২২ সেপ্টেম্বর থেকেই বদলে যাবে দাম! কোন জিনিসের কেমন দাম হতে পারে? ফর্দ দেখে মিলিয়ে নিন

Last Updated:
1/13
জিএসটি পরিবর্তন। কিন্তু এখনও অনেকে সন্দিহান, আদৌ টাকা বাঁচবে তো! নাকি সবটাই সাধারণ মানুষের হিসেবের বাইরে! চিন্তা নেই। আপনি এক মিনিটে হিসেব করে দেখে নিতে পারেন।
আর কিছুদিন পরেই শুরু হতে চলেছে দুর্গাপুজো আর দেবীপক্ষের শুরু হতেই পুজোর মুখে হাসি চওড়া হতে চলেছে সাধারণ মানুষের। আগামী ২২ সেপ্টেম্বর থেকে নতুন জিএসটি কার্যকর হতে চলেছে। ফলে, নিত্যপ্রয়োজনীয় বহু জিনিসের দাম কমে যাওয়ার কথা। ইতিমধ্যেই মারুতি এবং মাদার ডেয়ারি জানিয়ে দিয়েছে দাম কমার কথা ঘোষণা করেছে। ফলে সোমবার থেকেই জিনিস কেনার সময় নজর রাখতে হবে কোন জিনিসের দাম কমতে চলেছে।
advertisement
2/13
পণ্য ও পরিষেবা কর বা জিএসটি নিয়ে দীর্ঘ বৈঠকের পর নতুন কাঠামোর কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার।জিএসটি ২.০ থেকে বাদ দেওয়া হয়েছে ১২ এবং ২৮ শতাংশের কাঠামো। ফলে বেশ কিছু জিনিসের দাম কমল অনেকটাই। সেই তালিকাও ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। তবুও অনেকে বুঝতে পারছেন না, কোন পণ্যে কতটা দাম কমল!
উপভোক্তা বিষয়ক দফতর কোম্পানিগুলিকে নির্দেশিকা পাঠালেও বিভিন্ন শপিং মল বা স্থানীয় দোকানগুলির ক্ষেত্রে তা নথিভুক্ত নাও হতে পারে। সেক্ষেত্রে নজর রাখতে হবে আপনাকেই। নতুন বিধি অনুসারে, উৎপাদক, প্যাকার এবং আমদানিকারক নতুন দামের লেবেল লাগাতে পারেন। এবং তা আগামী ২২ সেপ্টেম্বরের আগেই করে ফেলতে হবে। ফলে নতুন এবং পুরনো দুটো দামই আপনি দেখতে পাবেন।সোমবার থেকে কী হতে চলেছে?
advertisement
3/13
সভায় গৃহীত সিদ্ধান্তের পর যেসব জিনিসপত্র সস্তা এবং ব্যয়বহুল হবে তার সম্পূর্ণ তালিকা এখানে রইল। সাধারণ জনগণের জন্য স্বস্তি, জিএসটি হারে বিশাল হ্রাস ৷ জিএসটি কাউন্সিলের ৫৬তম বৈঠকের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সাধারণ মানুষকে স্বস্তি দিতে বেশ কয়েকটি বড় সিদ্ধান্তের ঘোষণা করেছেন। তিনি বলেন, ‘‘গত ৭-৮ মাস ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বার বার বলছেন যে সাধারণ মানুষের কর ছাড় পাওয়া উচিত।’’ নতুন জিএসটি সংস্কারের আওতায় অনেক জিনিসের উপর কর কমানো হয়েছে, যার কারণে এই জিনিসগুলি সস্তা হবে:
২২ সেপ্টেম্বর থেকে জিএসটির মাত্র দু'টি স্তর থাকবে। অধিকাংশ সামগ্রীকেই মূলত ৫ এবং ১৮ শতাংশের স্ল্যাব বা স্তরে নিয়ে আসা হয়েছে। অন্যদিকে, অতিরিক্ত বিলাস সামগ্রী জিএসটি ধরা হচ্ছে ৪০ শতাংশ। তামাক ও তামাকজাত পণ্যে ২৮ শতাংশ এবং সেস জোড়া হবে। ফলে এখন যে ৫,১২, ২৮ শতাংশের স্তর রয়েছে তা অবলুপ্ত করা হয়েছে।
