Tarapith Temple: তারাপীঠে পুজো দিতে আর ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হবে না! চালু হল নতুন নিয়ম

Last Updated:

Tarapith Temple: বেশ কয়েকবছর ধরেই তারাপীঠ মন্দিরে চলছিল বিশৃঙ্খলা।মোটা টাকা দিলেই চটজলদি মিলছিল দেবীর দর্শন। এবার থেকে সব বন্ধ! চালু হল নতুন নিয়ম

+
মা

মা তারা

বীরভূম: বীরভূমের মধ্যে অবস্থিত সাধক বামাক্ষ্যাপার সিদ্ধপীঠ তারাপীঠ।আর এই তারাপীঠ নিয়েই এবার এক গুচ্ছ নতুন নিয়ম চালু হল।তারাপীঠ মন্দিরে পুজো দিতে এসে আর ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হবে না ভক্তদের।এবার থেকে নির্দিষ্ট সময় মেনে সাধারণ ও বিশেষ লাইন চলবে।রবিবার টিআরডিএ(তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ)অফিসে মন্দির কমিটি ও প্রবীণ সেবাইতদের বৈঠকে জেলাশাসক বিধান রায় পরিষ্কার বলেছেন, মন্দিরে কোনও অনিয়ম বা বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।এমনটা চলতে থাকলে ট্রাষ্ট্রি করে দেওয়া হবে।কার্যত সকলকে সতর্ক করে তিনি বলেছেন, পুণ্যার্থীদের হেনস্থা করা যাবে না।
নির্দিষ্ট সময় মেনে মন্দির খোলা, পুজোপাঠ, ভোগ ও আরতি করতে হবে।পালা বিক্রি করা যাবে না।আজ থেকেই নতুন এই নিয়ম কার্যকর হচ্ছে।সেইসঙ্গে মহকুমা প্রশাসন ও তারাপীঠ থানার পুলিশকে কড়া হাতে বেনিয়ম মোকাবিলা করার নির্দেশ দিয়েছেন তিনি।
advertisement
advertisement
বেশ কয়েকবছর ধরেই তারাপীঠ মন্দিরে চলছিল বিশৃঙ্খলা।মোটা টাকা দিলেই চটজলদি মিলছিল দেবীর দর্শন।এদিকে দূরদূরান্ত থেকে আসা পুণ্যার্থীদের ঘণ্টার পর ঘণ্টা দাড়িয়ে থাকতে হচ্ছিল।এই নিয়ে সেবাইতদের সঙ্গে পুণ্যার্থীদের মারামারিও হচ্ছিল।নানাভাবে পুণ্যার্থীদের হেনস্থা করার অভিযোগও উঠেছে।সম্প্রতি এমনই নানা ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।যার জেরে তীর্থভূমির মর্যাদা নষ্ট হচ্ছিল।অন্যদিকে দেবীকে কার্যত নিলামে তোলা হচ্ছিল।সেবাইতরা মোটা টাকার বিনিময়ে পালা বিক্রি করে দিচ্ছিল।আর সেই টাকা তোলার জন্য বিভিন্ন স্ল্যাবের টাকার অঙ্কে লাইন করা হচ্ছিল।
advertisement
এমনই পরিস্থিতির সৃষ্টি হচ্ছিল যে, অধৈর্য হয়ে পুণ্যার্থীরা টাকা দিয়ে দেবীর দর্শন ও পুজো দিতে বাধ্য হচ্ছিলেন।শুধু তাই নয়, নির্দিষ্ট সময়ে মন্দির খোলা হচ্ছিল না।দেবীর ভোগ না হতেই মন্দির চত্বরে ভোগ খাওয়ানো শুরু হয়ে যাচ্ছিল।প্রশাসনিক কর্তাদের মতে, যা এক ধরনের প্রতারণা। আরতিরও নির্দিষ্ট সময় ছিল না। সব মিলিয়ে চরম বিশঙ্খলা চলছিল। টিআরডিএর চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়, ভাইস চেয়ারম্যান সুকুমার মুখোপাধ্যায়, এসডিও এবং এসডিপিওকে পাশে বসিয়ে জেলাশাসক স্পষ্ট বলেন, নানা অভিযোগ তাঁর কাছে এসেছে। এমনটা চলতে থাকলে ট্রাস্টি করে দেওয়া হবে।সূত্রের দাবি, বৈঠকে ঠিক হয়েছে,পালা বিক্রি করা যাবে না।পালাদারকে মন্দির কমিটি সহায়তা করবে।মায়ের ভোগের আগে ভোগ খাওয়ানো যাবে না।
advertisement
লাইন মেনে পুজো দেওয়ানোর ব্যবস্থা করতে হবে।পরে ভিআইপি বা বিশেষ লাইনে যাঁরা থাকবেন, তাঁরা গর্ভগৃহে প্রবেশ করবেন।আরতিও নির্দিষ্ট সময়ে করতে হবে।পুণ্যার্থীদের অসুবিধে হয় এমন কোনও কাজ করা যাবে না।মোবাইল নিয়ে গর্ভগৃহে প্রবেশ নিষিদ্ধ।পুজোর সামগ্রী দেবীর চরণে স্পর্শ করিয়ে বেরিয়ে যেতে হবে ভক্তদের।তাতে সহমত পোষণ করেছেন প্রবীণ সেবাইত থেকে মন্দির কমিটি।সাধারণ লাইনে যাঁরা থাকবেন তাঁদের আগে, এরপর ভিআইপি এবং পরে বিভিন্ন প্রোটকলে যাঁরা থাকবেন তাঁরা প্রবেশ করবে।
advertisement
সৌভিক রায়
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tarapith Temple: তারাপীঠে পুজো দিতে আর ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হবে না! চালু হল নতুন নিয়ম
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement