Hooghly News: ৩৫ কোটি টাকার বিরাট কারচুপি, নাটের গুরু নিখোঁজ হতেই তুলকালাম বাঁশবেড়িয়া! চোখের জলে থানায় হাজির খেটে-খাওয়া সর্বশান্তরা
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Tanmoy Mondal
Last Updated:
Hooghly News: প্রতারণার জেরে সর্বশান্ত। হুগলির মগরা থানার অন্তর্গত বাঁশবেড়িয়া এলাকায় চাঞ্চল্যকর আর্থিক প্রতারণার ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই ঘটনায় সকাল থেকে বহু মানুষ কান্নায় ভেঙে পড়ে মগরা থানা ও স্থানীয় ফাঁড়িতে অভিযোগ জানাতে হাজির হন।
বাঁশবেড়িয়া, হুগলি: প্রতারণার জেরে সর্বশান্ত। হুগলির মগরা থানার অন্তর্গত বাঁশবেড়িয়া এলাকায় চাঞ্চল্যকর আর্থিক প্রতারণার ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই ঘটনায় সকাল থেকে বহু মানুষ কান্নায় ভেঙে পড়ে মগরা থানা ও স্থানীয় ফাঁড়িতে অভিযোগ জানাতে হাজির হন। অভিযোগের কেন্দ্রে রয়েছেন বাঁশবেড়িয়া বোড়োপাড়া এলাকার বাসিন্দা সাবির আনসারি, যিনি দীর্ঘদিন ধরে একটি বেসরকারি সঞ্চয় প্রকল্প বা ফান্ডের নামে এলাকাবাসীর কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাবির আনসারি সাধারণ মানুষকে নিরাপদ ভবিষ্যতের প্রতিশ্রুতি দিয়ে নিয়মিত কিস্তিতে টাকা জমা রাখতে উদ্বুদ্ধ করতেন। সেই ফান্ডে জমা পড়া টাকার পরিমাণ আনুমানিক ৩০ থেকে ৩৫ কোটি টাকা বলে দাবি উঠেছে। কিন্তু হঠাৎ করেই তিনি গা-ঢাকা দেন, যার ফলে এলাকায় নেমে আসে তীব্র উত্তেজনা। সবচেয়ে করুণ অবস্থায় পড়েছেন এলাকার বহু অসহায় পরিবার। কেউ অসুস্থ স্বামীর চিকিৎসার জন্য, কেউ মেয়ের বিয়ের খরচের জন্য, আবার কেউ জীবনের শেষ ভরসা হিসেবে জমানো অর্থ সেই ফান্ডে রেখে দিয়েছিলেন।
advertisement
advertisement
অভিযুক্ত ব্যক্তি পালিয়ে গেছে, এই খবর ছড়াতে কান্নায় ভেঙে পড়েন অসহায় মানুষজন। অভিযোগকারীদের দাবি, এর আগেও একবার সাবির এলাকা ছেড়ে পালিয়েছিল। পরে লুকিয়ে বাড়ি ফিরে এসে সোমবার একটি বৈঠক ডাকার আশ্বাস দেয়। কিন্তু বৈঠকের আগেই সে আবার উধাও হয়ে যায়। প্রতারণার বিষয়টি প্রকাশ্যে আসার পর ক্ষুব্ধ জনতা পুলিশের দ্বারস্থ হয়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই নিখোঁজ অভিযুক্তের সন্ধানে তল্লাশি অভিযান শুরু হয়েছে। পুলিশের আশ্বাস সত্ত্বেও বর্তমানে বাঁশবেড়িয়া এলাকায় ক্ষোভের পরিবেশ বিরাজ করছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Hugli,West Bengal
First Published :
December 10, 2025 2:23 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: ৩৫ কোটি টাকার বিরাট কারচুপি, নাটের গুরু নিখোঁজ হতেই তুলকালাম বাঁশবেড়িয়া! চোখের জলে থানায় হাজির খেটে-খাওয়া সর্বশান্তরা









