Barasat Municipality: আবর্জনা সংগ্রহ, সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার, বারাসাতে ৫ পরিষেবার আবেদন এবার অনলাইনে! ছোটাছুটি না করে জানুন সঠিক পদ্ধতি

Last Updated:

কালীপুজোর আগে উত্তর ২৪ পরগনা জেলা সদর শহরের বাসিন্দাদের নাগরিক পরিষেবা আরও স্বচ্ছ ও সহজ করতে বড় পদক্ষেপ নিল বারাসত পুরসভা।

+
বারাসাত

বারাসাত পুরসভা

উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: কালীপুজোর আগে উত্তর ২৪ পরগনা জেলা সদর শহরের বাসিন্দাদের নাগরিক পরিষেবা আরও স্বচ্ছ ও সহজ করতে বড় পদক্ষেপ নিল বারাসত পুরসভা। নতুন উদ্যোগের মাধ্যমে এখন নাগরিকরা ঘরে বসেই অনলাইনে পুরসভার পাঁচটি প্রধান পৌর পরিষেবা আবেদন করতে পারবেন। এর ফলে পুরসভায় গিয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়ানোর ঝামেলা শেষ হবে।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, অনলাইনে নাগরিকরা আবর্জনা সংগ্রহ, সেপটিক ট্যাংক পরিষ্কার, জল সরবরাহ, অ্যাম্বুল্যান্স পরিষেবা এবং পুরসভার অডিটোরিয়াম বুকিং করতে পারবেন। অনলাইন আবেদন করার পর নির্দিষ্ট দিন ও সময়ে পরিসেবা পৌঁছে যাবে, সঙ্গে সঙ্গে অনলাইন পেমেন্টের রসিদও মিলবে।
advertisement
advertisement
উত্তর ২৪ পরগনার বারাসত পুরসভার চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায় জানান, শহরের বাসিন্দাদের কাছে দ্রুত ও স্বচ্ছ পরিষেবা পৌঁছে দেওয়াটাই মূল লক্ষ্য। প্রথম ধাপে পাঁচটি পরিষেবা অনলাইনে নেওয়ার উদ্যোগ নেওয়া হল। প্রতিটি ক্ষেত্রে ভাড়া বা খরচ মানুষ বুকিংয়ের সময়ই জানতে পারবেন। অফলাইনে যেমন খরচ ছিল, তেমনই অনলাইনেও থাকবে। পুরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, www.barasatmunicipality.org ওয়েবসাইটের মাধ্যমে বাসিন্দারা নিজের এলাকার অভাব বা অভিযোগ দায়ের করতে পারবেন এবং সঠিক ভেরিফিকেশনের পর সমস্যার সমাধান পাবেন। কলকাতা লাগোয়া এলাকাগুলির পাশাপাশি এবার বারাসাত শহরের সব নাগরিকই এই সুবিধা নিতে পারবে বলে জানা গিয়েছে। ফলে উপকৃত হবেন বারাসাত পৌরসভার হাজার হাজার বাসিন্দারা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
খরচ একই অথচ ঘরে বসে মিলবে পরিষেবা! স্বাভাবিকভাবেই পুরসভার এমন সিদ্ধান্ত হাসি ফুটিয়েছে এলাকার বাসিন্দাদের মুখে। এলাকার বাসিন্দাদের আর কষ্ট করে যেতে হবে না পুরসভায়। মাত্র এক ক্লিকেই বাড়িতে বসে উপরিউক্ত পাঁচ পরিষেবার আবেদন করতে পারবেন অনলাইনে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Barasat Municipality: আবর্জনা সংগ্রহ, সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার, বারাসাতে ৫ পরিষেবার আবেদন এবার অনলাইনে! ছোটাছুটি না করে জানুন সঠিক পদ্ধতি
Next Article
advertisement
Success Story: বেঙ্গালুরুর দুই বোনের কাজ দেখে দোকানদাররা হাসতেন, এখন তাঁরাই ১০০ কোটি টাকার ব্যবসা পরিচালনা করছেন
বেঙ্গালুরুর দুই বোনের কাজ দেখে দোকানদাররা হাসতেন, এখন তাঁদেরই ১০০ কোটি টাকার ব্যবসা !
  • বেঙ্গালুরুর দুই বোনের কাজ দেখে দোকানদাররা হাসতেন

  • এখন তাঁদেরই ১০০ কোটির ব্যবসা !

  • জেনে নিন তাঁদের সাফল্যের কাহিনি

VIEW MORE
advertisement
advertisement