Digha: দিঘায় আচমকা বিরাট বদল...! এবারে গেলে দ্বিগুণ মজা, পুজোর আগেই এল বহু কাঙ্খিত সুখবর! জানুন...

Last Updated:

Digha: পুজোয় কি দিঘা যাওয়ার প্ল্যান করছেন? তাহলে এবারের ভ্রমণ হবে একেবারেই ভিন্ন। কারণ পুজোর আগে নতুন সাজে সেজে উঠেছে দিঘা।

+
দিঘা 

দিঘা 

দিঘা, মদন মাইতি: পুজোয় কি দিঘা যাওয়ার প্ল্যান করছেন? তাহলে এবারের ভ্রমণ হবে একেবারেই ভিন্ন। কারণ পুজোর আগে নতুন সাজে সেজে উঠেছে দিঘা। এতদিন সমুদ্রের টান আর হাওয়া-ঢেউ যেমন টেনেছে, তেমনই বিরক্তিও বাড়াত সৈকতের উপর ছড়িয়ে থাকা প্লাস্টিক, খাবারের প্যাকেট-সহ নানা আবর্জনার স্তূপ। কিন্তু সেই দৃশ্য আর নেই। একঝাঁক কলেজ পড়ুয়ার উদ্যোগে এবার দিঘার সৈকত হয়ে উঠেছে ঝকঝকে পরিষ্কার।
শনিবার আন্তর্জাতিক উপকূলীয় পরিষ্কার দিবস। জাতীয় উপকূলীয় গবেষণা কেন্দ্রের সহযোগিতায় এগরা সারদা শশীভূষণ কলেজের কয়েকজন পড়ুয়া দল বেঁধে নেমে পড়েন সৈকত পরিচ্ছন্নতায়। হাতে গ্লভস, ব্যাগ আর অগাধ উদ্যমতা। কয়েক ঘণ্টার মধ্যেই সৈকতের রূপ পাল্টে যায়। বালুকাবেলায় আর নেই আবর্জনার স্তুপ—সামনে শুধু পরিচ্ছন্ন সমুদ্র আর সুন্দর দিঘা। পরিষ্কার-পরিচ্ছন্ন দিঘা এখন শুধু পর্যটনের জন্য নয়, পরিবেশ সচেতনতারও প্রতীক। সমুদ্রকে ঘিরে বছরে লক্ষ লক্ষ মানুষ আসেন দিঘায় তাই সৈকত পরিচ্ছন্ন রাখা প্রত্যেকের দায়িত্ব। কলেজ পড়ুয়াদের এই উদ্যোগ স্থানীয় মানুষ ও পর্যটকদের মধ্যেও নতুন বার্তা ছড়িয়ে দিল।
advertisement
আরও পড়ুনঃ পুজোর মুখে রেলযাত্রীদের জন্য বিরাট দুঃসংবাদ! রবিবার ফের একাধিক ট্রেন বাতিল, তালিকায় বন্দেভারত-সহ আর কোন কোন ট্রেন? জানুন
আন্তর্জাতিক উপকূলীয় পরিষ্কার দিবসে একদিকে প্রশাসনের তরফে বিভিন্ন কর্মসূচি, অন্যদিকে এগরা কলেজের পড়ুয়ারাও দল বেঁধে নেমে পড়েছে সৈকত পরিষ্কারের কাজে। সবমিলিয়ে দিঘাকে পেয়েছে এক নতুন রূপ। সমুদ্রতীর হয়ে উঠেছে আরও ঝকঝকে, আরও পরিচ্ছন্ন, যা পুজোর আগে পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণীয় হয়ে উঠেছে। দিঘার সৌন্দর্য এখন দ্বিগুণ। সমুদ্রের ঢেউ আর সূর্যাস্তের সঙ্গে যোগ হয়েছে ঝকঝকে পরিচ্ছন্ন সৈকতের টান।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ভারতে ঝড়ের গতিতে বাড়ছে ক্যানসারে মৃত্যু! এগুলিই শরীরে মারণ ক্যানসার থাবা বসানোর প্রধান কারণ! চিকিৎসকরা যা বলছেন…
এবারের পুজোয় দিঘা ভ্রমণ মানে শুধু আনন্দ নয়, সঙ্গে থাকবে গর্বের অনুভূতিও, কারণ দিঘা এখন সত্যিই নতুন সাজে সেজে উঠেছে। কলেজের অধ্যাপক ড. সুদীপ্ত ঘোড়াই বলেন, ‘শিক্ষার্থীরা যদি পড়াশোনার পাশাপাশি সামাজিক দায়িত্বেও এগিয়ে আসে, তাহলে সমাজ বদলানো খুব কঠিন কিছু নয়। দিঘার এই পরিচ্ছন্নতা সেই বার্তাই দিচ্ছে।’
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha: দিঘায় আচমকা বিরাট বদল...! এবারে গেলে দ্বিগুণ মজা, পুজোর আগেই এল বহু কাঙ্খিত সুখবর! জানুন...
Next Article
advertisement
সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র ! আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা
সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র ! আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা
  • সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র !

  • আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা

  • তার পরে তা রাখা হয় মুখ্যমন্ত্রীর গাড়ির পিছনের আসনে

VIEW MORE
advertisement
advertisement