Nadia News: আজও সাড়ম্বরে পালিত হচ্ছে শান্তিপুরের ২৫ ফুটের উচ্চতার গোপাল পুজো
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
শান্তিপুরের ভাঙ্গা রাসের অন্যতম বিগ্রহ বাড়ি গুলির মধ্যে অন্যতম পাগলা গোস্বামী বাড়ি আর সেখানকার নাট মন্দির আবারও সুসজ্জিত হয়ে উঠেছে । পাগলা গোস্বামী পাড়া এবং নিউবর্ন ক্লাবের গোপাল পূজোর ২৫ বছরের পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বসন্ত উৎসব সহ নানান সামাজিক কর্মকাণ্ড।
নদিয়া: শান্তিপুরের ভাঙা রাসের অন্যতম বিগ্রহ বাড়ি গুলির মধ্যে অন্যতম পাগলা গোস্বামী বাড়ি আর সেখানকার নাট মন্দির আবারও সুসজ্জিত হয়ে উঠেছে । পাগলা গোস্বামী পাড়া এবং নিউবর্ন ক্লাবের গোপাল পূজোর ২৫ বছরের পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বসন্ত উৎসব সহ নানান সামাজিক কর্মকাণ্ড। যার উদ্বোধন হয়েছে গতকাল। ২৫ বছর আগের উদ্যোক্তারা আজ প্রবীণ তারা জানাচ্ছেন সে সময় তারা কখনও ভাবতে পারেননি আজকের এই দিনটি পাড়ার বর্তমান প্রজন্মের উদ্যোক্তারা এত সারম্বরে পালন করবে, এই আয়োজন দেখে তারাও আপ্লুত।
তবে দুর্গা পুজোর অষ্টমীর মতন বাড়ির গৃহিণীদের রান্না বন্ধ এই তিন দিন রাতে চলবে এক হাঁড়িতে একসঙ্গে বসে পাত পেড়ে খাওয়া। ১২ মাসের ১৩ পার্বণের বহু প্রাচীন শহর শান্তিপুর। ঘরে ঘরে লক্ষ্মী পূজার মতন এখানে শ্রীকৃষ্ণের ছোটবেলার রূপ গোপাল পূজিত হন। উচ্চতায় কোথাও ১৫ ফুট কোথাও ২৫ ফুটের গোপাল পর্যন্ত দেখা যায়। এমনকি বেশকিছু জায়গার নামও বড় মেজ সেজ এ ধরনের গোপাল কেন্দ্রিক। এমনকি দোল উৎসব পর্যন্ত শুধু একদিন নয় চলে প্রায় এক পক্ষ কাল ধরে। তবে বিভিন্ন পাড়া বাড়িতে বাড়িতে পুজো হলেও শান্তিপুরে গোপাল পুজো নিয়ে এত আড়ম্বরতা বোধহয় ইদানিংকালের মধ্যে শান্তিপুরে এই প্রথম।
advertisement
আরও পড়ুন: তাপমাত্রা বাড়ছে দ্বিগুণ গতিতে, মার্চেই তাপপ্রবাহ নাকি ফের একবার বৃষ্টি হয়ে দেবে স্বস্তি
যেহেতু ধর্মীয় এবং ইতিহাস প্রসিদ্ধ পাগলা গোস্বামী বাড়ির নাট মন্দিরে এবং সেই এলাকার মানুষজন এই আয়োজন করছেন তাই এখানকার পুজোও ধর্মীয় রীতিনীতি মেনে। গোপালের ভোগের ক্ষেত্রেও শুদ্ধ বস্ত্রে সুদ্ধাচারে মন্দিরে ২৫ রকম মিষ্টান্ন প্রস্তুত করেছেন উদ্যোক্তারা।
advertisement
advertisement
আরও পড়ুন: ফুটবলার পিকের বাড়ির খুনের ঘটনার পেছনে আসল কারণ কি? উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য!
বরাবরের মতন একই জায়গায় ২৫ ফুট প্রতিমা নির্মিত হয়েছে প্রায় একমাস ধরে। উদ্যোক্তারা জানাচ্ছেন সাম্প্রতিক কিছুদিন আগে সামাজিক দায়িত্ব পূরণে রক্তদান করে দোল উৎসব পালন করার নানান পরিকল্পনা গৃহীত হয়। তবে পাড়ার নিঃসন্তান কিংবা পড়াশোনা বা কাজের সুবাদে সন্তানদের বাইরে থাকার ফলে যাতে মা-বাবা কোনোভাবেই একাকীত্ববোধ না করেন সেদিকেও নজর দেওয়া হয়েছে পাড়ার whatsapp গঠনের মাধ্যমে ।
advertisement
মৈনাক দেবনাথ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 15, 2025 4:13 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: আজও সাড়ম্বরে পালিত হচ্ছে শান্তিপুরের ২৫ ফুটের উচ্চতার গোপাল পুজো
