Abhishek Banerjee: শুভেন্দুর জেলায় অভিষেকের নির্দেশ অমান্য তৃণমূলেই, দলেই তীব্র শোরগোল! যা ঘটল, অবিশ্বাস্য

Last Updated:

Abhishek Banerjee: গত বছর ৩ ডিসেম্বর কাঁথির সভা থেকে মারিশদা গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝুনুরানি মণ্ডল, উপপ্রধান রামকৃষ্ণ মণ্ডল এবং তৃণমূলের অঞ্চল সভাপতি গৌতম মিশ্রকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ করার নির্দেশ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেকের নির্দেশ অমান্য!
অভিষেকের নির্দেশ অমান্য!
কাঁথি: দুর্নীতির অভিযোগ সামনে আসায় পদ থেকে ইস্তফার নির্দেশ দিয়েছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের শীর্ষ নেতার সেই নির্দেশ ১০০ শতাংশ মানা হল না পূর্ব মেদিনীপুরে। দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও সেখানে কাউকে কাউকে এবারের পঞ্চায়েত ভোটে তৃণমূলের টিকিটে প্রার্থী হতে দেখা গেল। তাঁদের একাংশ এবার পঞ্চায়েতে তৃণমূলের প্রার্থী। তবে কোথাও কোথাও অবশ্য কোপে পড়াদের দলীয় নির্দেশ মেনে তৃণমূলের টিকিট দেওয়াও হয়নি। তৃণমূল জেলা নেতৃত্বের এই মিশ্র অবস্থানে সমালোচনা শুরু হয়েছে দলের ভেতরে বাইরে।
প্রসঙ্গত, গত বছর ৩ ডিসেম্বর কাঁথির সভা থেকে মারিশদা গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝুনুরানি মণ্ডল, উপপ্রধান রামকৃষ্ণ মণ্ডল এবং তৃণমূলের অঞ্চল সভাপতি গৌতম মিশ্রকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ করার নির্দেশ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুর্নীতির অভিযোগেই ছিল ওই পদক্ষেপ। কাঁথি-৩ ব্লক প্রশাসন সূত্রের খবর, ঝুনুরানি এবং গৌতম এ বার যথাক্রমে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন।
advertisement
advertisement
যা নিয়ে ঝুমুরানি মণ্ডলের বক্তব্য, ”বুথের মানুষ চেয়েছেন, দল তাই আবার আমাকে প্রার্থী করেছে।” অপরদিকে, অখিল গিরির দাবি, রাজ্য নেতৃত্বকে জানিয়েই প্রার্থী ঘোষণা করা হয়েছে।
এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোষের মুখে পড়তে হয়েছিল তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকের শান্তিপুর এক নম্বর অঞ্চলের প্রধান সেলিম আলি, জেলাপরিষদের কর্মাধ্যক্ষ সোমনাথ বেরাদেরও। অভিষেক বন্দ্যোপাধ্যায় গত ২৭ ডিসেম্বর প্রধানের পদ থেকে ইস্তফা দিয়ে দিতে বললে ইস্তফা দেওয়ার পরেই গ্রেফতার হন শান্তিপুর এক নম্বর অঞ্চলের প্রধান সেলিম আলি। এবারে তাকে আর প্রার্থী করেনি দল।
advertisement
তৃণমূল সূত্রের খবর সেলিম আলির ঘনিষ্ঠ উপপ্রধান কৃষ্ণা সামন্ত রায়কেও প্রার্থী করেনি দল। সেলিম ঘনিষ্ঠ অনেকেই এবারে পঞ্চায়েতের টিকিট পায়নি। শান্তিপুর এক নম্বর অঞ্চলের মোট আসন ২০টি। তৃণমূল সূত্রের খবর, এবার নতুন মুখ আনা হয়েছে বেশিরভাগ আসনেই। টিকিট দেওয়া হয়নি সোমনাথ বেরাদেরও। যা নিয়ে অবশ্য কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Abhishek Banerjee: শুভেন্দুর জেলায় অভিষেকের নির্দেশ অমান্য তৃণমূলেই, দলেই তীব্র শোরগোল! যা ঘটল, অবিশ্বাস্য
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement