Tarapith Hotel Tariff: তারাপীঠে পুজো দিতে যাবেন ভাবছেন! হোটেল ভাড়া নিয়ে বিশাল আপডেট, না জানলেই আপনার মিস

Last Updated:

Tarapith Hotel Tariff: উত্তরবঙ্গে ভয়াবহ পরিস্থিতির কারণে পাহাড়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা ক্যান্সেল করে দিয়েছেন? তাহলে ঘুরে আসুন বীরভূমের তারাপীঠ ও বোলপুর থেকে, হোটেল ভাড়ার ক্ষেত্রে বিরাট ছাড়

মা তারা
মা তারা
বীরভূম,সৌভিক রায়: এক সপ্তাহ আগেই আবহাওয়া দফতরের আগাম সতর্কতা কার্যত সত্যি করে প্রবল বৃষ্টি শুরু হয় উত্তরবঙ্গে। পাহাড় থেকে সমতল সব জায়গায় ধস, প্লাবন আর মৃত্যুর মিছিল। ভেঙে গিয়েছে সেতু, কালভার্ট, বহু বাড়িঘর। উত্তরবঙ্গে ধস ও বন্যায় এখনও পর্যন্ত একাধিক মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন বহু মানুষ। যদিও পরিস্থিতি ক্রমেই স্বাভাবিক হচ্ছে,আটকে যারা ছিলেন বাড়ি ফিরছেন তাঁরা। আর উত্তরবঙ্গে এই পরিস্থিতির কারণে কার্যত অনেকেই টিকিট করে উত্তরবঙ্গ সফর বাতিল করে দিচ্ছেন। ফলে ঘুরতে আসার পরিকল্পনা কার্যত ভেস্তে যাচ্ছে অনেকেরই।
তবে একদম হতাশ হওয়ার কোনও কারণ নেই কারণ এই সময় আপনি চাইলে ঘুরে যেতে পারেন বীরভূমের বোলপুর শান্তিনিকেতন অথবা বীরভূমের তারাপীঠ। কারণ যেহেতু পর্যটকেরা উত্তরবঙ্গ সফর বাতিল করছেন আর সেই কথা মাথায় রেখে তারাপীঠ হোটেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার চলতি দু’মাসে তারাপীঠ ভ্রমণের জন্য এলে হোটেল ভাড়ার ক্ষেত্রে দেওয়া হবে বিরাট ছাড়।
advertisement
আরও পড়ুন: ‘হুজুগে কান দেবেন না, নিজের পায়ে কুড়ুল মারবেন না’, এদিক-ওদিক হলেই অন্ধকার গপ করে গিলে নেবে, কী নিদান হাঁকলেন অনুব্রত
তারাপীঠ হোটেল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সুনীল গিরি জানান এমনিতেই দুর্গাপুজোর পর থেকে পুরো শীতের মরশুম পর্যন্ত হোটেল ভাড়া ক্ষেত্রে অনেকটাই ছাড় দেওয়া হয়। তবে এবার যেহেতু প্রবল বর্ষণের ফলে উত্তরবঙ্গের পরিস্থিতি বেশ জটিল, আর সেই কারণেই পর্যটকেরা আপাতত পক্ষে উত্তরবঙ্গ সফল বাতিল করছেন, আর তাদের কথা চিন্তা করেই তারাপীঠ হোটেলের ভাড়ার ক্ষেত্রে প্রায় ৩৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: বীরভূমে আচমকা হলটা কী? ছুটে আসছে কাতারে কাতারে মানুষ, কারণ জানলে চমকে যাবেন আপনিও
অন্যদিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুর শান্তিনিকেতনের বেসরকারি হোটেল মালিক কৌশিক বিশ্বাস জানান ইতিমধ্যেই অনেকে উত্তরবঙ্গ সফর বাতিল করে বোলপুর আসতে শুরু করেছেন। আর যেহেতু সামনে কালীপুজো তাই কালীপুজোর আগে হোটেল বুকিং ও ভাল হচ্ছে। আর সেই কারণেই প্রায় ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে হোটেল ভাড়ার ক্ষেত্রে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tarapith Hotel Tariff: তারাপীঠে পুজো দিতে যাবেন ভাবছেন! হোটেল ভাড়া নিয়ে বিশাল আপডেট, না জানলেই আপনার মিস
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement