মাথার উপর ৩ খানা বাংলাদেশের ড্রোন! হাসনাবাদ সীমান্তে মোবাইলে যা ধরা পড়ল, শিউরে উঠবেন!

Last Updated:

India Bangladesh Relations: এক রাতেই তিনটি ড্রোন ঢোকে ভারতের আকাশসীমায়, কাটাখাল সেতুতে প্রত্যক্ষদর্শীদের তৎপরতায় মোবাইলে ধরা পড়ে দৃশ্য!

হাসনাবাদ সীমান্তে বাংলাদেশের ড্রোন! এলাকায় চরম আতঙ্ক, তদন্তে পুলিশ ও বিএসএফ (Representative Image: AI)
হাসনাবাদ সীমান্তে বাংলাদেশের ড্রোন! এলাকায় চরম আতঙ্ক, তদন্তে পুলিশ ও বিএসএফ (Representative Image: AI)
হাসনাবাদ | অনুপম সাহা: বাংলাদেশ সীমান্ত সংলগ্ন কাটাখাল এলাকায় এক রাতেই দেখা মিলল একাধিক সন্দেহজনক ড্রোনের। স্থানীয়দের দাবি, গতকাল রাতে কাটাখাল সেতুর উপরে বেশ কয়েকজন যুবক বসেছিলেন। ঠিক তখনই সীমান্ত পেরিয়ে একটি ড্রোন বাংলাদেশের দিক থেকে উড়ে আসে এবং ভারতের আকাশে ঢুকে পড়ে। ওই দৃশ্য মোবাইল ক্যামেরায় ধারণ করেন উপস্থিত যুবকরা।
এর পর একে একে আরও দু’টি ড্রোন দেখা যায় বলে অভিযোগ। সেগুলিও সীমান্ত পেরিয়ে ভারতের কাটাখাল এলাকার উপর চক্কর দিয়ে আবার ফিরে যায় বাংলাদেশের দিকে। এই ঘটনায় এলাকায় প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে।
advertisement
advertisement
হাসনাবাদ সীমান্তে বাংলাদেশের ড্রোন! এলাকায় চরম আতঙ্ক, তদন্তে পুলিশ ও বিএসএফ
হাসনাবাদ সীমান্তে বাংলাদেশের ড্রোন! এলাকায় চরম আতঙ্ক, তদন্তে পুলিশ ও বিএসএফ (Representative Image: AI) 
advertisement
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় হাসনাবাদ ও হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। আসে স্থানীয় বিএসএফ ক্যাম্পের জওয়ানরাও। ড্রোন চিহ্নিতকরণ ও তার উৎস সন্ধানে তদন্তে নেমেছে নিরাপত্তা বাহিনী।
পুলিশ ও বিএসএফ উভয়েই বিষয়টি তাঁদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বলে সূত্রের খবর। ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মাথার উপর ৩ খানা বাংলাদেশের ড্রোন! হাসনাবাদ সীমান্তে মোবাইলে যা ধরা পড়ল, শিউরে উঠবেন!
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement