পরীক্ষা শেষ হতেই গাড়ির বাইরে ঝুলে ছাত্রদের উদ্দাম নাচ, তুমুল উচ্ছ্বাস... ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:Tanmoy Mondal
Last Updated:
ভিডিও প্রকাশ্যে আসতেই ক্ষোভপ্রকাশ করেছেন অনেকে। অভিভাবকরা জানান,পরীক্ষা শেষে আনন্দ করা দোষের নয়, কিন্তু এভাবে রাস্তায় বেপরোয়া উচ্ছৃঙ্খলতা জীবনহানির কারণ হতে পারে। নেটিজেনরাও কড়া সমালোচনায় সরব।
জঙ্গিপুর: পরীক্ষা শেষে উচ্ছ্বাস স্বাভাবিক। কিন্তু সেই উচ্ছ্বাস যদি বিপজ্জনক রূপ নেয়, তবে তা উদ্বেগজনক। এমনই এক ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের জঙ্গিপুরে। পরীক্ষার পর উমরপুর এলাকায় জাতীয় সড়ক ১২ নম্বরের উপর কয়েকজন ছাত্র-ছাত্রীকে গাড়ির উপর ও বাইরে ঝুলে উদ্দাম নাচতে দেখা গিয়েছে। সেই ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল।
শেষ হল উচ্চ মাধ্যমিক। সোমবার উচ্চমাধ্যমিকের প্রথম সেমিস্টারের বায়োলজি পরীক্ষা ছিল। ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক ২০২৫-এ পুজোর আগেই শুরু হল। কারণ, এ বছর থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে সেমিস্টার পদ্ধতিতে। সেই পরীক্ষা শেষেই ছাত্রদের এহেন উল্লাস। গাড়ির ছাদে উঠে কয়েকজন ছাত্র বক্সে বাজতে থাকা উচ্চস্বরে গানের তালে নাচছে। কেউ আবার গাড়ির দরজার বাইরে অর্ধেক ঝুলে প্রাণের ঝুঁকি নিয়ে উচ্ছ্বাসে মেতেছে। এদিকে আরেকটি গাড়ির ভিতরে সাদা জামা-পাজামা পরিহিত কয়েকজন ছাত্রীকেও হাত নেড়ে, লাফিয়ে আনন্দে মাততে দেখা যায়। রাস্তার দু’ধারে বইয়ের ছেঁড়া পাতা। গাড়ির গতিবেগ ও ছাত্রদের ঝুঁকিপূর্ণ কাণ্ড দেখে অনেকেই ভয় পান যে মুহূর্তের মধ্যে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত।
advertisement
advertisement
ভিডিও প্রকাশ্যে আসতেই ক্ষোভপ্রকাশ করেছেন অনেকে। অভিভাবকরা জানান,পরীক্ষা শেষে আনন্দ করা দোষের নয়, কিন্তু এভাবে রাস্তায় বেপরোয়া উচ্ছৃঙ্খলতা জীবনহানির কারণ হতে পারে। নেটিজেনরাও কড়া সমালোচনায় সরব।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 23, 2025 10:59 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পরীক্ষা শেষ হতেই গাড়ির বাইরে ঝুলে ছাত্রদের উদ্দাম নাচ, তুমুল উচ্ছ্বাস... ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও