Moon Restaurant : বউ রাগ করেছে? চাঁদে বসে ডিনার করে আসুন! নিমেষে মন গলে জল হয়ে যাবে! ঠিকানা লিখে রাখুন, নাহলে পস্তাবেন
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Moon Restaurant : ভিতরে প্রবেশ করতেই চোখে পড়বে ঝলমলে সাদা আলোয় মোড়া চাঁদের পৃষ্ঠের আদলে সাজানো পরিবেশ। যেন নরম চাঁদের আলোয় বসে খাওয়ার অনুভূতি।
বসিরহাট, জুলফিকার মোল্যা : চাঁদের রাজ্যে বসে খাওয়ার স্বাদ। বসিরহাটের মিন্টু পার্কে নতুন আকর্ষণ। বসিরহাটের মানুষের জন্য নতুন চমক! উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার জনপ্রিয় মিন্টু পার্কে এবার খুলেছে এক অনন্য থিম রেস্টুরেন্ট, “চাঁদের রাজ্যে বসে খাওয়াদাওয়া”। নামেই বোঝা যায়, এখানে পা রাখলেই মনে হবে যেন আপনি পৌঁছে গেছেন একেবারে চাঁদের দেশে!
রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করতেই চোখে পড়বে ঝলমলে সাদা আলোয় মোড়া চাঁদের পৃষ্ঠের আদলে সাজানো পরিবেশ। যেন নরম চাঁদের আলোয় বসে খাওয়ার অনুভূতি। চাঁদের অবয়ব, ক্রেটার আর নক্ষত্রের আলো ছায়ায় তৈরি হয়েছে রোমান্টিক ও শান্ত এক আবহ। এখানে সেলফি তুলতে ব্যস্ত থাকেন ছোট-বড় সকলেই। খাবারের তালিকাতেও রয়েছে চমক।
আরও পড়ুন : আবর্জনা সংগ্রহ, সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার, বারাসাতে ৫ পরিষেবার আবেদন এবার অনলাইনে! ছোটাছুটি না করে জানুন সঠিক পদ্ধতি
ইন্ডিয়ান ফুডের পাশাপাশি থাকছে জাপানিজ সুশি, র্যামেন থেকে শুরু করে থাই স্যুপ পর্যন্ত নানা বিদেশি পদ। পারিবারিক আড্ডা হোক বা বন্ধুদের সঙ্গে বিকেলের গেট-টুগেদার, এই জায়গা এখন বসিরহাটের নতুন ট্রেন্ডিং স্পট। মিন্টু পার্কে প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়। কেউ আসছেন শুধু এই চাঁদের রাজ্যের অভিজ্ঞতা নিতে, কেউ আবার ইনস্টাগ্রামে নতুন রিল বানাতে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সুন্দর আলোকসজ্জা, সুরেলা মিউজিক ও চাঁদের আবহে ডিনার- পুরো জায়গাটাই যেন অন্য এক দুনিয়া। সন্ধ্যা নামলেই আলো-ছায়ার খেলায় বদলে যায় পুরো পার্কের রূপ। স্থানীয়রা বলছেন, “এমন থিম আগে এই এলাকায় দেখা যায়নি, একেবারে কলকাতার মতো পরিবেশ।” কর্তৃপক্ষ জানাচ্ছেন, শীতের আগেই এখানে আরও নতুন সারপ্রাইজ থিম চালু হবে। সত্যিই, বসিরহাটের এই থিম এখন চাঁদের আলোয় রোমাঞ্চের নতুন ঠিকানা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Basirhat,North Twenty Four Parganas,West Bengal
First Published :
October 11, 2025 6:14 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Moon Restaurant : বউ রাগ করেছে? চাঁদে বসে ডিনার করে আসুন! নিমেষে মন গলে জল হয়ে যাবে! ঠিকানা লিখে রাখুন, নাহলে পস্তাবেন
