Mahalaya: এখনও মহালয়া শুনলেই মনে পড়ে তাঁর মুখ! দুরদর্শনের সেই ‘দুর্গা’কে মনে আছে? এখন কোথায় আছেন সংযুক্তা বন্দ‍্যোপাধ‍্যায় জানেন?

Last Updated:
Mahalaya Mahishasura Mardini Sanjukta Banerjee: দুরদর্শনের ‘দুর্গা’ সংযুক্তা বন্দ‍্যোপাধ‍্যায় এখন কোথায় আছেন জানেন কী? বর্তমানে কী করছেন তিনি?
1/8
মহালয়ার ভোর মানেই রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায় ‘মহিষাসুরমর্দিনী’ শোনা। দুরদর্শনে সংযুক্তা বন্দ‍্যোপাধ‍্যায়ের ‘মহিষাসুরমর্দিনী’ দেখা। এই দুই উপস্থাপনার বয়স পেরিয়েছে বহু বছর। সংযুক্তা বন্দ‍্যোপাধ‍্যায়ের পর বহু অভিনেত্রী, নৃত‍্যশিল্পী অভিনয় করেছেন দুর্গার ভূমিকায়।
মহালয়ার ভোর মানেই রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায় ‘মহিষাসুরমর্দিনী’ শোনা। দুরদর্শনে সংযুক্তা বন্দ‍্যোপাধ‍্যায়ের ‘মহিষাসুরমর্দিনী’ দেখা। এই দুই উপস্থাপনার বয়স পেরিয়েছে বহু বছর। সংযুক্তা বন্দ‍্যোপাধ‍্যায়ের পর বহু অভিনেত্রী, নৃত‍্যশিল্পী অভিনয় করেছেন দুর্গার ভূমিকায়।
advertisement
2/8
তবুও দুর্গারূপে সংযুক্তার নাচ, অভিনয় এখনও বাঙালির হৃদয়ে কালজয়ী। ডিজিটাল দুনিয়ার ডেটার হিসেবও বলছে তাঁর পুরনো ‘মহিষাসুরমর্দিনী’ই এখনও ট্রেন্ডিং। দুরদর্শনের দুর্গা সংযুক্তা বন্দ‍্যোপাধ‍্যায় এখন কোথায় আছেন জানেন কী? বর্তমানে কী করছেন তিনি?
তবুও দুর্গারূপে সংযুক্তার নাচ, অভিনয় এখনও বাঙালির হৃদয়ে কালজয়ী। ডিজিটাল দুনিয়ার ডেটার হিসেবও বলছে তাঁর পুরনো ‘মহিষাসুরমর্দিনী’ই এখনও ট্রেন্ডিং। দুরদর্শনের দুর্গা সংযুক্তা বন্দ‍্যোপাধ‍্যায় এখন কোথায় আছেন জানেন কী? বর্তমানে কী করছেন তিনি?
advertisement
3/8
১৯৯৪ সালে তিনি প্রথম বার দুরদর্শনের মহালয়ার অনুষ্ঠানে দুর্গার সাজে দেখা গিয়েছিল সংযুক্তা বন্দ‍্যোপাধ‍্যায়কে। এখনও পর্যন্ত তিনিই সবচেয়ে বেশিবার দুর্গার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন মহালয়ার বিশেষ অনুষ্ঠানে।
১৯৯৪ সালে তিনি প্রথম বার দুরদর্শনের মহালয়ার অনুষ্ঠানে দুর্গার সাজে দেখা গিয়েছিল সংযুক্তা বন্দ‍্যোপাধ‍্যায়কে। এখনও পর্যন্ত তিনিই সবচেয়ে বেশিবার দুর্গার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন মহালয়ার বিশেষ অনুষ্ঠানে।
advertisement
4/8
প্রথমবার সম্প্রচারের পর থেকেই উচ্চ প্রশংসিত হয়েছিল সংযুক্তা বন্দ‍্যোপাধ‍্যায়ের ‘মহিষাসুরমর্দিনী’। দর্শক যেন তাঁর মধ‍্যেই খুঁজে পেয়েছিল দশভুজাকে। বর্তমানে বেশিরভাগ চ‍্যানেলেই দুর্গাসাজে দেখা যায় অভিনেত্রীদের। তবে সংযুক্তা কিন্তু অভিনেত্রী ছিলেন না, তিনি ছিলেন নৃত‍্যশিল্পী।
প্রথমবার সম্প্রচারের পর থেকেই উচ্চ প্রশংসিত হয়েছিল সংযুক্তা বন্দ‍্যোপাধ‍্যায়ের ‘মহিষাসুরমর্দিনী’। দর্শক যেন তাঁর মধ‍্যেই খুঁজে পেয়েছিল দশভুজাকে। বর্তমানে বেশিরভাগ চ‍্যানেলেই দুর্গাসাজে দেখা যায় অভিনেত্রীদের। তবে সংযুক্তা কিন্তু অভিনেত্রী ছিলেন না, তিনি ছিলেন নৃত‍্যশিল্পী।
advertisement
5/8
