Suvendu Adhikari: শুভেন্দুর কাঁটা নন্দীগ্রাম! ভোটের আগেই যা ঘটল বিজেপিতে, বিড়ম্বনায় বিরোধী দলনেতা

Last Updated:

Suvendu Adhikari: পূর্ব মেদিনীপুরে ত্রিস্তর পঞ্চায়েতে মোট আসন ৫০২৫টি। মোট মনোনয়ন জমা পড়েছে ১৭,৭৯১টি। বিজেপির মনোনয়ন ৫৮৩১টি। তৃণমূলের মনোনয়ন ৫৬৮৮টি।

শুভেন্দুর চিন্তা নন্দীগ্রাম!
শুভেন্দুর চিন্তা নন্দীগ্রাম!
নন্দীগ্রাম: শুভেন্দু অধিকারীর নিজের জেলায়, নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে বেশকিছু আসনে প্রার্থীই দিতে পারল না বিজেপি। নন্দীগ্রামের অনেক আসনেই পদ্ম প্রতীকের প্রার্থী নেই। নন্দীগ্রামে আবার বহু ক্ষেত্রে তৃণমূলের লড়াই নিজেদের গোঁজ প্রার্থীর বিরুদ্ধেই। যা নিয়ে তৃণমূল বিজেপি দু’পক্ষই অবশ্য সাফাই দিয়েছে।
পূর্ব মেদিনীপুরে ত্রিস্তর পঞ্চায়েতে মোট আসন ৫০২৫টি। মোট মনোনয়ন জমা পড়েছে ১৭,৭৯১টি। বিজেপির মনোনয়ন ৫৮৩১টি। তৃণমূলের মনোনয়ন ৫৬৮৮টি। সংখ্যার দিক থেকে ঘাসফুলের থেকে কিছুটা হলেও এগিয়ে বিরোধী দলনেতার দল। জেলা পরিষদে ৭০টি, পঞ্চায়েত সমিতিতে ৬৬৫টি ও গ্রাম পঞ্চায়েতে ৪২৯০টি আসন রয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। জেলা প্রশাসন এবং নির্বাচন কমিশন সূত্রে খবর, গ্রাম পঞ্চায়েতে ৪৮৪৩টি, পঞ্চায়েত সমিতিতে ৮৯৩টি এবং জেলা পরিষদে ৯৫টি মনোনয়ন জমা দিয়েছে বিজেপি। তৃণমূলের তরফে গ্রাম পঞ্চায়েতে ৪৮০৭টি, পঞ্চায়েত সমিতিতে ৮০৫টি এবং জেলা পরিষদে ৭৬টি মনোনয়ন জমা পড়েছে। তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে সিপিএম ও কংগ্রেস। তবে তারা অনেকটাই পিছিয়ে।
advertisement
advertisement
সার্বিক মনোনয়ন পেশের সংখ্যায় এগিয়ে থাকলেও পদ্ম শিবিরের কাছে কাঁটা নন্দীগ্রাম। শুভেন্দুর নিজের বিধানসভাতেই সব আসনে দলীয় প্রতীকে প্রার্থী দিতে পারেনি বিজেপি। ব্লক প্রশাসন সূত্রের খবর, নন্দীগ্রাম-১ নম্বর ব্লকের ১০টি গ্রাম পঞ্চায়েতের ১৮৫টি আসনের মধ্যে ৬৬টিতে, পঞ্চায়েত সমিতির ৩০টি আসনের সাতটিতে পদ্ম প্রার্থী নেই। কেন্দেমারি গ্রাম পঞ্চায়েতের ২২টি আসনের একটিতেও নেই বিজেপির প্রার্থী, তৃণমূলের লড়াই নির্দল হিসেবে দাঁড়ানো গোঁজ প্রার্থীদের সঙ্গে। জেলা জুড়ে মনোনয়নে এগিয়েও নন্দীগ্রামে এই হাল কেন?
advertisement
বিজেপির দাবি, সবটাই নাকি তাদের ভোটের ছক। গোঁজ প্রার্থী নিয়ে তৃণমূলের দাবি, সমস্যা মিটে যাবে। ভোট হবে প্রতীকেই। অন্যদিকে গোঁজ এবং বিক্ষুব্ধ তৃণমূল প্রার্থীদের কথায়, ঠিক মানুষদের প্রার্থী না দেওয়ার কারণে ভুগতে হবে দলকে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Suvendu Adhikari: শুভেন্দুর কাঁটা নন্দীগ্রাম! ভোটের আগেই যা ঘটল বিজেপিতে, বিড়ম্বনায় বিরোধী দলনেতা
Next Article
advertisement
Amit Shah Replies to Rahul Gandhi: 'আপনার কথায় সংসদ চলবে না', রাহুলকে তোপ শাহের! লোকসভায় দুই নেতার তুমুল বাকযুদ্ধ
'আপনার কথায় সংসদ চলবে না', রাহুলকে তোপ শাহের! লোকসভায় দুই নেতার তুমুল বাকযুদ্ধ
  • সংসদে রাহুল-শাহ তুমুল বাকযুদ্ধ৷

  • ভোট চুরি নিয়ে শাহকে বিতর্কে অংশ নিতে বললেন রাহুল৷

  • 'আপনার কথায় সংসদ চলবে না', রাহুলকে জবাব শাহের৷

VIEW MORE
advertisement
advertisement