Latest Gold Price: দাম বাড়ল না কমল ? আজ ১ গ্রাম সোনার দাম জানলে চমকে উঠবেন !

Last Updated:
Latest Gold Price: আজকের সোনার বাজারে চমকে দেওয়ার মতো পরিবর্তন। ১ গ্রাম সোনার দাম বেড়েছে না কমেছে—তা জানলে অবাক হবেন।
1/6
প্রতিদিনই সোনার দামে ওঠা-নামা লেগেই থাকে ৷ কখনও হু হু করে দাম বেড়ে চলেছে আবার কখনও সামান্য হলেও কমছে সোনার দাম ৷ চলতি বছরে যে দ্রুত গতিতে দাম বৃদ্ধি হয়েছে তাতে সোনালি ধাতু কেনা প্রায় অসম্ভব হয়ে উঠেছে সাধারণের জন্য ৷ সোনার দাম যে হারে বেড়ে চলেছে তাতে বিনিয়োগের জন্য বেশ জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে সোনা ৷ আপনার কি সোনা কেনার কোনও পরিকল্পনা রয়েছে ? তাহলে অবশ্যই সোনার দামের উপর নজর রাখুন ৷
প্রতিদিনই সোনার দামে ওঠা-নামা লেগেই থাকে ৷ কখনও হু হু করে দাম বেড়ে চলেছে আবার কখনও সামান্য হলেও কমছে সোনার দাম ৷ চলতি বছরে যে দ্রুত গতিতে দাম বৃদ্ধি হয়েছে তাতে সোনালি ধাতু কেনা প্রায় অসম্ভব হয়ে উঠেছে সাধারণের জন্য ৷ সোনার দাম যে হারে বেড়ে চলেছে তাতে বিনিয়োগের জন্য বেশ জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে সোনা ৷ আপনার কি সোনা কেনার কোনও পরিকল্পনা রয়েছে ? তাহলে অবশ্যই সোনার দামের উপর নজর রাখুন ৷
advertisement
2/6
সোনার দামে আবারও উত্থান। গত কয়েকদিন তুলনামূলক স্থিতিশীল থাকার পর বুধবার হঠাৎই ১ গ্রাম সোনার দাম বেড়ে গিয়েছে । ফলে গয়না ক্রেতা থেকে বিনিয়োগকারী—সবাই নতুন দামের দিকে নজর রাখছেন।
সোনার দামে আবারও উত্থান। গত কয়েকদিন তুলনামূলক স্থিতিশীল থাকার পর বুধবার হঠাৎই ১ গ্রাম সোনার দাম বেড়ে গিয়েছে । ফলে গয়না ক্রেতা থেকে বিনিয়োগকারী—সবাই নতুন দামের দিকে নজর রাখছেন।
advertisement
3/6
গ্রাহকদের কী জানা জরুরি?

গয়না কিনলে মেকিং চার্জ ও GST যোগ হওয়ায় দামের পার্থক্য হবে।

গ্রাম-প্রতি দাম বাড়লেও শহরভেদে দামের কিছু পার্থক্য দেখা যায়।

নিয়মিত যারা সোনায় সঞ্চয় বা বিনিয়োগ করেন—তাদের জন্য আজকের বাজার নজরে রাখা জরুরি।
গ্রাহকদের কী জানা জরুরি?গয়না কিনলে মেকিং চার্জ ও GST যোগ হওয়ায় দামের পার্থক্য হবে।গ্রাম-প্রতি দাম বাড়লেও শহরভেদে দামের কিছু পার্থক্য দেখা যায়।নিয়মিত যারা সোনায় সঞ্চয় বা বিনিয়োগ করেন—তাদের জন্য আজকের বাজার নজরে রাখা জরুরি।
advertisement
4/6
এখন কি সোনা কিনবেন?দাম বাড়লেও সোনা দীর্ঘমেয়াদি বিনিয়োগে নিরাপদ বলে বিবেচিত।

গয়না কিনতে চাইলে কিছুটা দাম কমা পর্যন্ত অপেক্ষা করা বুদ্ধিমানের হতে পারে।

কিন্তু বিনিয়োগ (কয়েন, বার, ডিজিটাল গোল্ড) হিসেবে চাইলে বাড়তি দামের মধ্যেও দীর্ঘমেয়াদে লাভের সম্ভাবনা থাকে।
এখন কি সোনা কিনবেন?দাম বাড়লেও সোনা দীর্ঘমেয়াদি বিনিয়োগে নিরাপদ বলে বিবেচিত।গয়না কিনতে চাইলে কিছুটা দাম কমা পর্যন্ত অপেক্ষা করা বুদ্ধিমানের হতে পারে।কিন্তু বিনিয়োগ (কয়েন, বার, ডিজিটাল গোল্ড) হিসেবে চাইলে বাড়তি দামের মধ্যেও দীর্ঘমেয়াদে লাভের সম্ভাবনা থাকে।
advertisement
5/6
আজ সোনার দাম কত হল ? বুধবার ১০ ডিসেম্বর কত হল সোনার দাম ৷ ২২ ক্যারেট সোনার দাম ১২১৪৫ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম ৯৯৭৯ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ১৮৬৬৫০ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
আজ সোনার দাম কত হল ? বুধবার ১০ ডিসেম্বর কত হল সোনার দাম ৷ ২২ ক্যারেট সোনার দাম ১২১৪৫ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম ৯৯৭৯ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ১৮৬৬৫০ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
advertisement
6/6
গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) ৷
গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) ৷
advertisement
advertisement
advertisement