Fucha Making Costs: দেয় তো ১০ টাকায় ৩টে না ৪টে, পুজোয় আরও দাম বাড়াবে! এক প্লেট ফুচকা তৈরিতে আসলে কত খরচ হয় জানেন?

Last Updated:
ডলফিন ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা তথা সিইও নিতিন হাসান এ বিষয়ে আমাদের বিশেষ তথ্য দিচ্ছেন৷ তিনি জানাচ্ছেন, একজন ফুচকা বিক্রেতা মাসিক ৫০ থেকে ৬০ হাজার টাকার রোজগার হতে পারে৷ কিন্তু, তার সঙ্গে জড়িয়ে থাকে কিছু বিষয়৷
1/7
এসে গেল দুর্গাপুজো৷ এসে গেল ফুচকা, ঘুগনি আর এগরোলের দিন৷ দিন না বলে বলা ভাল সন্ধে৷ অবশ্য, সন্ধে হলে সব বাঙালিরই একটি চটপটা, ভাজাভুজি খেতে ইচ্ছে করে৷ কিন্তু, এই যে আমরা ১০টাকায় কোথাও ৪টে, কোথাও ৩টে করে করে ফুচকা দেয়৷ লোকে বলে একদিনে নাকি ৪০ থেকে ৫০ হাজার টাকারও ফুচকা বিক্রি করে থাকেন ফুচকা বিক্রেতারা৷ কিন্তু, কখনও ভেবেছেন কি এই এক প্লেট ফুচকা, বা ১০ টাকার ৩ বা ৪টে ফুচকা তৈরি করতে বিক্রেতাদের ঠিক কতটা খরচ হয়, আর ঠিক কতখানি লাভবান হন তাঁরা৷
এসে গেল দুর্গাপুজো৷ এসে গেল ফুচকা, ঘুগনি আর এগরোলের দিন৷ দিন না বলে বলা ভাল সন্ধে৷ অবশ্য, সন্ধে হলে সব বাঙালিরই একটি চটপটা, ভাজাভুজি খেতে ইচ্ছে করে৷ কিন্তু, এই যে আমরা ১০টাকায় কোথাও ৪টে, কোথাও ৩টে করে করে ফুচকা দেয়৷ লোকে বলে একদিনে নাকি ৪০ থেকে ৫০ হাজার টাকারও ফুচকা বিক্রি করে থাকেন ফুচকা বিক্রেতারা৷ কিন্তু, কখনও ভেবেছেন কি এই এক প্লেট ফুচকা, বা ১০ টাকার ৩ বা ৪টে ফুচকা তৈরি করতে বিক্রেতাদের ঠিক কতটা খরচ হয়, আর ঠিক কতখানি লাভবান হন তাঁরা৷
advertisement
2/7
হরিয়ানা, পাঞ্জাব এবং উত্তরাঞ্চলীয় রাজ্যগুলিতে গোলগাপ্পা তৈরি করা হয় আলু, ছোলা, চাটনি এবং টক-মশলাদার জল দিয়ে ভরা মুচমুচে সুজি পুরি দিয়ে। দেশের পূর্বাঞ্চলে - পশ্চিমবঙ্গ, বিহার এবং ঝাড়খণ্ড - সেটাই আবার ফুচকা । উত্তরাঞ্চলের বেশিরভাগ রাজ্যের মতোই, এই পুরিগুলিতে টক আলু-ছোলার মিশ্রণ এবং তেঁতুলের জল ভরা থাকে। উত্তরপ্রদেশের মানুষ পানি কে বাতাশে বলে একে৷ ওড়িশা, ছত্তিশগড় এবং হায়দ্রাবাদে গুপ চুপ নামে পরিচিত। মধ্যপ্রদেশের ফুলকি উত্তরাঞ্চলের গোলগাপ্পার মতোই, তবে স্থানীয় স্বাদ অনুসারে তৈরি।
হরিয়ানা, পাঞ্জাব এবং উত্তরাঞ্চলীয় রাজ্যগুলিতে গোলগাপ্পা তৈরি করা হয় আলু, ছোলা, চাটনি এবং টক-মশলাদার জল দিয়ে ভরা মুচমুচে সুজি পুরি দিয়ে। দেশের পূর্বাঞ্চলে - পশ্চিমবঙ্গ, বিহার এবং ঝাড়খণ্ড - সেটাই আবার ফুচকা । উত্তরাঞ্চলের বেশিরভাগ রাজ্যের মতোই, এই পুরিগুলিতে টক আলু-ছোলার মিশ্রণ এবং তেঁতুলের জল ভরা থাকে। উত্তরপ্রদেশের মানুষ পানি কে বাতাশে বলে একে৷ ওড়িশা, ছত্তিশগড় এবং হায়দ্রাবাদে গুপ চুপ নামে পরিচিত। মধ্যপ্রদেশের ফুলকি উত্তরাঞ্চলের গোলগাপ্পার মতোই, তবে স্থানীয় স্বাদ অনুসারে তৈরি।
advertisement
3/7
কলকাতায় বর্তমানে ১০টাকায় ৩ থেকে ৪টে ফুচকা দেওয়া হয়৷ একটু মফসসলের দিকে সেটা বড়জোড় ৫টায় গিয়ে ঠেকে৷ এছাড়া, ফাউ দেওয়ার রেওয়াজও প্রচলিত৷
কলকাতায় বর্তমানে ১০টাকায় ৩ থেকে ৪টে ফুচকা দেওয়া হয়৷ একটু মফসসলের দিকে সেটা বড়জোড় ৫টায় গিয়ে ঠেকে৷ এছাড়া, ফাউ দেওয়ার রেওয়াজও প্রচলিত৷
advertisement
4/7
ডলফিন ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা তথা সিইও নিতিন হাসান এ বিষয়ে আমাদের বিশেষ তথ্য দিচ্ছেন৷ তিনি জানাচ্ছেন, একজন ফুচকা বিক্রেতা মাসিক ৫০ থেকে ৬০ হাজার টাকার রোজগার হতে পারে৷ কিন্তু, তার সঙ্গে জড়িয়ে থাকে কিছু বিষয়৷
ডলফিন ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা তথা সিইও নিতিন হাসান এ বিষয়ে আমাদের বিশেষ তথ্য দিচ্ছেন৷ তিনি জানাচ্ছেন, একজন ফুচকা বিক্রেতা মাসিক ৫০ থেকে ৬০ হাজার টাকার রোজগার হতে পারে৷ কিন্তু, তার সঙ্গে জড়িয়ে থাকে কিছু বিষয়৷
advertisement
5/7
ফুচকা তৈরির ময়দা, সুজি, তেল, আলু, মশলা, ছোলা ইত্যাদি কিনতে প্রায় ২০-২৫ হাজার টাকা লাগে৷ এছাড়া, গ্যাস, জল, প্লেট, বাসনপত্র নিয়ে আরও ৫-১০ হাজার টাকা৷
ফুচকা তৈরির ময়দা, সুজি, তেল, আলু, মশলা, ছোলা ইত্যাদি কিনতে প্রায় ২০-২৫ হাজার টাকা লাগে৷ এছাড়া, গ্যাস, জল, প্লেট, বাসনপত্র নিয়ে আরও ৫-১০ হাজার টাকা৷
advertisement
6/7
এছাড়া, মিউনিসিপ্যাল ফি, বেসরকারি ঠেলা লাগানোর না না খুচখাচ খরচও থাকে তাতে৷ পাশাপাশি থাকে পরিশ্রম৷ সব মিলিয়ে প্রতি ৬-৮ ফুচকার প্লেটে সর্বোচ্চ ৮-১০টাকা লাভ থাকতে পারে তাদের৷
এছাড়া, মিউনিসিপ্যাল ফি, বেসরকারি ঠেলা লাগানোর না না খুচখাচ খরচও থাকে তাতে৷ পাশাপাশি থাকে পরিশ্রম৷ সব মিলিয়ে প্রতি ৬-৮ ফুচকার প্লেটে সর্বোচ্চ ৮-১০টাকা লাভ থাকতে পারে তাদের৷
advertisement
7/7
ফুচকার স্টল লাগাতে গেলে মোট খরচ পড়তে পারে, ফুচকার গাড়ি- ১০ থেকে ২০ হাজার টাকা, ফুচকা আলু ইত্যাদি কাঁচামাল ৫ থেকে ১০ হাজার টাকা, প্লেট ইত্যাদি ২ থেকে ৫ হাজার৷ প্রাথমিক লাইসেন্স পারমিট ২ থেকে ৫ হাজার৷ প্যাকেজিং ১ থেকে ৩ হাজার৷ মোট বিনিয়োগ, ২৫ থেকে ৫০ হাজার৷
ফুচকার স্টল লাগাতে গেলে মোট খরচ পড়তে পারে, ফুচকার গাড়ি- ১০ থেকে ২০ হাজার টাকা, ফুচকা আলু ইত্যাদি কাঁচামাল ৫ থেকে ১০ হাজার টাকা, প্লেট ইত্যাদি ২ থেকে ৫ হাজার৷ প্রাথমিক লাইসেন্স পারমিট ২ থেকে ৫ হাজার৷ প্যাকেজিং ১ থেকে ৩ হাজার৷ মোট বিনিয়োগ, ২৫ থেকে ৫০ হাজার৷
advertisement
advertisement
advertisement