দুরদর্শনের একটি সাক্ষাত্‍কারে তিনি জানিয়েছিলেন তাঁর দুর্গার রূপে অভিনয় করবার নেপথ‍্যের গল্প। ছোট থেকেই নাচ শিখতেন সংযুক্তা। বাবা মায়ের সঙ্গে যামিনী কৃষ্ণমূর্তির একটি অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন সংযুক্তা। শৈশবেই তিনি যামিনী কৃষ্ণমূর্তির নৃত্যশৈলীর প্রতি আকর্ষণ অনুভব করেন। তখনই ঠিক করেন ভরতনাট্যমই শিখবেন। পরবর্তীতে তিনি জানান, এই ধারার নাচের সঙ্গেই একাত্ম বোধ করছেন।
দুরদর্শনের একটি সাক্ষাত্‍কারে তিনি জানিয়েছিলেন তাঁর দুর্গার রূপে অভিনয় করবার নেপথ‍্যের গল্প। ছোট থেকেই নাচ শিখতেন সংযুক্তা। বাবা মায়ের সঙ্গে যামিনী কৃষ্ণমূর্তির একটি অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন সংযুক্তা। শৈশবেই তিনি যামিনী কৃষ্ণমূর্তির নৃত্যশৈলীর প্রতি আকর্ষণ অনুভব করেন। তখনই ঠিক করেন ভরতনাট্যমই শিখবেন। পরবর্তীতে তিনি জানান, এই ধারার নাচের সঙ্গেই একাত্ম বোধ করছেন।
advertisement
6/8
দীর্ঘ দিন ধরেই ভরতনাট্যম, মোহিনীআট্যম এবং কথাকলির প্রশিক্ষণ নিয়েছেন সংযুক্তা। নাচের স্কুল ‘কলামণ্ডলম’ থেকেই দশভুজা রূপে অভিনয়ের সুযোগ পান। তখন তিনি কলেজের প্রথম বর্ষের ছাত্রী। তাঁর নাচের স্কুলে দূরদর্শনের উচ্চপদস্থ কয়েক জন কর্মী গিয়েছিলেন, কিছু অনুষ্ঠানের জন্য শিল্পী বেছে নিতে। সেখানেই তাঁকে দুর্গা হিসেবে পছন্দ করা হয়৷
দীর্ঘ দিন ধরেই ভরতনাট্যম, মোহিনীআট্যম এবং কথাকলির প্রশিক্ষণ নিয়েছেন সংযুক্তা। নাচের স্কুল ‘কলামণ্ডলম’ থেকেই দশভুজা রূপে অভিনয়ের সুযোগ পান। তখন তিনি কলেজের প্রথম বর্ষের ছাত্রী। তাঁর নাচের স্কুলে দূরদর্শনের উচ্চপদস্থ কয়েক জন কর্মী গিয়েছিলেন, কিছু অনুষ্ঠানের জন্য শিল্পী বেছে নিতে। সেখানেই তাঁকে দুর্গা হিসেবে পছন্দ করা হয়৷
advertisement
7/8
তার আগে ‘চিচিং ফাঁক’-সহ দূরদর্শনের কিছু অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সংযুক্তা৷ কিন্তু দশভুজার ভূমিকেয় অভিনয় করার জন‍্য তাঁকে আলাদা করে প্রশিক্ষণ নিতে হয়েছিল। সাক্ষাত্‍কারে সংযুক্তা জানিয়েছিলেন, দেবী দুর্গার ভূমিকায় অভিনয় করতে তিনি মানসিক প্রস্তুতিও নিয়েছিলেন। শ‍্যুটিং চলাকালীন বেশকিছুদিন ধরে তিনি হবিষ্যান্ন বা সাত্ত্বিক আহার গ্রহণ করতেন। আধ্যাত্মিকতাকে অনুভব করতেন মননে ও যাপনে৷
তার আগে ‘চিচিং ফাঁক’-সহ দূরদর্শনের কিছু অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সংযুক্তা৷ কিন্তু দশভুজার ভূমিকেয় অভিনয় করার জন‍্য তাঁকে আলাদা করে প্রশিক্ষণ নিতে হয়েছিল। সাক্ষাত্‍কারে সংযুক্তা জানিয়েছিলেন, দেবী দুর্গার ভূমিকায় অভিনয় করতে তিনি মানসিক প্রস্তুতিও নিয়েছিলেন। শ‍্যুটিং চলাকালীন বেশকিছুদিন ধরে তিনি হবিষ্যান্ন বা সাত্ত্বিক আহার গ্রহণ করতেন। আধ্যাত্মিকতাকে অনুভব করতেন মননে ও যাপনে৷
advertisement
8/8
মহালয়ার ‘মহিষাসুরমর্দিনী’ অনুষ্ঠান বহুল প্রশংসিত হয়। অভিনয় নয়, নাচ ছাড়া কিছুই ভাবতে পারেন না নৃত‍্যশিল্পী সংযুক্তা বন্দ‍্যোপাধ‍্যায়। বহুদিন ধরেই তিনি প্রবাসী। আমেরিকার একাধিক শহরে বাস করেছেন তিনি। বর্তমানে তিনি কানাডাতে রয়েছেন।
মহালয়ার ‘মহিষাসুরমর্দিনী’ অনুষ্ঠান বহুল প্রশংসিত হয়। অভিনয় নয়, নাচ ছাড়া কিছুই ভাবতে পারেন না নৃত‍্যশিল্পী সংযুক্তা বন্দ‍্যোপাধ‍্যায়। বহুদিন ধরেই তিনি প্রবাসী। আমেরিকার একাধিক শহরে বাস করেছেন তিনি। বর্তমানে তিনি কানাডাতে রয়েছেন।
advertisement
advertisement
advertisement