Sundarbans | New Districts In West Bengal : সুন্দরবন এবার নতুন জেলা! নতুন জেলা বসিরহাটও! এতে কী সুবিধা হবে সেখানকার মানুষের? জানুন
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Sundarbans | New Districts In West Bengal : রাজ্যে জেলার সংখ্যা বেড়ে হল ৩০! সুন্দরবন এবার নতুন জেলা! আয় বাড়াতেই এই সিদ্ধান্ত সরকারের! আলাদা করে কী সুবিধা পাবেন সেখানকার মানুষ? জানুন
#কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ রাজ্যের নতুন সাত জেলার নাম ঘোষণা করেন। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বলেন, ''রাজ্যে আরও সাত নতুন জেলা হচ্ছে।'' নতুন জেলাগুলি হল, ১) সুন্দরবন জেলা (দক্ষিণ ২৪ পরগনা) ২)ইছামতী জেলা-বনগাঁ সাব ডিভিশন (উত্তর ২৪ পরগনা) ৩) বসিরহাট ( চূড়ান্ত নামকরণ পরে হবে) ৪) রাণাঘাট (নদিয়া) ৫) বিষ্ণুপুর (বাঁকুড়া) ৬) বহরমপুর ৭) কান্দি (মুর্শিদাবাদ)। এই রমক ভাগের কারণ হিসেবে উঠে আসছে রাজ্যের উন্নতির কথাই।
রাজ্যের আয় বাড়বে, কাজের ভাগ হবে। জেলা আলাদা মানে প্রতি জেলার জন্য কেন্দ্র থেকে আলাদা করে টাকা মিলবে। সব প্রকল্পের সুবিধাও বেশি করে পাবে মানুষ। তবে এই জেলার নাম ঘোষণা হওয়ায় সুন্দরবন একটি আলাদা জেলা হিসেবে পরিচিতি পাবে। দক্ষিণ ২৪ পরগনার মধ্যে পড়ত সুন্দরবন। ফলে ত্রাণ থেকে শুরু করে সব রকম প্রকল্প দক্ষিণ ২৪ পরগনা হয়েই যেত সুন্দরবন। এবার সুন্দরবন আলাদা জেলা হওয়ায় জেলা উন্নতি খাত থেকে শুরু করে সব ক্ষেত্রেই আলাদা করে সুবিধা পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।
advertisement
advertisement
তাছাড়া সুন্দরবন হল পশ্চিমবঙ্গের গর্বের স্থান। এখানেই রয়েল বেঙ্গল টাইগারের বাস। পর্যটন শিল্পেও অনেক ঘাটতি রয়েছে এখানে। আলাদা করে জেলা ঘোষিত হওয়ায় এবার সুন্দরবনের পর্যটন শিল্প নিয়েও আলাদা করে ভাবনা হবে। নতুন কাজও হবে। সুন্দরবন জেলা ঘোষিত হওয়ায় উন্নতির আশাই করছেন সাধারণ মানুষ থেকে সরকার। তবে শুধু সুন্দরবন নয়, এবার রানাঘাট, বনগাঁ, বসিরহাটও আলাদা জেলায় বিভক্ত হল। যদিও এই সিদ্ধান্তের মতোবিরোধও রয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 01, 2022 10:02 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sundarbans | New Districts In West Bengal : সুন্দরবন এবার নতুন জেলা! নতুন জেলা বসিরহাটও! এতে কী সুবিধা হবে সেখানকার মানুষের? জানুন