Viral Video: ২৩ বছর ধরে এই মন্দিরে জ্বলছে প্রদীপ! কীভাবে সম্ভব? জানলে অবাক হবেন

Last Updated:

Viral Video: অবাক হবেন কাহিনি জানলে! ২৩ বছর ধরে কি এই প্রদীপ একবারও নেভেনি? রহস্য জানুন

+
মন্দিরের

মন্দিরের সেই প্রদীপ 

শিলিগুড়ি: দীর্ঘ ২৩ বছর ধরে জ্বলছে প্রদীপ। আর এই প্রদীপ নিয়ে জনমানসে তৈরি হয়েছে আগ্রহ। তবে কোথায় জ্বলছে এই প্রদীপ? এতদিন ধরে কী ভাবে এই প্রদীপ জ্বলে আসা সম্ভব? এই প্রশ্নই উঠতে শুরু করেছে সকলের মনে। জানা গিয়েছে, শিলিগুড়ি পঞ্চমুখী বালাজি দরবারে জ্বলে আসছে এই প্রদীপ। শিলিগুড়ি বাবু পাড়ায় অবস্থিত এই মন্দিরের স্থাপনা হয়েছিল ১৯৭৬ সালে। তারপর ২০০১ সালে ওই মন্দিরে অখন্ড জ্যোতি অর্থাৎ এই প্রদীপ চালানোর পরিকল্পনা নেন রমেশ কুমার চাচান। ২০০১ সালের জানুয়ারি মাসে তিনি জ্বেলেছিলেন এই প্রদীপ। সেই প্রদীপ আজও নেভেনি।
প্রসঙ্গত বাবুপাড়া গোশালার পাশের এই মন্দির যখন স্থাপনা হয়েছিল তখন আশেপাশে খুবই অন্ধকার ছিল। মন্দিরে আলো জ্বালিয়ে রাখার প্রবণতা থেকেই এই অখন্ড জ্যোতির বিষয়টি মাথায় আসে ভক্তদের। তারপর সকলে মিলে এই প্রদীপ জ্বালানো হয়। তবে আশ্চর্যের বিষয়ে এই প্রদীপ আজও নেভেনি । স্বাভাবিকভাবেই সকলের মনেই প্রশ্ন জাগে যে এই প্রদীপ কি কোনদিনও নেভেনি? আসলে ঠিক তা নয়। প্রতিদিনই আহুতি দিয়ে প্রদীপ জ্বালানো হয়। মন্দিরের পন্ডিত গৌরব সুবেদী বলেন, ‘সবার মনে একটাই প্রশ্ন থাকে যে এই মন্দিরের প্রদীপ কোনদিনও নেভে না কেন। আসলে যখনই মন্দিরের প্রদীপ নেভার আগেই পাশে নতুন প্রদীপ এনে আহুতি দিয়ে পুজো করে তারপর সেই প্রদীপ দিয়ে আবার অখন্ড জ্যোতি জ্বালানো হয়।
advertisement
advertisement
মন্দির কমিটির সেক্রেটারি রমেশ কুমার চাচান বলেন, ‘ আমার নিজের হাতে আমি এই প্রদীপ জ্বালিয়ে ছিলাম। মন্দিরকে সবসময় আলোকিত রাখার জন্যই আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম। আজ মন্দির অনেক বড় করে তৈরি হচ্ছে। আগামীতে বড় আকারে অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে আমাদের।তিনি আরও বলেন, ২০২৫ সালের ৩১ শে জানুয়ারি থেকে ৭ই ফেব্রুয়ারি পর্যন্ত পঞ্চমুখী বালাজি দরবারের নতুন মন্দিরের স্থাপনার সময় বড় আকারে ১১ টি দিব্য মন্দিরের পূজা অর্চনার সূচনা করা হবে।
advertisement
অনির্বাণ রায়
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Viral Video: ২৩ বছর ধরে এই মন্দিরে জ্বলছে প্রদীপ! কীভাবে সম্ভব? জানলে অবাক হবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement