লোন মেটাবেন কি করে? কৃষকদের মাথায় হাত! বৃষ্টিতে নষ্ট হয়েছে সব...

Last Updated:

এলাকার কৃষকরা লোন করে চাষ করেন। ফসল উঠলে সেই ফসল বিক্রি করে ঋণ পরিশোধ করেন তাঁরা।

প্রতিকী ছবি।
প্রতিকী ছবি।
স্বরুপনগর, উত্তর ২৪ পরগণা, অনুপম সাহা : অতি বর্ষণের ফলে প্লাবিত এলাকা। ব্যাপক ক্ষতির মুখে কৃষকরা। যদিও ক্ষতিপূরণের আশ্বাস পাওয়া গিয়েছে ব্লক আধিকারিকের কাছে। কিন্তু তাতেও কমছে না চিন্তা। অতিরিক্ত বর্ষণের ফলে ব্যাপক ক্ষতি হয়েছে সবজি ও মাছ চাষের. যার ফলে মহাবিপদে পড়েছেন কৃষকরা ।
স্বরূপনগর ব্লকের চারঘাট গ্রাম পঞ্চায়েতের পাতুয়া, মোল্লাডাঙ্গা, চারঘাট, সালুয়া, রসুল, বারঘড়িয়া, ঘোড়াগাছা সহ একাধিক গ্রামের চাষের জমি জলের তলায়। ক্ষতিগ্রস্ত হয়েছে পাট, ধান, উচ্ছে,পটল, সহ একাধিক সবজি চাষের ক্ষেত সহ মাছের ভেরি। সবমিলিয়ে ভারী বর্ষণে মাথায় হাত চাষীদের।
আরও পড়ুন : এই প্রকল্পে একবার নাম তুললে কৃষকদের ‘নো টেনশন’! প্রচার গাড়িতেই মিলবে আবেদনের ফর্ম
স্থানীয়রা বলছেন, এইসব এলাকার কৃষকরা গ্রাম থেকে লোন করে চাষ করেন। ফসল উঠলে সেই ফসল বিক্রি করে ঋণ পরিশোধ করেন তাঁরা। এভাবেই বছরের পর বছর তাঁরা চালিয়ে এসেছেন কৃষি কাজ। কিন্তু চলতি বছরে বৃষ্টির ফলে ফসল সব নষ্ট হয়ে গিয়েছে। যে কারণে মাথায় হাত কৃষকদের। কীভাবে ঋণ পরিশোধ করবেন, বুঝে উঠতে পারছেন না তাঁরা।
advertisement
advertisement
আরও পড়ুন : পুজোর সাজে ট্রেন্ডিং এই গয়না, পরলে লোকে দেখবেই! আপনার লিস্টে আছে তো?
একদিকে যেমন তাদের ফসল নষ্ট হয়ে ক্ষতি হয়েছে, তেমনভাবে আর এক দিকে রয়েছে ঋণের বোঝা। কীভাবে সংসার চলবে, কীভাবে লোন পরিশোধ করবেন, ভেবেই অস্থির কৃষকরা।  যদিও স্থানীয় ব্লক আধিকারিক জানিয়েছেন, উপরমহলে পুরো বিষয়টি জানানো আছে। কৃষকরা সাহায্য পাবেন বলে তিনি আশা প্রকাশ করছেন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
লোন মেটাবেন কি করে? কৃষকদের মাথায় হাত! বৃষ্টিতে নষ্ট হয়েছে সব...
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement