২২ সেপ্টেম্বর থেকেই বদলে যাবে দাম! কোন জিনিসের কেমন দাম হতে পারে? ফর্দ দেখে মিলিয়ে নিন
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
আর কিছুদিন পরেই শুরু হতে চলেছে দুর্গাপুজো আর দেবীপক্ষের শুরু হতেই পুজোর মুখে হাসি চওড়া হতে চলেছে সাধারণ মানুষের। আগামী ২২ সেপ্টেম্বর থেকে নতুন জিএসটি কার্যকর হতে চলেছে। ফলে, নিত্যপ্রয়োজনীয় বহু জিনিসের দাম কমে যাওয়ার কথা। ইতিমধ্যেই মারুতি এবং মাদার ডেয়ারি জানিয়ে দিয়েছে দাম কমার কথা ঘোষণা করেছে। ফলে সোমবার থেকেই জিনিস কেনার সময় নজর রাখতে হবে কোন জিনিসের দাম কমতে চলেছে।
advertisement
উপভোক্তা বিষয়ক দফতর কোম্পানিগুলিকে নির্দেশিকা পাঠালেও বিভিন্ন শপিং মল বা স্থানীয় দোকানগুলির ক্ষেত্রে তা নথিভুক্ত নাও হতে পারে। সেক্ষেত্রে নজর রাখতে হবে আপনাকেই। নতুন বিধি অনুসারে, উৎপাদক, প্যাকার এবং আমদানিকারক নতুন দামের লেবেল লাগাতে পারেন। এবং তা আগামী ২২ সেপ্টেম্বরের আগেই করে ফেলতে হবে। ফলে নতুন এবং পুরনো দুটো দামই আপনি দেখতে পাবেন।সোমবার থেকে কী হতে চলেছে?
advertisement
২২ সেপ্টেম্বর থেকে জিএসটির মাত্র দু'টি স্তর থাকবে। অধিকাংশ সামগ্রীকেই মূলত ৫ এবং ১৮ শতাংশের স্ল্যাব বা স্তরে নিয়ে আসা হয়েছে। অন্যদিকে, অতিরিক্ত বিলাস সামগ্রী জিএসটি ধরা হচ্ছে ৪০ শতাংশ। তামাক ও তামাকজাত পণ্যে ২৮ শতাংশ এবং সেস জোড়া হবে। ফলে এখন যে ৫,১২, ২৮ শতাংশের স্তর রয়েছে তা অবলুপ্ত করা হয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement