Purba Medinipur: কান ধরে ওঠবস করেছিলেন, এবার পুলিশের দ্বারস্থ তমলুকের সেই তৃণমূল কাউন্সিলর! কী অভিযোগ করলেন?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Sujit Bhowmik
Last Updated:
কয়েক দিন ধরেই সমাজমাধ্যমে তমলুকের তৃণমূল নেতাদের দুর্নীতি এবং কুকর্ম নিয়ে অভিযোগে সরব হয়েছেন তমলুকের ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের যুব সহ সভাপতি পার্থ মাইতি।
কান ধরে ওঠবস করে খবরের শিরোনামে এসেছিলেন৷ আবারও শোরগোল ফেলে দিলেন তমলুকের সেই তৃণমূল কাউন্সিলর পার্থ মাইতি৷ পুলিশের কাছে দলের জেলা সভাপতির বিরুদ্ধে তাঁকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ করলেন রাজ্য যুব তৃণমূলের সহ সভাপতি পার্থ মাইতি! একই সঙ্গে একগুচ্ছ অভিযোগও করেছেন তিনি।
সমাজমাধ্যমে তৃণমূল নেতাদের একাংশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলায় তৃণমূলের জেলা সভাপতি সুজিত রায় তাঁকে খুনের হুমকি দিয়েছেন বলে তমলুকের তৃণমূল কাউন্সিলার পার্থ মাইতি পুলিশের কাছে অভিযোগ করেছেন।
কয়েক দিন ধরেই সমাজমাধ্যমে তমলুকের তৃণমূল নেতাদের দুর্নীতি এবং কুকর্ম নিয়ে অভিযোগে সরব হয়েছেন তমলুকের ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের যুব সহ সভাপতি পার্থ মাইতি। তাঁর অভিযোগ, তমলুক জুড়ে দুর্নীতি হচ্ছে। তা নিয়ে আমি সোশ্যাল মিডিয়ায় সরব হওয়াতে গতকাল রাতে তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সুজিত রায় ফোন করে খুনের হুমকি দেন।
advertisement
advertisement
পার্থর অভিযোগ, ২০১৯ সালে পাঁশকুড়ার তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কুরবান শা দলের দুর্নীতির অভিযোগ করায় তাঁকে খুন হতে হয়েছে। তাঁর মতোই দ্বিতীয় কুরবান শা হয়ে যেতে পারি আমি। শুধু খুনের হুমকি নয়, জেলা সভাপতি তাঁকে নানা ধরনের খারাপ কথাবার্তা বলেছেন৷ আমার বাবা চিত্তরঞ্জন মাইতি তৃণমূলের বর্ষীয়ান তৃণমূল নেতা৷ তাঁর নামেও খারাপ কথা বলেছেন উনি। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দফতর এবং রাজ্য যুব সভাপতি সায়নী ঘোষকে লিখিত অভিযোগ জানিয়েছি এবং জেলা পুলিশ সুপারকে লিখিত অভিযোগ জানিয়েছি। আমি যদি খুন হয়ে যাই তার দায় তৃণমূল কংগ্রেসের তমলুকের একশ্রেণির নেতাদের।
advertisement
সুজিত রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, যা বলার রাজ্য নেতৃত্ব বলবে। এ বিষয়ে আমার কোন মন্তব্য নেই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 11, 2025 6:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purba Medinipur: কান ধরে ওঠবস করেছিলেন, এবার পুলিশের দ্বারস্থ তমলুকের সেই তৃণমূল কাউন্সিলর! কী অভিযোগ করলেন?