Sikkim: গ্যাংটক ও পাকিয়ং জেলায় স্বস্তি, মঙ্গন-নামচিতে এখনও বিপর্যস্ত! সিকিম যাওয়ার আগে জানুন
- Reported by:Ricktik Bhattacharjee
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Sikkim: আবহাওয়া পরিস্থিতি ও চলমান মেরামতির কাজ বিবেচনায় পর্যটক ও স্থানীয়দের সতর্কভাবে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে সময়সূচি বা যাতায়াতের নির্দেশিকা পুনর্বিবেচনা করে নতুন নোটিশ জারি করা হবে।
*সিকিম, ঋত্বিক ভট্টাচার্য: সিকিম পুলিশ কন্ট্রোল রুম, নিউ তাসলিং সেক্রেটারিয়েট থেকে প্রকাশিত সর্বশেষ রোড সিচুয়েশন রিপোর্ট অনুযায়ী, গ্যাংটক ও পাকিয়ং জেলার সব রাস্তাই বর্তমানে সম্পূর্ণ স্বাভাবিক ও চলাচলের উপযোগী। তবে মঙ্গন, নামচি, গ্যালশিং ও সোরেং জেলার কিছু রাস্তা এখনও ক্ষতিগ্রস্ত, যার ফলে স্থানীয় ও পর্যটকদের চলাচলে কিছু সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।
advertisement
*মঙ্গন জেলার ফোদং পর্যন্ত রাস্তা বর্তমানে হালকা যানবাহনের জন্য খোলা থাকলেও, মঙ্গন থেকে চুঙথাং যাওয়ার নতুন তুং নাগা রোডে একাধিক ধস ও ভূমিস্খলনের কারণে চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। ফিধাং–সাংকালাং রোডেও রিংখোলা এলাকায় ধস নামায় সেই রুট আপাতত অচল। যদিও সাংকালাং-শিপগেয়ার রোড খুলে দেওয়া হয়েছে, সেখানে পর্যটকদের নির্দিষ্ট সময় মেনে চলাচলের নির্দেশ জারি করা হয়েছে। দুপুর ১টা (১৩:০০ ঘণ্টা)-এর মধ্যে গ্যাংটক থেকে চুঙথাংগামী সমস্ত গাড়িকে সাংকালাং ব্রিজ অতিক্রম করতে হবে, অন্যদিকে দুপুর ২টার (১৪:০০ ঘণ্টা)-এর পর থেকে লাচুং থেকে গ্যাংটকগামী কোনও পর্যটক গাড়ি তুং চেকপোস্ট পার হতে পারবে না। নির্দিষ্ট সময়ের পর এই রুটে কোনও গাড়ির চলাচল অনুমোদিত নয়। অন্যদিকে, চুঙথাং থেকে লাচেন পর্যন্ত রাস্তা এখনও বন্ধ থাকলেও জিরো পয়েন্ট থেকে গুরুডংমার লেক পর্যন্ত রাস্তা ডংকেয়া রোড হয়ে সম্পূর্ণ পরিষ্কার রয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement









