রানের রেকর্ড ভেঙে ইতিহাস গড়েন বিরাট কোহলি। এদিনের পারফরম্যান্সে কোহলি শুধু জয়ই এনে দেননি, আবারও প্রমাণ করেছেন যে তিনি হোয়াইট-বল ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটারদের মধ্যে অন্যতম।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli: ম্যাচ শেষে সিডনিতে কোহলির দেশপ্রেম মন ছুঁয়ে গেল সকলের! কী করলেন বিরাট? ভাইরাল ভিডিও
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement