এই প্রকল্পে একবার নাম তুললে কৃষকদের 'নো টেনশন'! প্রচার গাড়িতেই মিলবে আবেদনের ফর্ম

Last Updated:

সচেতনতামূলক ট্যাবলো থেকেই পাওয়া যাবে শস্য বীমা যোজনা আবেদনের ফর্ম।

প্রতিকী ছবি।
প্রতিকী ছবি।
বাঁকুড়া, প্রিয়ব্রত গোস্বামী : কৃষিজীবি মানুষের জন্য রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ। বিনা পয়সায় শস্য বীমা যোজনা, “বাংলা শস্য বীমা যোজনা”। বীজ বপন থেকে শস্য ঘরে তোলা পর্যন্ত অতিবৃষ্টি, বন্যা, খরা, ভূমিকম্প, রোগ পোকার আক্রমণ সহ অন্যান্য কোনওভাবে কৃষকদের কষ্টাজিত ফসলের ক্ষতি হলে, তার বীমা দেবে রাজ্য সরকার।
এর জন্য প্রিমিয়ামের কোন খরচ দিতে হবে না বীমাধারণকারী কৃষকদের। মঙ্গলবার ওই বিষয়ে একটি প্রচারমূলক ট্যাবলোর উদ্বোধন হয়ে গেল জেলাশাসকের দফতর থেকে। ঢাক বাজিয়ে সচেতনামূলক বাউল গান, সঙ্গে এই সুসজ্জিত ট্যাবলো সবুজ পতাকা উড়িয়ে রওনা করলেন বাঁকুড়ার জেলাশাসক সিয়াদ এন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি অনুসূয়া রায়, কর্মাধ্যক্ষ মৌ সেনগুপ্ত এবং কৃষি দফতরের অন্যান্য আধিকারিকরা।
advertisement
আরও পড়ুন : পুজোর সাজে ট্রেন্ডিং এই গয়না, পরলে লোকে দেখবেই! আপনার লিস্টে আছে তো?
এই সচেতনামূলক সুসজ্জিত ট্যাবলো আগামী আড়াই মাস ধরে বাঁকুড়া জেলার প্রত্যেকটি গ্রাম, গ্রাম পঞ্চায়েত ও ব্লক স্তরে ঘুরে ঘুরে সচেতনতামূলক প্রচার করবে। যাতে চাষীরা শস্য বীমা যোজনা নিজেদের বীমার আওতায় আনতে পারেন। এই সচেতনতামূলক ট্যাবলো থেকেই পাওয়া যাবে শস্য বীমা যোজনা আবেদনের ফর্ম।
advertisement
advertisement
আরও পড়ুন : বোটানিক্যাল গার্ডেনে বিশেষ আকর্ষণ, আন্দামান থেকে এল দেড় হাজার গাছ! কী হবে জানেন?
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই প্রায় তিন লক্ষ ষাট হাজার হেক্টর জমি শস্য বীমার আওতায় আনা গিয়েছে। গত দুই মাস ধরে জেলার যে ধরনে আবহাওয়ার রয়েছে, এই লক্ষ্যমাত্রা পাঁচ লক্ষের কাছাকাছি নিয়ে যাওয়ার টার্গেট রয়েছে জেলা কৃষি দফতরের। গত বছর শস্য বীমার আওতায় প্রায় ১৫ কোটি টাকা পেয়েছেন কৃষকরা। এ বছর সেই পরিমাণ কয়েকগুণ বাড়বে বলে আশাবাদী জেলা প্রশাসন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
এই প্রকল্পে একবার নাম তুললে কৃষকদের 'নো টেনশন'! প্রচার গাড়িতেই মিলবে আবেদনের ফর্ম
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement