#তমলুক: ‘শুভেন্দুকে দিয়ে গেলাম, আপনাদের সঙ্গে কোনদিন ও বিশ্বাসঘাতকতা করবে না!’ আজ থেকে ১১ বছর আগে তাঁর ভোট প্রচারে এসে তৎকালীন কংগ্রেস নেতা প্রণব মুখোপাধ্যায় একথা বলেছিলেন ৷ মঙ্গলবার প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্মরণ সভায় এসে নিজের বক্তব্যে সেই কথাই আবার মনে করিয়ে দিলেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী।
প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতিতে আয়োজিত স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে এদিন পুরনো দিনের অনেক কথাই বলেন শুভেন্দু। তমলুকের নিমতৌড়িতে আজ শুভেন্দুর উদ্যোগেই প্রণব মুখোপাধ্যায় স্মরণ সভা আয়োজন করা হয়।
সভামঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, ‘২০০৯ সালে আমি লোকসভা নির্বাচনের প্রার্থী। মহিষাদলে নির্বাচনী প্রচারে এসে প্রণব মুখোপাধ্যায় বলেছিলেন, আমার উত্থান তমলুক থেকেই। সতীশদা, সুশীলদার হাত ধরে। সেই তমলুকের মানুষের জন্য শুভেন্দুকে দিয়ে যাচ্ছি, আপনাদের সঙ্গে কোনদিই বিশ্বাসঘাতকতা করবে না শুভেন্দু। প্রণব বাবুর সঙ্গে তাঁর সম্পর্ক ও যোগাযোগ নিয়ে এদিন পুরনো দিনের অনেক স্মৃতিরোমন্ধনই করেন তিনি।
SUJIT BHOWMIK