South 24 Parganas News: হারিয়ে ‌যাচ্ছে  সুন্দরবনের চার প্রাচীন সংগ্রহশালা, সংরক্ষণ করার দাবি

Last Updated:

সুন্দরবনের প্রাচীন ইতিহাস সম্বলিত সংগ্রহশালা বা মিউজিয়াম গুলি রয়েছে মোট ৪ টি এলাকায়। খাড়ি ছত্রভোগ সংগ্রহশালা, কাশীনগর সুন্দরবন প্রত্নগবেষণা কেন্দ্র ও বিষ্ণুপুর ও গোবর্ধনপুরে রয়েছে এই কেন্দ্রগুলি।

+
সুন্দরবন

সুন্দরবন প্রত্নগবেষণা কেন্দ্র

দক্ষিণ ২৪ পরগণা: জোরালো হল সুন্দরবনের প্রাচীন সংগ্রহশালাগুলি সংরক্ষণ করার দাবি। সুন্দরবনের প্রাচীন ইতিহাস সম্বলিত সংগ্রহশালা বা মিউজিয়াম গুলি রয়েছে মোট ৪ টি এলাকায়। খাড়ি ছত্রভোগ সংগ্রহশালা, কাশীনগর সুন্দরবন প্রত্নগবেষণা কেন্দ্র ও বিষ্ণুপুর ও গোবর্ধনপুরে রয়েছে এই কেন্দ্রগুলি। কিন্তু সেই মিউজিয়াম গুলি রক্ষণাবেক্ষণের অভাবে প্রত্নবস্তুগুলিতে জমেছে ধুলো। ভেঙে পড়ছে টালির চাল। ত্রিপল দিয়ে কোনোও রকমে ঢেকে রাখা হয়েছে, টিমটিম করে জ্বলা সুন্দরবনের সুপ্রাচীন ইতিহাস সম্বলিত একাধিক মিউজিয়ামকে।
এই সংগ্রহশালায় রয়েছে ফসিলস, পাল ও সেন যুগের মূর্তি, প্রাগোতৈহাসিক জীবের হাড়‌। ১০ থেকে ১২ হাজার বছর আগের পাথর, শিলালিপি। নব্যপ্রস্তর যুগের হাতিয়ার, একাধিক দামী পাথর সহ আরও অন্যান্য বস্তু। প্রায় হাজারের উপর প্রত্নবস্তু সম্বলিত মিউজিয়ামগুলি আকর্ষণ করে সকলকে। বর্তমানে সুন্দরবনের ইতিহাসের একটি জীবন্ত দলিল এই মিউজিয়াম। তবে রক্ষণাবেক্ষণের অভাবে এই মিউজিয়াম এখন ধ্বংসের মুখে।
advertisement
advertisement
মিউজিয়াম সুন্দরবন এলাকার ইতিহাসের একটি দলিল। সরকারি অর্থ সাহায্যে যদি মিউজিয়ামটিকে রক্ষণাবেক্ষণ করা যায়, তাহলে সুন্দরবন এলাকার মানুষজন তাদের নিজেদের এলাকায় একটি সুন্দর মিউজিয়াম দেখতে পাবে।তবে মিউজিয়ামের বর্তমান অবস্থা নিয়ে কিছুটা হতাশ উদ্যোক্তরা। সরকারে কাছ থেকে কিছু অর্থ সাহায্য পেলে এগুলি পুনরায় চালু করা যায়। মিউজিয়ামের ভাঙাচোরা দশার হাল কবে ফিরবে সেই উত্তর নেই কারোর কাছে। বর্তমানে এই সংগ্রহগুলি একত্রিত করার প্রয়াস চলছে রায়দিঘি কলেজে, তবে তা খুবই কম পরিমাণে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
সেজন্য এই মিউজিয়াম ধ্বংস হওয়ার আগে বিনামূল্যে আপনিও দেখে আসতে পারেন এই সংগ্রহশালা।
নবাব মল্লিক
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: হারিয়ে ‌যাচ্ছে  সুন্দরবনের চার প্রাচীন সংগ্রহশালা, সংরক্ষণ করার দাবি
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement