‘শুভেন্দু বিশ্বাসঘাতকতা করবে না কোনদিন’, জোর দিয়ে বলেছিলেন খোদ প্রণব মুখোপাধ্যায়!

Last Updated:

মঙ্গলবার প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্মরণ সভায় এসে নিজের বক্তব্যে সেই কথাই আবার মনে করিয়ে দিলেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী।

#তমলুক: ‘শুভেন্দুকে দিয়ে গেলাম, আপনাদের সঙ্গে কোনদিন ও বিশ্বাসঘাতকতা করবে না!’ আজ থেকে ১১ বছর আগে তাঁর ভোট প্রচারে এসে তৎকালীন কংগ্রেস নেতা প্রণব মুখোপাধ্যায় একথা বলেছিলেন ৷ মঙ্গলবার প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্মরণ সভায় এসে নিজের বক্তব্যে সেই কথাই আবার মনে করিয়ে দিলেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী।
প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতিতে আয়োজিত স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে এদিন পুরনো দিনের অনেক কথাই বলেন শুভেন্দু। তমলুকের নিমতৌড়িতে আজ  শুভেন্দুর উদ্যোগেই প্রণব মুখোপাধ্যায় স্মরণ সভা আয়োজন করা হয়।
advertisement
সভামঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, ‘২০০৯ সালে আমি লোকসভা নির্বাচনের প্রার্থী। মহিষাদলে নির্বাচনী প্রচারে এসে প্রণব মুখোপাধ্যায় বলেছিলেন, আমার উত্থান তমলুক থেকেই। সতীশদা, সুশীলদার হাত ধরে। সেই তমলুকের মানুষের জন্য শুভেন্দুকে দিয়ে যাচ্ছি, আপনাদের সঙ্গে কোনদিই বিশ্বাসঘাতকতা করবে না শুভেন্দু। প্রণব বাবুর সঙ্গে তাঁর সম্পর্ক ও যোগাযোগ নিয়ে এদিন পুরনো দিনের অনেক স্মৃতিরোমন্ধনই করেন তিনি।
advertisement
SUJIT BHOWMIK
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
‘শুভেন্দু বিশ্বাসঘাতকতা করবে না কোনদিন’, জোর দিয়ে বলেছিলেন খোদ প্রণব মুখোপাধ্যায়!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement