GST New: জিএসটি কমতেই বাড়ল সুবিধা, হুড়মুড়িয়ে দাম কমল এইসব জিনিসের! খুশি সব মহল
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
সম্প্রতি প্রকাশিত হয়েছে নতুন জিএসটি কাঠামো। আর এর ফলে বিভিন্ন ধরনের সামগ্রীর দাম কমেছে। কারণ উল্লেখযোগ্য হারে কমেছে কাঁচামালের উপর জিএসটির হার।
ঝালদা, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: সম্প্রতি প্রকাশিত হয়েছে নতুন জিএসটি কাঠামো। আর এর ফলে বিভিন্ন ধরনের সামগ্রীর দাম কমেছে। কারণ উল্লেখযোগ্য হারে কমেছে কাঁচামালের উপর জিএসটির হার। এর ফলে উপকৃত হচ্ছেন পুরুলিয়া জেলার চড়িদা গ্রামের মুখোশ শিল্পীরা। ফলত তুলনামূলকভাবে আরও বেশ খানিকটা লাভের মুখ দেখতে পারছেন তারা। মুখোশ তৈরি করতে মূলত কাগজ, রং, পুঁতি সহ নানা উপকরণ প্রয়োজন হয়। যা শিল্পীরা পাইকারি হারে সংগ্রহ করে থাকেন। নতুন জিএসটি কাঠামোর ফলে এই কাঁচামালের দাম কমে গিয়েছে। ফলে মুখোশ তৈরিতে খরচ অনেকটাই হচ্ছে শিল্পীদের। এতে স্বস্তি পেয়েছেন স্থানীয় শিল্পীরা।
এ বিষয়ে মুখোশ শিল্পীরা বলেন, উৎপাদন খরচ কমায় এখন মুখোশ বিক্রিও কিছুটা বাড়ছে। কাঁচামাল কম টাকায় কিনতে পারছেন তারা। এতে যে দামে তারা আগে মুখোশ বিক্রি করতেন তার তুলনায় কম টাকায় মুখোশ বিক্রি করতে পারছেন। কেন্দ্রীয় সরকারকে এই পদক্ষেপের জন্য ধন্যবাদ জানিয়েছেন তারা।
আরও পড়ুন: ব্রোঞ্জের বালাকে সোনা বলে ৮০ হাজার টাকার সোনার গয়না হাতালেন ক্রেতা! ঠকলেন সরল মনের দোকানদার
advertisement
advertisement
পুরুলিয়ার ঐতিহ্য ছৌ মুখোশ। এই মুখোশ তৈরি করেই জীবনজীবিকা নির্বাহ করেন চড়িদা গ্রামের মুখোশ শিল্পীরা। পর্যটকেরা পুরুলিয়া বেড়াতে এলে একবার হলেও ঢুঁ মেরে যান এই মুখোশ গ্রাম থেকে। অনেকেই বাড়ি ফেরার পথে পুরুলিয়ার ঐতিহ্যবাহী মুখোশ সংগ্রহ করে ঘর সাজাতে নিয়ে যান। তবে দাম বেশি থাকার জন্য অনেক সময়ই ইচ্ছা থাকলেও মুখোশ কিনতে পারেন না পর্যটকেরা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এবার মুখোশের দাম কমায় অনায়াসেই সেই সমস্ত মুখোশ কিনে ঘরে নিয়ে যেতে পারবেন পর্যটকেরা। এতে মুখোশ শিল্পের শ্রী-বৃদ্ধি হবে এমনটাই আশা করছেন শিল্পীরা।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
October 11, 2025 3:42 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
GST New: জিএসটি কমতেই বাড়ল সুবিধা, হুড়মুড়িয়ে দাম কমল এইসব জিনিসের! খুশি সব মহল