advertisement
4/13
যখন ইংল্যান্ডের বোরোডেলে গ্রাফাইটের একটি বড় আমানত আবিষ্কৃত হয়েছিল, তখন গ্রাফাইট জনপ্রিয়ভাবে ব্যবহৃত হয়েছিল। শীঘ্রই, দেখা গেল যে গ্রাফাইট সীসার তুলনায় গাঢ় চিহ্ন তৈরি করে। তাছাড়া গ্রাফাইট নরম এবং ভঙ্গুর। সুতরাং, গ্রাফাইট ধরে রাখার জন্য একটি কেস প্রয়োজন ছিল।
কোন কোন জিনিসের দাম কমতে পারেদাম কমতে পারে বলপয়েন্ট পেন, ফাউন্টেন পেন, মার্কার এবং অন্যান্য স্কুল এবং লেখার সামগ্রীর। এবার থেকে ১৮ শতাংশ জিএসটি ধরা হবে। স্কুল ব্যাগ, স্কুলের ছোট থলি সবই ১৮ শতাংশ জিএসটির অন্তর্গত।
advertisement
5/13
ফাইল ছবি
অন্যদিকে, স্কুলে ব্যবহৃত চকে কোনও জিএসটি রাখা হচ্ছে না। আগে এই সামগ্রীতে ১২% জিএসটি ছিল।
advertisement
6/13
শুভ শক্তি- নারী শক্তির উদযাপন: ‘‘ভারতীয় মহিলারা তাঁদের আর্থিক এবং বিনিয়োগের দায়িত্ব নেন, কিন্তু তাঁদের নিজেদের বিমা সেভাবে করা থাকে না, যা তাঁদের পরিবারকে বিপদের সময়ে ঝুঁকির মধ্যে ফেলে,
ব্যক্তিগত স্বাস্থ্য এবং জীবনবিমায় কোনও জিএসটি রাখা হচ্ছে না।
advertisement
7/13
এই ভেজাল উপাদানগুলো হজমের সমস্যা, কিডনির ক্ষতি, ত্বকের অ্যালার্জি এবং দীর্ঘমেয়াদি রোগের কারণ হতে পারে। বাজারে “অ্যানালগ পনির” নামে একটি পণ্য পাওয়া যায়, যেখানে দুধের প্রাকৃতিক চর্বি বাদ দিয়ে তার পরিবর্তে স্কিমড মিল্ক পাউডার ও অন্যান্য উপাদান মিশিয়ে তৈরি করা হয়, যা পনিরের গুণমান ও বিশুদ্ধতাকে প্রভাবিত করে।
দুগ্ধজাত পণ্য মাখন, ঘি, চিজ এবং ডেয়ারির স্প্রেডের জিএসটি রাখা হয়েছে ৫%।
advertisement
8/13
২) ওষুধ ফ্রিজের উপরে রাখা উচিত নয়: যেহেতু রোগের সঙ্গে ওষুধ জড়িত, তাই ফ্রিজের উপরে রাখলে ঘরের পরিবেশ চাপযুক্ত হতে পারে। এটি স্বাস্থ্য সমস্যা বাড়াতে পারে এবং মানসিক অস্থিরতাও বাড়াতে পারে। ফ্রিজের উপরে না রেখে তা শান্ত এবং নিরাপদ স্থানে রাখাই ভাল।
৩৩টি জীবনদায়ী ওষুধের উপরে কোনও জিএসটি আরোপ করা হচ্ছে না।
advertisement
9/13
দাঁত ব্রাশ করা মুখের স্বাস্থ্যবিধি বজায় রাখার প্রথম এবং প্রধান ধাপ, কিন্তু অনেকেই একটি গুরুত্বপূর্ণ বিষয় উপেক্ষা করেন- কত ঘন ঘন টুথব্রাশটি বদলাতে হবে! একটি পুরনো, জীর্ণ ব্রাশ ব্যবহার করলে উপকারের চেয়ে ক্ষতিই কিন্তু বেশি হতে পারে। টুথব্রাশ কত দিন অন্তর বদলানো উচিত? দন্তচিকিৎসকদের মতে, টুথব্রাশ প্রতি তিন থেকে চার মাস অন্তর পরিবর্তন করা উচিত। সময়ের সঙ্গে সঙ্গে ব্রিসলগুলো তাদের আকৃতি হারায়, ক্ষয়ে যায়, ফলে প্লাক এবং খাদ্য কণা অপসারণের ক্ষমতাও হারায়। তবে যদি ব্রাশটি ৩ মাসের আগেই জীর্ণ হয়ে পড়ে, তাহলে দেরি না করে অবিলম্বে বদলানো উচিত। (Representative Image)
নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর ক্ষেত্রেও নতুন জিএসটির প্রভাব পড়তে চলেছে। যেমন বাসনপত্র, চুলের তেল, শ্যাম্পু, পেস্ট, সাবান, টুথ ব্রাশ, দাড়ি কামানোর ক্রিমকে রাখা হয়েছে ৫%-এর আওতায়।
advertisement
10/13
এরপরে চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাওয়ার ফলে এই মেশিনগুলি হলুদ রঙেরই হয়। চাহিদা যা-ই হোক না কেন, নিরাপত্তার কারণেই আসলে সেগুলিকে হলুদ রঙে পরিবর্তন করা হয়েছিল। কারণ নির্মাণকাজের সময় লাল ও সাদা রঙের জেসিবি ব্যবহার করা হত। সেগুলি দূরবর্তী স্থান থেকে একেবারেই দেখা যেত না।  আর দৃশ্যমানতায় সমস্যার কারণেই জেসিবি মেশিনের রঙ হলুদে পরিবর্তন করা হয়। আসলে হলুদ রঙ করার ফলে তা দূর থেকেও স্পষ্ট ভাবে দেখা যায়। শুধু তা-ই নয়, হলুদ রঙের কারণে রাতের বেলাতেও সহজে দেখা যায় এটি। এবার আসা যাক, জেসিবি-র পুরো কথাটি জেনে নেওয়া যাক।  যদিও এই মেশিনের আসল নাম জেসিবি নয়। যে কোম্পানিটি এই মেশিন তৈরি করে, তার নাম জেসিবি। (Representative Image)
কৃষিকাজের ক্ষেত্রে ব্যবহৃত যন্ত্র যেমন- ট্রাক্টরের টায়ার এবং যন্ত্রাংশ, ট্রাক্টর, ১২টি নির্দিষ্ট জৈব কীটনাশক এবং সারকে ৫%-এর আওতায় আনা হয়েছে।বৈদ্যুতিন সামগ্রী যেমন এসি, মনিটর ও প্রজেক্টর্স, ছোট গাড়ি ও মোটর সাইকেলকে ১৮ শতাংশের স্তরের মধ্যে রাখা হয়েছে।
advertisement
11/13
কোল্ড ড্রিংক: এতে থাকা উচ্চমাত্রার চিনি এবং ক্যারামেল IV নামের কৃত্রিম রঙে 4-MEI নামে একটি রাসায়নিক থাকে, যা ক্যানসার সৃষ্টি করতে পারে। গ্রিল করা লাল মাংস: উচ্চ তাপে রান্না করার ফলে এতে হাইড্রোকার্বন তৈরি হয় যা ক্যানসার সৃষ্টি করতে পারে।
পান মশলা, নরম পানীয়, প্যাকেট করা ফলের রসে ৪০ শতাংশ জিএসটি।
advertisement
12/13
মূলত চানাচুর তৈরি হয় বেসন দিয়ে। বেসনের নানা রকম আকার বানিয়ে, তেলে ভেজে মশলা ছড়িয়ে দিলে তৈরি হয় সুস্বাদু চানাচুর।
প্যাকট করা নোনতা খাবার, ভুজিয়া ও চানাচুরের জিএসটি হতে চলেছে ৫ শতাংশ।
advertisement
13/13
 ফিডিং বটল, বেবি ন্যাপকিন ও ক্লিনিক্যাল ডায়াপার ১২ থেকে ৫ শতাংশ হচ্ছে।
ফিডিং বটল, বেবি ন্যাপকিন ও ক্লিনিক্যাল ডায়াপার ১২ থেকে ৫ শতাংশ হচ্ছে।
advertisement
advertisement
advertisement