North 24 Parganas News: শ্রেণিকক্ষে জল থৈ থৈ! সাপের উপদ্রব! চরম সমস্যায় পড়ুয়ারা

Last Updated:

North 24 Parganas News: একদিকে সাপের উপদ্রব অন্যদিকে  রোগের প্রকোপ। মশা মাছি কীটপতঙ্গ একাধিক জীবাণু থেকে একদিকে স্কুল ঘরে অন্যদিকে স্কুল চত্তরের বাইরে নোংরা জলে ভর্তি হয়ে গেছে।

+
জল

জল থই থই স্কুল 

বসিরহাট: স্কুল ঘর একমাস জলবন্দি। সাপের উপদ্রব, অস্বাস্থ্যকর পরিবেশে পঠন পঠন স্কুল পড়ুয়াদের। বেহাল পরিবেশের মধ্যে চলছে মিড ডে মিলের রান্না। খাবার খেতে ভয় পাচ্ছে ছাত্র-ছাত্রীরা। স্কুল চত্বরে বেঞ্চের উপর দিয়ে যাওয়া আসা করতে হচ্ছে পড়ুয়াদের। উত্তর ২৪ পরগনার বসিরহাটে মহাকুমার বসিরহাট পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের মহামায়া কলোনি মোক্ষদা এফপি প্রাইমারি স্কুলের ঘটনা।
লাগাতার বৃষ্টি বেহাল নিকাশি ব্যবস্থা গত একমাস ধরে স্কুল ঘরে এক হাঁটু জল। ছাত্র-ছাত্রীর সংখ্যা ১৩০,জন। বাইরে থেকে স্কুল ঘরে ঢুকতে গেলে ইট বিছিয়ে বেঞ্চের উপর দিয়ে যেতে হচ্ছে স্কুল পড়ুয়াদের। সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশে হচ্ছে পঠন পাঠন। ভয় পাচ্ছে স্কুল পড়ুয়া। একদিকে সাপের উপদ্রব অন্যদিকে রোগের প্রকোপ। মশা মাছি কীটপতঙ্গ থেকে একাধিক জীবাণুর উপদ্রব। বাদ নেই কোনও কিছুই।
advertisement
স্কুল ভিতর থেকে শুরু করে স্কুল চত্তরের বাইরে নোংরা জলে ভর্তি হয়ে গেছে। এমনকি শৌচালয় মধ্যে জল ঢুকে গেছে। এই পরিবেশের মধ্যেই বাচ্চাদের মিড ডে মিলের খাবার তৈরি হচ্ছে। গোটা পরিস্থিতিতে রীতিমত আতঙ্কিত স্কুল পড়ুয়া থেকে অভিভাবকরা। তাদের অভিযোগ, প্রতিবার বর্ষা আসলেই নিচু জায়গা হওয়ায় জল জমে যায়। নিকাশি ব্যবস্থা একেবারে নেই। বারবার প্রশাসনকে জানিয়ে কোন সমাধান মেলেনি।
advertisement
advertisement
স্কুলের প্রধান শিক্ষক গোবিন্দপ্রসাদ দাস বলেন,”বারবার প্রশাসনকে জানিয়ে কোন ফল হয়নি। জায়গাটা এত নিচু প্রতিবছরই একটুতেই বৃষ্টি হলেই জল জমে যায়। গত তিন বছর ধরে একই জলছবি দেখা যায় বর্ষা পল্লী এলাকা কার্যত জলের তলায় থাকে। কবে মিলবে এই সুরহা, পথচেয়ে এলাকার মানুষ।” অভিভাবকরা জানান, বাধ্য হয়ে আমরা হয়তো এই স্কুল থেকে আমাদের ছেলেমেয়েদের অন্য স্কুলে ভর্তি করাব। না হলে আগামী দিনে বড় সমস্যার মধ্যে পড়তে পারে শিশুরা। অসুস্থতা বা বড় দুর্ঘটনা ঘটতে পারে। আমরা চাই প্রশাসন স্কুলের প্রতি নজর দিক। পাশাপাশি স্কুল কর্তৃপক্ষ স্কুল পরিদর্শক কে পুরো বিষয়টা লিখিতভাবে জানিয়েছেন যাতে খুব দ্রুত সমাধান হয়।
advertisement
জুলফিকার মোল্যা
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: শ্রেণিকক্ষে জল থৈ থৈ! সাপের উপদ্রব! চরম সমস্যায় পড়ুয়ারা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement