Mamata Banerjee and Anubrata Mondal : ‘হুজুগে কান দেবেন না, নিজের পায়ে কুড়ুল মারবেন না’, এদিক-ওদিক হলেই অন্ধকার গপ করে গিলে নেবে, কী নিদান হাঁকলেন অনুব্রত

Last Updated:
Mamata Banerjee and Anubrata Mondal : হুজুগে কান দেবেন না, নিজের পায়ে কুড়ুল মারবেন না, অনুব্রত মণ্ডলের টেকনিক্যাল প্রতিরোধের আবেদন, , ২৬ -র বিধানসভা ভোটের আগে মমতার পাশে থেকে লড়াইয়ের নিদান অনুব্রতের
1/5
বীরভূম, সুদীপ্ত গড়াই: খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের আয়োজিত বিজয়া সম্মিলনী সভায় সোমবার বিকেলে বক্তব্য রাখেন জেলা তৃণমূল কোর কমিটির কনভেনার অনুব্রত মণ্ডল। তিনি বলেন
বীরভূম, সুদীপ্ত গড়াই: খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের আয়োজিত বিজয়া সম্মিলনী সভায় সোমবার বিকেলে বক্তব্য রাখেন জেলা তৃণমূল কোর কমিটির কনভেনার অনুব্রত মণ্ডল।তিনি বলেন "হুজুগে কান দেবেন না, নিজের পায়ে কুড়ুল মারবেন না। সাময়িক ভালো লাগবে, কিন্তু পরে নেমে আসবে ভয়ঙ্কর অন্ধকার।"সভায় উপস্থিত দলীয় কর্মীদের তিনি সতর্ক করে বলেন, ভুল প্রচারে কান না দিয়ে একজোট হয়ে কাজ করতে হবে।
advertisement
2/5
অনুব্রত মণ্ডল বলেন,
অনুব্রত মণ্ডল বলেন, "আমরা সাধারণ মানুষের জন্য এসেছি, খেটে খাওয়া মানুষ, দিনমজুর, কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, বেকার ছেলে-মেয়েদের জন্য।"তিনি উল্লেখ করেন, "মমতা বন্দ্যোপাধ্যায় কোন বড় ঘরের মেয়ে নন, তিনি বীরভূমেরই সাধারণ পরিবারের সন্তান। তাই ৯৪টি জনকল্যাণমূলক প্রকল্প করেছেন সাধারণ মানুষের জন্য।"ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
3/5
অনুব্রত কর্মীদের উদ্দেশ্যে বলেন,
অনুব্রত কর্মীদের উদ্দেশ্যে বলেন, "২৬-এর ভোট কঠিন, কিন্তু ভয়ের নয়। সকলে মিলে কাজ করলে জয় নিশ্চিত।"তিনি দলীয় নেতাদের নির্দেশ দেন, "লোকসভায় ৪,৭০০ ভোটে লিড ছিল, এবার সেটিকে ১৫,০০০-এ নিয়ে যেতে হবে।"এছাড়া কালীপূজোর পর থেকেই প্রতিটি বুথে বসে সাংগঠনিক প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন তিনি।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
4/5
তিনি বলেন,
তিনি বলেন, "ভয় পাবেন না, আমাদের ভোটার লিস্টের নাম্বার দিতে পারবে না। আমরা অন্যায় করি না, রুখে দাঁড়াবো।"মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার উন্নয়ন অব্যাহত রাখতে কর্মীদের একজোট থাকার আহ্বান জানান তিনি।একই সঙ্গে বলেন, "হুজুকে কথা শুনলে সাময়িক ভালো লাগবে, কিন্তু শেষমেশ ভয়ঙ্কর অন্ধকার নেমে আসবে।"ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
5/5
সভায় উপস্থিত ছিলেন অভিনেত্রী ও বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলা তৃণমূল কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ সহ অন্যান্য নেতারা। রাজনৈতিক মহলের মতে, অনুব্রত মণ্ডলের বক্তব্য আসন্ন নির্বাচনের আগে দলের অভ্যন্তরীণ ঐক্য জোরদার এবং বিরোধীদের বিভ্রান্তিমূলক প্রচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার এক স্পষ্ট ইঙ্গিত। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
সভায় উপস্থিত ছিলেন অভিনেত্রী ও বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলা তৃণমূল কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ সহ অন্যান্য নেতারা।রাজনৈতিক মহলের মতে, অনুব্রত মণ্ডলের বক্তব্য আসন্ন নির্বাচনের আগে দলের অভ্যন্তরীণ ঐক্য জোরদার এবং বিরোধীদের বিভ্রান্তিমূলক প্রচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার এক স্পষ্ট ইঙ্গিত।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
advertisement
advertisement