Plugged Ear: যখন তখন কানে তালা ধরে যাচ্ছে? অসহ্যকর অস্বস্তি, ১ মিনিটে কমবে এই উপায়ে! কোনও বড় রোগের লক্ষণ নয় তো? এখনই জানুন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Plugged Ear: কখনও কখনও কানে জল চলে গেলে কানে তালা পড়ে যায়। বিমানে ভ্রমণের সময়, পাহাড়ে যাওয়ার সময়ও বা ঠান্ডা লাগলে জ্বর হলে অনেক সময় কানে তালা অনুভূত হয়।
advertisement
advertisement
advertisement
ভালসালভা মেথড: অডিয়োলজিস্ট জানালেন বন্ধ কান খোলার এটিই সবচেয়ে সহজ এবং জনপ্রিয় উপায়। নাককে আঙ্গুল দিয়ে বন্ধ করুন এবং মুখও বন্ধ রাখুন। এখন হালকা করে বাতাসে ফুঁ দেওয়ার চেষ্টা করুন। যেন নাকের ভিতর থেকে বাতাস বাইরে বের হচ্ছে। এতে কানের ভিতরের চাপ সমান হয়ে যায় এবং কান খুলে যায়। তবে, এটি করতে গিয়ে খুব জোরে বাতাস ছাড়বেন না
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
কান বন্ধ হওয়া সাধারণ ব্যাপার, কিন্তু যদি এটি দীর্ঘ সময় ধরে থাকে, তাহলে এটি উপেক্ষা করবেন না। কিন্তু যদি তবুও আরাম না মেলে, তাহলে বিশেষজ্ঞের কাছে পরীক্ষা করানোই সবচেয়ে নিরাপদ উপায় বলে জানালেন অডিওলজিস্ট। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
