Jhargram News: ঝাড়গ্রামে হাতির হানায় মৃত অস্থায়ী বন কর্মী, আতঙ্কে গ্রামবাসীরা
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:Tanmoy Nandi
Last Updated:
Jhargram News: ঝাড়গ্রামে ফের হাতির হানায় মৃত্যু। এবার হাতির আক্রমণের মুখে পড়ল খোদ বনকর্মী। লাগাতার হাতির হামলায় আতঙ্কে এলাকাবাসী।
ঝাড়গ্রাম, তন্ময় নন্দী: ঝাড়গ্রামে ফের হাতির হানায় মৃত্যু। এবার হাতির আক্রমণের মুখে পড়ল খোদ বনকর্মী। রবিবার সন্ধ্যায় পুকুরিয়া বিটের গিরা ও চাঁদাবিলা সংলগ্ন শিমূলডাঙা জঙ্গলে হাতির দল ঘোরাফেরা করছিল। সেই সময় সেই হাতিগুলির উপর বিশেষ নজরদারি রাখার জন্য অস্থায়ী বনকর্মী সহ বেশ কয়েকজন হুলাপার্টির সদস্য সেখানে যান। জানা গিয়েছে ওই সময় হাতিকে ড্রাইভ করা হচ্ছিল এক বিট থেকে অন্য বিটে। সেই সময় হঠাৎই হাতির দলের মুখোমুখি পড়ে যায় এবং দুর্ঘটনায় প্রাণ হারায় এক অস্থায়ী বনকর্মী। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঝাড়গ্রামের পুকুরিয়া সংলগ্ন শিমুলডাঙ্গা এলাকায়।
খবর পাওয়ার পরই ঘটনাস্থলে উপস্থিত হন বনদফতরের কর্মীরা। জানা গিয়েছে ওই ব্যক্তির নাম বিজু মুর্মু। বয়স আনুমানিক ৩২ বছর। ওই ব্যক্তির বাড়ি ঝাড়গ্রামের মাসাংডিহি গ্রামে। ওই গ্ৰামের বাসিন্দা সন্দীপ মাহাতো বলেন আজ সন্ধ্যা বেলায় এলাকায় কয়েকটি হাতি প্রবেশ করে এবং হাতির নজরদারি রাখার জন্য বনদফতরের কর্মীরা হাজির হন। সেই সময় এই দুর্ঘটনাটি ঘটে। এর পর ওই অস্থায়ী বন কর্মীকে নিয়ে আসা হয় ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য। হাসপাতালে চিকিৎসার সময় মৃত্যু ঘটে ওই ব্যক্তির।
advertisement
বীরেন মাহাতো বলেন,”হঠাৎ দেখি রাস্তার পাশে চিৎকার। সেই চিৎকার শুনে ছুটে যাই ওই এলাকায়, তখন দেখি বনদফতরের কর্মীরা সেখানে দাঁড়িয়ে রয়েছে। পরে জানতে পারি হাতির আক্রমণে মৃত্যু হয়েছে এক অস্থায়ী বন কর্মীরা। ঝাড়গ্রামে অনবরত বেড়ে চলেছে হাতির আক্রমণের সংখ্যা। জঙ্গলমহল স্বরাজ মোর্চার আরটিআই রিপোর্ট অনুযায়ী জানা যায় ২০২১-২০২২ থেকে ২০২৪- ২০২৫ সাল পর্যন্ত জঙ্গলমহলে হাতির আক্রমণের মৃত্যুর সংখ্যা ৬৩ জন। জঙ্গলমহল স্বরাজ মোর্চার কেন্দ্রীয় সভাপতি অশোক মাহাত বলেন সরকারের স্থায়ী সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া এই সমস্যার সমাধান অসম্ভব তাই অবিলম্বে হাতি ও মানব সুরক্ষায় উদ্যোগী হোক সরকার।
advertisement
advertisement
জঙ্গলমহলে হাতির আক্রমণের মৃত্যুর সংখ্যা বাড়ায় চিন্তায় বনদফতর, বারবার একই ঘটনার পুনরাবৃত্তির জেরে ভীতসন্ত্রস্ত পড়েছে জঙ্গল লাগোয়া এলাকার মানুষ। তাদের দাবি এখন বাড়ি থেকে বের হওয়া দায় হয়ে পড়েছে। দিনরাত সর্বত্রই হাতির আক্রমণ লেগে রয়েছে এলাকা জুড়ে। এখনও পর্যন্ত বন দফতরের থেকে হাতির আক্রমণ ঠেকাতে সেভাবে কোন উদ্যোগ নেওয়া হয়নি এমনটাই অভিযোগ করছেন তারা। কবে এই ঘটনার সমাধান হবে তারাই অপেক্ষায় দিন গুজরান করছে এখানকারকার বাসিন্দারা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 24, 2025 9:51 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: ঝাড়গ্রামে হাতির হানায় মৃত অস্থায়ী বন কর্মী, আতঙ্কে গ্রামবাসীরা