Teachers Day 2024: শিক্ষক দিবসে স্যার'দের বিশেষ সম্মান জানাবে এই পুরসভা

Last Updated:

Teachers Day 2024: কেন্দ্র ও রাজ্য সরকারের পাশাপাশি এই প্রথম পূর্ব মেদিনীপুর জেলার কোন‌ও পুরসভা ৫ সেপ্টেম্বর শিক্ষকদের সম্মানিত করতে চলেছে বিশেষ সম্মানে

+
পাঁশকুড়া

পাঁশকুড়া পৌর ভবন

পূর্ব মেদিনীপুর: কেন্দ্র ও রাজ্য সরকারের পাশাপাশি এবার শিক্ষকদের বিশেষভাবে সম্মানিত করবে পুরসভা। দেশ তথা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করে শিক্ষকরা। মনে করা হয় শিক্ষকরাই জাতির মেরুদন্ড গঠন করেন। তাই প্রতি বছর কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জাতীয় শিক্ষক সম্মান এবং পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয় শিক্ষারত্ন সম্মান। প্রতিবছর ৫ সেপ্টেম্বর কেন্দ্র ও রাজ্য সরকার এই পুরস্কার তুলে দেন। এবার কেন্দ্র ও রাজ্যের পাশাপাশি প্রথম কোনও পুরসভা শিক্ষক সম্মান প্রদানে উদ্যোগী হল।
আরও পড়ুন: ক্যানিং শহরে রাতভর পুলিশের টহলদারি
বিশিষ্ট শিক্ষাবিদ দার্শনিক তথা দেশের প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রথম উপরাষ্ট্রপতি ড: সর্ব্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটি শিক্ষক দিবস হিসাবে পালিত হয়। এই দিনে কেন্দ্র ও রাজ্য সরকার শিক্ষকদের শিক্ষাদানের পদ্ধতি বিচারে বেশ কিছু শিক্ষককে সম্মানিত করে থাকেন। কেন্দ্র ও রাজ্য সরকারের পাশাপাশি এই প্রথম পূর্ব মেদিনীপুর জেলার কোন‌ও পুরসভা ৫ সেপ্টেম্বর শিক্ষকদের সম্মানিত করতে চলেছে বিশেষ সম্মানে। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া পূরসভা পুর শিক্ষক সম্মান শিক্ষকদের তুলে দিতে উদ্যোগী হয়েছে।
advertisement
এই বিষয়ে পাঁশকুড়া পুরসভার বর্তমান পুরপ্রধান নন্দকুমার মিশ্র জানিয়েছেন, পুরসভার কাজ সাধারণ মানুষকে বিভিন্ন পরিষেবা দেওয়া। এর বাইরেও পুরসভার কিছু দায়িত্ব থাকে। সেই দায়িত্ব থেকেই এই বছর প্রথম পুর এলাকার প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের জন্য একটি বিশেষ পুরশিক্ষক সম্মান দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ৫ সেপ্টেম্বর একটি অনুষ্ঠানের মাধ্যমে ওই সম্মান তুলে দেওয়া হবে। ঐ দিন পুর এলাকার সমস্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
advertisement
advertisement
সৈকত শী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Teachers Day 2024: শিক্ষক দিবসে স্যার'দের বিশেষ সম্মান জানাবে এই পুরসভা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement