বর্ষা বিদায়ের মাঝেও তুমুল বৃষ্টি হতে পারে কিছু জেলায়! কালীপুজোর আগে কমবে বৃষ্টির দাপট? কলকাতার কী হবে? বড় আপডেট দিল হাওয়া অফিস

Last Updated:
শুক্রবারেও দুপুরবেলায় আকাশ কালো করে বৃষ্টি হয়েছে কলকাতা-সহ একাধিক জেলায়। কিন্তু, এর মাঝেই আশার কথা শোনাল হাওয়া অফিস। হাওয়া অফিস সূত্রে খবর, ইতিমধ্যেই আগামী দুই তিন দিনে বাংলায় বর্ষা বিদায়ের শুরু হবে। কিন্তু, দক্ষিণ বাংলাদেশের ওপর ঘূর্ণাবর্তের প্রভাবে আজ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে।
1/5
★১৬ দিন এক জায়গায় থমকে থাকার পর বর্ষা বিদায় রেখা সক্রিয়। বর্ষা গুজরাত ও উত্তর প্রদেশের থেকে বিদায় নিয়েছে। মধ্যপ্রদেশ মহারাষ্ট্রের একটা বড় অংশ থেকে বর্ষা বিদায় নিয়েছে। বিহার, ঝাড়খণ্ডের কিছু অংশ থেকেও বিদায় নিয়েছে বর্ষা। আগামী চার দিনে বাংলা থেকে বর্ষা বিদায়ের পর্ব শুরু হবে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি থেকে মঙ্গলবার নাগাদ বর্ষা বিদায় পর্ব শুরু হতে পারে।
শুক্রবারেও দুপুরবেলায় আকাশ কালো করে বৃষ্টি হয়েছে কলকাতা-সহ একাধিক জেলায়। কিন্তু, এর মাঝেই আশার কথা শোনাল হাওয়া অফিস। হাওয়া অফিস সূত্রে খবর, ইতিমধ্যেই আগামী দুই তিন দিনে বাংলায় বর্ষা বিদায়ের শুরু হবে। কিন্তু, দক্ষিণ বাংলাদেশের ওপর ঘূর্ণাবর্তের প্রভাবে আজ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে।
advertisement
2/5
দক্ষিণ বাংলাদেশের কাছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। যেটা বর্ষা বিদায়ের সময় স্বাভাবিকভাবেই হতে থাকে। এর প্রভাবে উপকূলবর্তী জেলায় উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব- পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এই প্রসঙ্গে হাওয়া অফিস জানায়, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা জারি থাকছে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সতর্কতা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা বাতাস। কলকাতা-সহ অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা।
advertisement
3/5
আজ, মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের আট জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আর নেই। জেলাগুলির কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কোথাও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে উত্তরের আট জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে জেলার সব জায়গায় ঝড়বৃষ্টি হবে না। আজ ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়ায় রয়েছে এই সতর্কতা। সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।
রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। কমবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। পশ্চিমের জেলা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান থেকে বর্ষা বিদায়ের সম্ভাবনা আগামী সপ্তাহেই।
advertisement
4/5
কলকাতাও পার্শ্ববর্তী অঞ্চলে বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা কম। শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ এক -দু পশলা হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই।
উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম। ভারী বৃষ্টির আর কোন সতর্কবার্তা নেই। বেশিরভাগ সময় পরিষ্কার আকাশ। আকাশ আংশিক মেঘলা থাকবে। পার্বত্য এলাকায় স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকছে। কিছু এলাকায় কিছু অংশে সামান্য সময়ের জন্য হতে পারে বৃষ্টি হতে পারে। কিন্তু, ক্রমশ কমবে সেই বৃষ্টির সম্ভাবনাও। সপ্তাহ শেষে আবহাওয়ার পরিবর্তন। বাতাসে আর্দ্রতার পরিমাণ কমবে। আরও কমবে বৃষ্টির সম্ভাবনা। আগামী সপ্তাহে বর্ষা বিদায়ের প্রস্তুতি।
advertisement
5/5
কবে কবে বৃষ্টি
আগামী সপ্তাহ থেকেই হাওয়ার দিক বদল। দক্ষিণ পশ্চিমা বাতাসের পাশাপাশি উত্তর পশ্চিম বাতাসের প্রভাব বাড়বে। দুই বাতাসের সংস্পর্শে কুয়াশার সম্ভাবনা তৈরি হবে রাতে ও সকালের দিকে।
advertisement
advertisement
advertisement